ফিলিপাইনে ১৪০ জনের  প্রাণহানির পর ভিয়েতনামে ঘূর্ণিঝড় কালমেগির আঘাত

বাসস
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৫, ১১:০২

ঢাকা, ৭ নভেম্বর, ২০২৫ (বাসস): ফিলিপাইনে ১৪০ জনের  প্রাণহানির পর এবার ভিয়েতনামে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় কালমেগি। গতকাল বৃহস্পতিবার ভিয়েতনামের ঝড়-বিধ্বস্ত  মধ্যাঞ্চলে টাইফুন কালমেগি আঘাত হানে।  

কালমেগি এ বছরের অন্যতম মারাত্মক ঘূর্ণিঝড় হিসেবে বিবেচিত হচ্ছে। প্রাকৃতিক দুর্যোগের কারণে হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। 

খবর বার্তা সংস্থা এএফপি’র।

কালমেগি এই সপ্তাহে ফিলিপাইনে ধ্বংসযজ্ঞ চালিয়েছে। ভয়াবহ বন্যার ফলে কমপক্ষে ১৪০ জন নিহত এবং আরও ১২৭ জন নিখোঁজ রয়েছে।


দেশটির পরিবেশ মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে ঝড়টি ভিয়েতনামের মধ্যাঞ্চলে আছড়ে পড়ে। এ সময় ঘণ্টায় বাতাসের গতিবেগ ছিল ১৪৯ কিলোমিটার (৯২ মাইল)। বাতাসের সাথে সাথে আরও দ্রুত ঝোড়ো হাওয়া ছিল।

ভিয়েতনামের  মধ্যাঞ্চলে এক সপ্তাহ ধরে চলা বন্যা ও রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতের পর, কমপক্ষে ৪৭ জনের মৃত্যু হয়েছে এবং শতাব্দী প্রাচীন ঐতিহাসিক স্থানগুলো ডুবে গেছে। 

এই বিপর্যয়ের মধ্যেই টাইফুনটি আঘাত হানে, যার ফলে পরিস্থিতির আরও অবনতি ঘটে।

গিয়া লাইয়ের একজন শীর্ষ প্রাদেশিক কর্মকর্তা ফাম আনহ তুয়ান বলেছেন, ‘এটি প্রচণ্ড ধ্বংসাত্মক ক্ষমতা সম্পন্ন একটি বিশাল টাইফুন।’   

রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, বুধবার রাত পর্যন্ত ৭ হাজার জনেরও বেশি লোককে সরিয়ে নেওয়া হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ভিয়েতনাম পৃথিবীর সবচেয়ে সক্রিয় গ্রীষ্মমন্ডলীয় ঘূর্ণিঝড় অঞ্চলগুলোর মধ্যে একটি এবং দেশটিতে সাধারণত বছরে ১০টি টাইফুন বা ঝড় আঘাত হানে। এতে দেশটির মানুষের অনেক ক্ষতি হয়। 

বৈজ্ঞানিক প্রমাণে দেখা যায় যে মানুষের কার্যকলাপের ফলে সৃষ্ট জলবায়ু পরিবর্তন চরম আবহাওয়ার ঘটনাগুলিকে আরও ঘন ঘন এবং মারাত্মক করে তুলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ব্যাটিং ব্যর্থতায় আয়ারল্যান্ডের কাছে হেরে সিরিজ শুরু করল বাংলাদেশ
দুর্নীতির পরিবর্তে উদ্ভাবনকে বেছে নিতে তরুণদের আহ্বান জ্বালানি উপদেষ্টার 
বাংলাদেশ-নেপাল যৌথ স্টিয়ারিং কমিটির সভায় বিদ্যুৎ খাতে অধিকতর সহযোগিতায় গুরুত্ব 
ঢাবির ১৫টি গবেষণা কেন্দ্রের পরিচালক নিয়োগে সার্চ কমিটির প্রতিবেদন পেশ
পিআরআই-এর ‘মান্থলি ম্যাক্রোইকোনমিক ইনসাইটস’ প্রতিবেদন প্রকাশ
ঝিনাইদহে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন 
এলজিইডি ক্রিম-ক্রিলিক প্রকল্পের কেএফডব্লিউ রিভিউ মিশন সম্পন্ন
সূর্যের রোদে কেমিক্যালমুক্ত শুঁটকি তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কুয়াকাটার জেলেরা
১৭৪ উপজেলায় নতুন ইউএনও 
চট্টগ্রামে মামলার দ্রুত নিষ্পত্তিতে কাজ করছেন আদালত
১০