থাই হামলায় কম্বোডিয়ার নিহত বেড়ে ৬

বাসস
প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ১০:৩৪

ঢাকা, ৯ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : সীমান্ত সংঘর্ষে থাই বাহিনীর মঙ্গলবার রাতভর গোলাবর্ষণে আরও দুইজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এ নিয়ে কম্বোডিয়ায় নিহত বেসামরিক নাগরিকের সংখ্যা ছয়জনে পৌঁছেছে বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।

নমপেন থেকে এএফপি এ খবর জানায়।

কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার এক ফেসবুক পোস্টে জানিয়েছে, থাই সামরিক বাহিনী মধ্যরাতের পর সীমান্ত প্রদেশ বানতেয় মিনচেইতে গোলাবর্ষণ করে। এতে ‘ন্যাশনাল রোড-৫৬ দিয়ে চলাচলকারী দুজন বেসামরিক নাগরিক নিহত হন।’

এর আগে সোমবার কম্বোডিয়ার তথ্যমন্ত্রী নেথ ফিয়াকত্রা এএফপিকে জানান, থাইল্যান্ডের সীমান্তবর্তী প্রদেশ প্রেয়াহ বিহার এবং ওদ্দার মিআনচে-তে থাই কামানের গোলায় অন্তত চারজন কম্বোডীয় বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

সোমবার তিনি আরও জানান, এই সংঘর্ষে প্রায় ১০ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন।

এদিকে থাই সেনাবাহিনী বলেছে, রোববার নতুন করে লড়াই শুরু হওয়ার পর তাদের একজন সৈন্য নিহত এবং ১৮ জন আহত হয়েছেন।

উভয় পক্ষই নতুন করে সংঘর্ষ শুরুর জন্য একে অপরকে দোষারোপ করছে। সোমবার থাইল্যান্ড তাদের প্রতিবেশী কম্বোডিয়ার বিরুদ্ধে বিমান হামলা চালায় এবং ট্যাংক ব্যবহার করে।

এই সংঘাতের মূল কারণ হলো এই অঞ্চলে ফ্রান্সের ঔপনিবেশিক শাসনের সময় নির্ধারিত সীমান্ত নিয়ে শত বছরের পুরোনো একটি মতবিরোধ। উভয় দেশই সীমান্তের কিছু মন্দির এলাকার মালিকানা দাবি করে আসছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ঢাবির রোকেয়া হলে ছাত্রদলের দোয়া মাহফিল
ইউক্রেন ইস্যুতে ট্রাম্পের বক্তব্য রাশিয়ার দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ : ক্রেমলিন
জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে হাতপাখার বিজয় নিশ্চিত করতে হবে : রেজাউল করীম
টিআইবি’র দুর্নীতিবিরোধী কার্টুন প্রতিযোগিতার ফল ঘোষণা 
রায়পুরার সংঘাত বন্ধে কম্বিং অপারেশন করা হবে: স্বরাষ্ট উপদেষ্টা
বাংলা একাডেমিতে ‘বিজয় বইমেলা’ শুরু 
লালমনিরহাটে জন্মান্ধ হাফেজা খাদিজার পাশে বিএনপি নেতা দুলু
শিক্ষা প্রতিষ্ঠানে অতীতের মত দলাদলি চলবে না : ড. আমানুল্লাহ
ফ্রাঙ্কো-জার্মান মানবাধিকার পুরস্কার পেলেন সুমাইয়া ইসলাম
ডিএমপির নভেম্বরের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ যারা
১০