
ঢাকা, ৬ নভেম্বর, ২০২৫ (বাসস) : সুদানের আল-ফাশের শহরে গণহত্যার এক সপ্তাহ পর প্রকাশিত নতুন স্যাটেলাইট চিত্রে গণকবরের সম্ভাব্য চিহ্ন পাওয়া গেছে বলে বৃহস্পতিবার ইয়েল বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানিয়েছেন।
পোর্ট সুদান থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
সুদানের সেনাবাহিনীর সঙ্গে দুই বছরেরও বেশি সময় ধরে যুদ্ধরত আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) প্রায় ১৮ মাস ধরে অবরুদ্ধ থাকা দারফুর শহর গত ২৬ অক্টোবর দখলে নেয়।
স্যাটেলাইট চিত্রে বাড়ি বাড়ি গিয়ে হত্যাকাণ্ড, গণকবর, রক্তাক্ত এলাকা এবং মাটির ঢিবির পাশে মৃতদেহের প্রমাণ মিলেছে। এগুলো প্রত্যক্ষদর্শীদের বিবরণ ও আধাসামরিক বাহিনীর অনলাইনে পোস্ট করা ভিডিওগুলোর সঙ্গে মিলে যায়।
ইয়েল বিশ্ববিদ্যালয়ের হিউম্যানিটারিয়ান রিসার্চ ল্যাব(এইচআরএল) তাদের বৃহস্পতিবারের প্রতিবেদনে জানিয়েছে, ‘তারা মৃতদেহ মাটিচাপা কার্যক্রমের’ প্রমাণ পেয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, একটি মসজিদ এবং সাবেক শিশু হাসপাতালে গণকবরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কমপক্ষে দুটি স্থান চিহ্নিত করা হয়েছে।
এছাড়া, শহরের বিভিন্ন স্থানে, বিশেষ করে হাসপাতাল ও মসজিদের আশপাশে, কয়েক মিটার-লম্বা পরিখা খনন এবং মৃতদেহের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বস্তুর কথা উল্লেখ করা হয়েছে।
হঠাৎ অদৃশ্য হয়ে যাওয়ার ঘটনাও চিহ্নিত করা হয়েছে-যা থেকে সেখানে রাখা মৃতদেহগুলো পরে সরিয়ে নেওয়ার ইঙ্গিত পাওয়া গেছে।