
ঢাকা, ৭ নভেম্বর, ২০২৫ (বাসস) : ঘূর্ণিঝড় কালমেগি ভিয়েতনামের মধ্যাঞ্চলের উপকূলে আঘাতে অন্তত পাঁচ জনের মৃত্যু ও সাত জন আহত হয়েছে বলে জানা গেছে।
ভিয়েতনামের পরিবেশ মন্ত্রণালয় শুক্রবার এ তথ্য জানিয়েছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
পরিবেশ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, কোয়াং এনগাই, গিয়া লাই ও ডাক লাক প্রদেশে এই মৃত্যুর ঘটনা ঘটেছে।