
ঢাকা, ৩০ অক্টোবর, ২০২৫ (বাসস) : জাতিসংঘের প্রধান আন্তোনিও গুতেরেস রিও মাদক চক্রের ওপর ব্রাজিলিয়ান পুলিশের বিশাল অভিযানে হতাহতের সংখ্যায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’। অভিযানে বহু মানুষ নিহত হয়েছেন। বুধবার তার মুখপাত্র একথা বলেছেন।
জাতিসংঘ থেকে এএফপি এ খবর জানায়।
জাতিসংঘ প্রধানের মুখপাত্র স্টিফেন দুজারিক সাংবাদিকদের বলেছেন, ‘তিনি জোর দিয়ে বলেছেন, পুলিশি অভিযানে বলপ্রয়োগ আন্তর্জাতিক মানবাধিকার আইন এবং মান মেনে চলতে হবে এবং কর্তৃপক্ষকে দ্রুত তদন্ত করার আহ্বান জানিয়েছেন’।