নতুন স্যাটেলাইট ছবিতে সুদানের আল-ফাশেরে ‘গণকবর’ শনাক্ত

বাসস
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৫, ২০:৩০

ঢাকা, ৬ নভেম্বর, ২০২৫ (বাসস) : সুদানের আল-ফাশের শহরে গণহত্যার এক সপ্তাহ পর প্রকাশিত নতুন স্যাটেলাইট চিত্রে গণকবরের সম্ভাব্য চিহ্ন পাওয়া গেছে বলে বৃহস্পতিবার ইয়েল বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানিয়েছেন।

পোর্ট সুদান থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

সুদানের সেনাবাহিনীর সঙ্গে দুই বছরেরও বেশি সময় ধরে যুদ্ধরত আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) প্রায় ১৮ মাস ধরে অবরুদ্ধ থাকা দারফুর শহর গত ২৬ অক্টোবর দখলে নেয়।

স্যাটেলাইট চিত্রে বাড়ি বাড়ি গিয়ে হত্যাকাণ্ড, গণকবর, রক্তাক্ত এলাকা এবং মাটির ঢিবির পাশে মৃতদেহের প্রমাণ মিলেছে। এগুলো প্রত্যক্ষদর্শীদের বিবরণ ও আধাসামরিক বাহিনীর অনলাইনে পোস্ট করা ভিডিওগুলোর সঙ্গে মিলে যায়।

ইয়েল বিশ্ববিদ্যালয়ের হিউম্যানিটারিয়ান রিসার্চ ল্যাব(এইচআরএল) তাদের বৃহস্পতিবারের প্রতিবেদনে জানিয়েছে, ‘তারা মৃতদেহ মাটিচাপা কার্যক্রমের’ প্রমাণ পেয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, একটি মসজিদ এবং সাবেক শিশু হাসপাতালে গণকবরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কমপক্ষে দুটি স্থান চিহ্নিত করা হয়েছে।

এছাড়া, শহরের বিভিন্ন স্থানে, বিশেষ করে হাসপাতাল ও মসজিদের আশপাশে, কয়েক মিটার-লম্বা পরিখা খনন এবং মৃতদেহের সঙ্গে  সামঞ্জস্যপূর্ণ বস্তুর কথা উল্লেখ করা হয়েছে।

হঠাৎ অদৃশ্য হয়ে যাওয়ার ঘটনাও চিহ্নিত করা হয়েছে-যা থেকে সেখানে রাখা মৃতদেহগুলো পরে সরিয়ে নেওয়ার ইঙ্গিত পাওয়া গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গণঅধিকার পরিষদের দ্বিতীয় ধাপের প্রার্থী ঘোষণা
ব্যাটিং ব্যর্থতায় আয়ারল্যান্ডের কাছে হেরে সিরিজ শুরু করল বাংলাদেশ
দুর্নীতির পরিবর্তে উদ্ভাবনকে বেছে নিতে তরুণদের আহ্বান জ্বালানি উপদেষ্টার 
বাংলাদেশ-নেপাল যৌথ স্টিয়ারিং কমিটির সভায় বিদ্যুৎ খাতে অধিকতর সহযোগিতায় গুরুত্ব 
ঢাবির ১৫টি গবেষণা কেন্দ্রের পরিচালক নিয়োগে সার্চ কমিটির প্রতিবেদন পেশ
পিআরআই-এর ‘মান্থলি ম্যাক্রোইকোনমিক ইনসাইটস’ প্রতিবেদন প্রকাশ
ঝিনাইদহে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন 
এলজিইডি ক্রিম-ক্রিলিক প্রকল্পের কেএফডব্লিউ রিভিউ মিশন সম্পন্ন
সূর্যের রোদে কেমিক্যালমুক্ত শুঁটকি তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কুয়াকাটার জেলেরা
১৭৪ উপজেলায় নতুন ইউএনও 
১০