নতুন স্যাটেলাইট ছবিতে সুদানের আল-ফাশেরে ‘গণকবর’ শনাক্ত

বাসস
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৫, ২০:৩০

ঢাকা, ৬ নভেম্বর, ২০২৫ (বাসস) : সুদানের আল-ফাশের শহরে গণহত্যার এক সপ্তাহ পর প্রকাশিত নতুন স্যাটেলাইট চিত্রে গণকবরের সম্ভাব্য চিহ্ন পাওয়া গেছে বলে বৃহস্পতিবার ইয়েল বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানিয়েছেন।

পোর্ট সুদান থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

সুদানের সেনাবাহিনীর সঙ্গে দুই বছরেরও বেশি সময় ধরে যুদ্ধরত আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) প্রায় ১৮ মাস ধরে অবরুদ্ধ থাকা দারফুর শহর গত ২৬ অক্টোবর দখলে নেয়।

স্যাটেলাইট চিত্রে বাড়ি বাড়ি গিয়ে হত্যাকাণ্ড, গণকবর, রক্তাক্ত এলাকা এবং মাটির ঢিবির পাশে মৃতদেহের প্রমাণ মিলেছে। এগুলো প্রত্যক্ষদর্শীদের বিবরণ ও আধাসামরিক বাহিনীর অনলাইনে পোস্ট করা ভিডিওগুলোর সঙ্গে মিলে যায়।

ইয়েল বিশ্ববিদ্যালয়ের হিউম্যানিটারিয়ান রিসার্চ ল্যাব(এইচআরএল) তাদের বৃহস্পতিবারের প্রতিবেদনে জানিয়েছে, ‘তারা মৃতদেহ মাটিচাপা কার্যক্রমের’ প্রমাণ পেয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, একটি মসজিদ এবং সাবেক শিশু হাসপাতালে গণকবরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কমপক্ষে দুটি স্থান চিহ্নিত করা হয়েছে।

এছাড়া, শহরের বিভিন্ন স্থানে, বিশেষ করে হাসপাতাল ও মসজিদের আশপাশে, কয়েক মিটার-লম্বা পরিখা খনন এবং মৃতদেহের সঙ্গে  সামঞ্জস্যপূর্ণ বস্তুর কথা উল্লেখ করা হয়েছে।

হঠাৎ অদৃশ্য হয়ে যাওয়ার ঘটনাও চিহ্নিত করা হয়েছে-যা থেকে সেখানে রাখা মৃতদেহগুলো পরে সরিয়ে নেওয়ার ইঙ্গিত পাওয়া গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ১০ম দিনের শুনানি মঙ্গলবার
৬৬টি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিয়েছে ইসি
আমরা সবার জন্য নিরাপদ বাংলাদেশ গড়তে চাই: সিলেটে ডা. শফিকুর রহমান
আর্থিক খাতে জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনায় নির্দেশিকা জারি করল বাংলাদেশ ব্যাংক
ডেঙ্গু বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচেতনতামূলক বার্তা
প্রধান উপদেষ্টার কাছ থেকেই আমরা জুলাই সনদ নিতে চাই : হাসনাত আব্দুল্লাহ
অন্তর্ভুক্তিমূলক সামাজিক উন্নয়নে পর্যাপ্ত তহবিল ও আন্তর্জাতিক অংশীদারিত্বের আহ্বান বাংলাদেশের
কোনো অবস্থাতেই দুর্নীতি-স্বজনপ্রীতি সমর্থন করা হবে না : ডা. জাহিদ
মালদ্বীপে বাংলাদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা খোলার প্রস্তাব
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস কাল
১০