অস্ট্রেলিয়ায় কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় প্রবেশাধিকার নিষিদ্ধের বিরুদ্ধে আইনি চ্যালেঞ্জ

বাসস
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ১৭:৪৯ আপডেট: : ২৬ নভেম্বর ২০২৫, ১৭:৫১
ছবি : সংগৃহীত

ঢাকা, ২৬ নভেম্বর, ২০২৫ (বাসস) : ইন্টারনেট অধিকার গোষ্ঠী ডিজিটাল ফ্রিডম প্রজেক্ট আজ বুধবার জানিয়েছে, তারা অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধের আইন কার্যকর হওয়া ঠেকাতে আইনি চ্যালেঞ্জ শুরু করেছে।

সিডনি থেকে এএফপি জানায়, আগামী ১০ ডিসেম্বর থেকে অস্ট্রেলিয়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকের মতো প্ল্যাটফর্মগুলোকে বাধ্য করবে—১৬ বছরের কম বয়সী ব্যবহারকারীকে প্রবেশাধিকার না দিতে। অন্যথায় এই প্ল্যাটফর্মগুলোকে বড় অঙ্কের জরিমানা গুনতে হবে।

ডিজিটাল ফ্রিডম প্রজেক্ট জানিয়েছে, তারা এই আইনের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার হাইকোর্টে চ্যালেঞ্জ জানিয়েছে। তারা যুক্তি দিয়েছে, এটি স্বাধীন মতপ্রকাশের ওপর ‘অন্যায্য’ আঘাত।

গোষ্ঠীটি এক বিবৃতিতে বলেছে, এই নিষেধাজ্ঞা তরুণদের রাজনৈতিক যোগাযোগের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত।

ডিজিটাল ফ্রিডম প্রজেক্ট জানিয়েছে, ১৫ বছর বয়সী দুই কিশোরের সঙ্গে মিলে তারা এই মামলা করেছে, যাতে ‘আধুনিক টাউন স্কয়ার’-এ প্রবেশাধিকার হারাতে যাওয়া লাখো তরুণ অস্ট্রেলিয়ানদের প্রতিনিধিত্ব করা যায়।

মামলার বাদীদের একজন নোয়া জোন্স বলেন, আমরা প্রকৃত ডিজিটাল নেটিভ এবং আমরা আমাদের ডিজিটাল বিশ্বে শিক্ষিত, দৃঢ় এবং সচেতন থাকতে চাই।

তিনি আরও বলেন, আমরা একটি অলস সরকারের কারণে হতাশ, যারা শিশুদের সামাজিক যোগাযোগ মাধ্যমে নিরাপদ রাখার কর্মসূচিতে বিনিয়োগ না করে বরং ১৬ বছরের নিচের সবাইকে একসঙ্গে নিষিদ্ধ করছে।

বিশ্বজুড়ে নিয়ন্ত্রক সংস্থাগুলো যখন সামাজিক যোগাযোগ মাধ্যমের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় লড়াই করছে, তখন অস্ট্রেলিয়ার এই ব্যাপক নিষেধাজ্ঞা কার্যকর হবে কি না, সে ব্যাপারে বিশ্ববাসীর গভীর আগ্রহ রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আগামীকাল শহীদ ডা. মিলন দিবস
হাসিনার প্রত্যর্পণে দিল্লির জবাবের অপেক্ষায় ঢাকা
ভূমিকম্প পরবর্তী ঢাবির বিভিন্ন আবাসিক হলের কারিগরি নিরীক্ষণ ও মূল্যায়ন অব্যাহত
এনা ট্রান্সপোর্টের এনায়েতের বিরুদ্ধে সিআইডির ১০৭ কোটি টাকার মামলা
খাগড়াছড়িতে আধুনিক প্রযুক্তির ব্যবহারে সমৃদ্ধ প্রাণিসম্পদ গড়ার আহ্বান
টিকিটবিহীন ৪,৬০৫ যাত্রীর কাছ থেকে রেলওয়ের ৯ লাখ টাকা আদায় 
টাঙ্গাইলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী 
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মূল্যায়ন পদ্ধতির বিষয়ে সেমিনার অনুষ্ঠিত
করাইল বস্তির অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন
স্বচ্ছ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন চায় জার্মানি
১০