ফেনীতে পুলিশের চোখ ফাঁকি দিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ব্লকেড   

বাসস
প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ১৮:৩৯ আপডেট: : ২৯ জুলাই ২০২৫, ১৮:৪৩
ছবি : বাসস

ফেনী, ২৯ জুলাই ২০২৫(বাসস): বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের জিম্মি করে বিবৃতি দিতে বাধ্য করায় ২৯ জুলাই ফেনী শহরে ছাত্ররা জমায়েত হন। সেখান থেকে তারা একটি প্রতিবাদ মিছিলের উদ্যোগ নিচ্ছিল। কিন্তু তার আগেই শহরের প্রধান সড়ক ট্রাংক রোড ও শহিদ শহীদুল্লাহ কায়সার সড়কে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং ছাত্রলীগ ও যুবলীগের ক্যাডাররা সশস্ত্র  অবস্থান নেয়। 

আন্দোলনের মাঠে দায়িত্বপালনকারী গণমাধ্যম কর্মী আরিফ আজম জুলাই আন্দোলনের স্মৃতিচারণ করে বাসসকে বলেন, পুলিশের চোখ ফাঁকি দিয়ে ২৯ জুলাই বিকেল সাড়ে ৪টার দিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা একটি মিছিল বের করে। মিছিলটি রামপুর লাতু মিয়া সড়ক হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গিয়ে ওঠে। সেখানে তারা মহাসড়ক অবরোধ করে অগ্নিঝরা স্লোগান দেয়। প্রায় এক ঘণ্টা মহাসড়কে অবস্থানের পর ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ রুহুল আমিনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারা সড়ক থেকে সরে যায়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফেনী জেলার সহ-সমন্বয়ক সালমান হোসেন বলেন, ‘আন্দোলনের শুরুর দিকে যারা অংশ নিতো তাদের নাম ও  মোবাইল নম্বর লিখে রাখতাম। ছাত্রসহ বিভিন্ন স্বেচ্ছাসেবকদের সাথে সমন্বয় করতাম। ম্যাসেঞ্জার গ্রুপে কথোপকথনের মাধ্যমে শিক্ষার্থীদের সংগঠিত করতে দায়িত্ব বণ্টন করে দিতাম।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত মাহমুদ আজিম বাসসকে বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় অমানবিক অত্যাচারের শিকার হই। ১৮ জুলাই ও ২০ জুলাই আন্দোলনের সময় গুলিবিদ্ধ হই। বৈষম্যমুক্ত দেশ গড়ার আন্দোলন এখনো চলমান রয়েছে বলে মনে করি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ওয়াশিংটনে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে শুল্কবিষয়ক বৈঠক চলছে
ডাকসু, রাকসু ও জাকসু নির্বাচনের তফসিল ঘোষণায় প্রশাসনকে শিবিরের ধন্যবাদ
কমিউনিটিভিত্তিক মডেলে মাঠ ও পার্ক ব্যবস্থাপনা করবে ডিএনসিসি
ফিলিস্তিনি জনগণকে গণহত্যা থেকে রক্ষা করতে পররাষ্ট্র উপদেষ্টার আহ্বান
৬ষ্ঠ বাংলাদেশ আন্তর্জাতিক স্কোয়াশ ওপেনের সমাপনী ও পুরস্কার বিতরণ
আগামী ৩ কার্যদিবসে দপ্তর সমূহে ওয়েবসাইট না থাকার ব্যাখা চেয়েছে মাউশি
পাবনায় রাইস এজেন্সির মালিকের কাছে চাঁদা দাবি, আটক ২
২৮ জুলাই ঐকমত্য কমিশনের সংলাপের সময় অগ্নিকাণ্ডের কোনো প্রমাণ পায়নি তদন্ত কমিটি
১০০ টাকা মূল্যমানের বাংলাদেশ প্রাইজবন্ডের ‘ড্র’ ৩১ জুলাই
পাঁচ আগস্টের মধ্যে জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র হতেই হবে : নাহিদ ইসলাম
১০