ইউক্রেনে রাশিয়ান সৈন্যের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ

বাসস
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৫, ১১:০৪

ঢাকা, ৬ নভেম্বর, ২০২৫ (বাসস): ইউক্রেনের একজন যুদ্ধবন্দিকে হত্যার অভিযোগে রাশিয়ান এক সৈন্যকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে দেশটি। 

বৃহস্পতিবার নিরাপত্তা কর্মকর্তাদের এক বিবৃতিতে একথা জানানো হয়েছে। 

ইউক্রেনে কোন রুশ সৈন্যের যাবজ্জীবনের এটাই প্রথম ঘটনা। 

ইউক্রেনের এসবিইউ সিকিউরিটি সার্ভিস এক বিবৃতিতে জানায়, ইউক্রেনের ইতিহাসে এটিই প্রথম রায় যেখানে একজন দখলদারকে, বিশেষ করে একজন প্রতিরক্ষা বাহিনীর সৈন্যের মৃত্যুদণ্ডের জন্য এই ধরণের শাস্তি দেওয়া হয়েছে।

কিয়েভ থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

প্রসিকিউটররা জানান, ২৭ বছর বয়সী রাশিয়ান সৈন্য দিমিত্রি কুরাশভ ‘গোলাবারুদ ফুরিয়ে যাওয়ার পর আত্মসমর্পণকারী একজন ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর সৈন্যকে হত্যা করেছে।’ পরে কুরাশভকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করা হয়।

২০২৪ সালের জানুয়ারিতে দক্ষিণ জাপোরিঝিয়া অঞ্চলে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন তারা। 

কিয়েভ বারবার মস্কোর বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে আত্মসমর্পণের পর যুদ্ধবন্দিদের হত্যা করার অভিযোগ এনেছে। তারা  একে যুদ্ধাপরাধ বলে অভিহিত করেছে।

জাতীয় পুলিশ কর্তৃক প্রকাশিত ভিডিওতে বৃহস্পতিবার আদালতে বিচারক সাজা পড়ে শোনানোর সময় ওই আসামীকে আদালত কক্ষে একটি কাচের খাঁচায় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। 

ইউক্রেন কেবল রাশিয়ার রাজনৈতিক ও সামরিক নেতাদেরই নয়, ২০২২ সালের ফেব্রুয়ারিতে হামলার পর থেকে সংঘটিত যুদ্ধাপরাধের জন্যও দায়ী সাধারণ সৈন্যদেরও আটক করতে চাইছে।

গত সপ্তাহে, কিয়েভ একজন বন্দি রাশিয়ান নাবিককে ভিলনিয়াসের কাছে হস্তান্তর করেছে। তাকে যুদ্ধাপরাধের জন্য বিচারের মুখোমুখি করা হবে। 

একজন লিথুয়ানিয়ান নাগরিকের বিরুদ্ধেও মামলা করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নেত্রকোনায় বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ কাভার্ড ভ্যান জব্দ
পটুয়াখালীতে সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়ে আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার
জয়পুরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
জনভোগান্তি দূর করতে উলুবুনিয়া নদীর ওপর কাঠের সেতু নির্মাণ করা হবে
সারাদেশে বিশেষ অভিযানে গ্রেফতার ১,৮৩১
নির্বাচন নিয়ে যারা বিভ্রান্তি ছড়াচ্ছে, তারা স্বৈরাচারের দোসর : শফিকুল আলম
বাগেরহাটে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ
নরসিংদীতে ডেভিল হান্ট অভিযানে আওয়ামী লীগ নেতাসহ ৪ জন গ্রেফতার
৪৪ তম বিসিএসের ফল প্রকাশ
চীনের তৃতীয় বিমানবাহী রণতরী নৌবাহিনীর কাছে হস্তান্তর
১০