পাকিস্তান-আফগানিস্তান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, আরেক দফায় হবে শান্তি আলোচনা

বাসস
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৫, ২১:৫৩
ছবি : সংগৃহীত

ঢাকা, ৩১ অক্টোবর, ২০২৫ (বাসস) : পাকিস্তান ও আফগানিস্তান অস্থায়ী যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে সম্মত হয়েছে এবং আগামী সপ্তাহে ইস্তাম্বুলে আরেক দফা শান্তি আলোচনায় বসবে। 

ইসলামাবাদ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

আগামী ৬ নভেম্বর ইস্তাম্বুলে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে উচ্চপর্যায়ের একটি বৈঠক অনুষ্ঠিত হবে। চলতি মাসে প্রাণঘাতী সংঘর্ষের পর উত্তেজনা প্রশমনের লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

গত ৯ অক্টোবর কাবুলে বিস্ফোরণের পর শুরু হওয়া সহিংসতায় ৭০ জনের বেশি নিহত এবং শত শত মানুষ আহত হন। তালেবান কর্তৃপক্ষ এই বিস্ফোরণের জন্য পাকিস্তানকে দায়ী করে। সংঘর্ষের পর কাতার ও তুরস্কের মধ্যস্থতায় পাকিস্তান ও আফগানিস্তান গত ১৯ অক্টোবর দোহায় একটি যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করে।

তুরস্ক ও কাতারের মধ্যস্থতায় দুই দেশ ইস্তাম্বুলে আলোচনা চালিয়ে যাচ্ছিল। তবে বুধবার ইসলামাবাদ জানায়  আলোচনার প্রক্রিয়া ভেঙে পড়েছে।

পরে এক বিবৃতিতে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সব পক্ষ যুদ্ধবিরতি অব্যাহত রাখার বিষয়ে একমত হয়েছে। বিরোধপূর্ণ পক্ষগুলো যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে সম্মত হয়েছে।

আফগান তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ শুক্রবার বলেন, আলোচনা এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে উভয় পক্ষ আবার সাক্ষাৎ করবে এবং বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা করবে।

তিনি আরও বলেন, ‘ইসলামিক আমিরাত প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক চায়, পাকিস্তানের সঙ্গেও ইতিবাচক সম্পর্ক প্রত্যাশা করে এবং পারস্পরিক সম্মান, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং কোনো পক্ষের জন্য হুমকি না হওয়ার ভিত্তিতে সম্পর্ক বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।’

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার নিশ্চিত করেছে, ‘যুদ্ধবিরতি কার্যকর রয়েছে।’

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দরাবি সাংবাদিকদের বলেন, ‘এই বিষয়ে আফগান পক্ষের আশ্বাস আমরা গ্রহণ করেছি।’

তিনি আরও বলেন, ‘ইসলামাবাদ আলোচনায় ইতিবাচক ফলাফলের প্রত্যাশা করে এবং পরবর্তী দফার আলোচনার জন্য আশাবাদী।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পটুয়াখালীতে বিএনপির পথসভা: ধানের শীষের পক্ষে ঐক্যের ডাক সাবেক এমপির
খুলনায় বিএনপি'র প্রচার মিছিল ও লিফলেট বিতরণ
সংস্কারের পক্ষে যারা থাকবে তারাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে : হাসনাত আবদুল্লাহ
ভোট নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে : শামা ওবায়েদ
গাজা শান্তি পরিকল্পনা নিয়ে মুসলিম দেশগুলোর বৈঠক আয়োজন করবে তুরস্ক
সংবিধানবিরোধী ষড়যন্ত্র বানচাল গিনি-বিসাউ সেনাবাহিনীর, একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রেফতার
দ্রুত এক হাজার রানের রেকর্ড তানজিদ
চাঁদে অবতরণ ‘ঘটেনি’, কার্দাশিয়ানের দাবি প্রত্যাখ্যান নাসা’র
ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে : নির্বাচন কমিশনার
ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ
১০