রাবিতে ফিরে দেখা চব্বিশের ৩০ জুলাই

বাসস
প্রকাশ: ৩০ জুলাই ২০২৫, ১৫:৩৯
‘নিপীড়ন বিরোধী শিক্ষক’ ব্যানারে ২০২৪ সালের ৩০ জুলাই মুখে লাল কাপড় বেঁধে প্রতিবাদ র‌্যালি ও সংহতি সমাবেশ করেন শিক্ষকরা । ছবি : বাসস

রাজশাহী, ৩০ জুলাই, ২০২৫ (বাসস) : কোটা সংস্কার আন্দোলনের সহিংসতায় দেশজুড়ে শিক্ষার্থী হত্যার প্রতিবাদে চব্বিশের ৩০ জুলাই লোক-দেখানো রাষ্ট্রীয় শোক পালনের উদ্যোগ নেওয়া হয়েছিল। এদিন সরকারি এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে মুখে লাল কাপড় বেঁধে প্রতিবাদ র‌্যালি ও সংহতি সমাবেশ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)’র একাংশ শিক্ষক।

‘নিপীড়ন বিরোধী শিক্ষক’ ব্যানারে ২০২৪ সালের ৩০ জুলাই এ কর্মসূচি পালিত হয়। এতে রাজশাহীর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নতুন করে সক্রিয় হয় এবং আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি প্রকাশ করেন শিক্ষকরা।

সেদিন সকাল সাড়ে ১১টায় রাবির শহীদ বুদ্ধিজীবী চত্বর থেকে প্রতিবাদ র‌্যালি শুরু হয়। পরে তা ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে বিশ্ববিদ্যালয়ের মূল গেটের সামনে রাজশাহী-ঢাকা মহাসড়কে গিয়ে সংহতি সমাবেশে পরিণত হয়।

সমাবেশে তৎকালীন পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও বর্তমান উপাচার্য ড. মো. সালেহ হাসান নকীব বলেন, ‘শিক্ষার্থীদের ন্যায়সংগত আন্দোলনকে ভয়ংকর জায়গায় নিয়ে গেছে সরকার। তাদের নির্যাতন, হয়রানি, এমনকি ডিবি কার্যালয়ে বসিয়ে বিবৃতি দেওয়ার মতো অপচেষ্টা করা হয়েছে। এসব বন্ধ করতে হবে। যারা হত্যা করেছে, তাদের বিচারের দাবি জানাচ্ছি। ক্যাম্পাস দ্রুত খুলে দিন।’

বর্তমান উপ-উপাচার্য অধ্যাপক ড. ফরিদ উদ্দিন খান সেই সমাবেশে বলেছিলেন, ‘শিক্ষার্থীরা যৌক্তিক দাবিতে রাজপথে নেমেছিল। প্রথমে ছাত্রলীগ, পরে আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে তাদের দমন করা হয়েছে। পরবর্তীতে রাজপথে গুলি চালিয়ে তাদের হত্যা করা হয়। শিক্ষক, অভিভাবক, এমনকি একজন বাবা হিসেবে এই শোক সহ্য করার ক্ষমতা আমাদের নেই। তাই বিবেকের তাড়নায় আমরা আজ রাস্তায় নেমেছি।’

অধ্যাপক ড. মো. আমজাদ হোসেন বলেছিলেন, ‘আমরা আজ শিক্ষার্থীদের রক্তে রঞ্জিত। যেভাবে তাদের ও সাধারণ জনতার ওপর নির্বিচারে গুলি চালানো হয়েছে, তা শুধু শিক্ষকদের নয়, গোটা জাতির বিবেককে নাড়া দিয়েছে। তাই সরকার ঘোষিত শোককে প্রত্যাখ্যান করে মুখে লাল কাপড় বেঁধে আমরা শোক নয়, প্রতিবাদ জানাচ্ছি।’

ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মোসা. ইসমাত আরা বেগম বলেছিলেন, ‘আমি দুই সন্তানের মা। ভাবছি সেই মায়েদের কথা, যাদের সন্তানদের মারধর করা হয়েছে, গুলি করা হয়েছে। তাদের মা-বাবারা সেটা টিভিতে দেখেছেন। আমরা সহ্য করতে পারছি না, তারা কীভাবে পারছেন? আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ, আমাদের নিরীহ সন্তানদের আর গুলি করবেন না। তারা কোনো অন্যায় করেনি।’

সংহতি সমাবেশে উপস্থিত ছিলেন অধ্যাপক মাসুদুল হাসান খান মুক্তা, অধ্যাপক আব্দুর রহিম সাগর, অধ্যাপক জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন বিভাগের প্রায় দেড় শতাধিক শিক্ষক। সকলে ছাত্রদের যৌক্তিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করেন।

এ সময় ক্যাম্পাসে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন ছিল। পুলিশ, র‌্যাব, ডিবি ও গোয়েন্দা সংস্থার সদস্যরা বিভিন্ন স্থানে অবস্থান নেয়।

রাবির সাবেক সমন্বয়কারীরা জানান, সেদিন বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় শিক্ষার্থীদের উপস্থিতি কম ছিল। তবে ওই দিন বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা সংহতি সমাবেশের আশেপাশেই অবস্থান করছিলেন। সমাবেশের পর আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরও বেড়ে যায়।

২৯ জুলাই গ্রেফতার হওয়া শিক্ষার্থী রাশেদ রাজনের মোবাইল ট্র্যাক করে আন্দোলনকারীদের খুঁজতে চেষ্টা করে ডিবি। তবে ৩০ জুলাই উল্লেখযোগ্য কাউকে আটক করা যায়নি। সেদিন গভীর রাতে মেসে মেসে তল্লাশি চালানো হয়। শহরজুড়ে থমথমে অবস্থা তৈরি হয়। এদিন পুলিশের পাশাপাশি যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরাও আন্দোলনরত শিক্ষার্থীদের খোঁজাখুজি করেছে বলে জানা গেছে।

রাবির সাবেক সমন্বয়ক মিশকাত চৌধুরী মিশু বাসসকে বলেন, ‘২০২৪-এর ৩০ জুলাই শিক্ষকদের কর্মসূচির মাধ্যমে আমাদের আন্দোলনে গতি আসে। ওই দিন আমরা নিজেরা কোনো কর্মসূচি দিইনি, তবে শিক্ষকদের কর্মসূচি সমন্বয় করেছি। আমাদের ধরতে নানা চেষ্টা হলেও আমরা পরদিনের আন্দোলনের প্রস্তুতি নিয়েছিলাম।’

রাবির বর্তমান রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ইফতেখারুল আলম মাসউদ সেদিনের প্রসঙ্গে বাসসকে বলেন, ‘শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে পাশে ছিলাম। নিরীহ শিক্ষার্থীদের গুলি করে হত্যা মেনে নেওয়া যায় না। তাই আমরা প্রতিবাদ করেছি। জুলাই অভ্যুত্থান আমাদের এক বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিয়েছে। সবাইকে এই চেতনায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চাঁদপুরে পুলিশের উপস্থিতিতে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন 
মিয়ানমারে জরুরি অবস্থা প্রত্যাহার, ডিসেম্বরে নির্বাচন
কিয়েভে রাশিয়ার হামলায় নিহত ১, আহত অন্তত ৪০
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে মামলা ৩,১৯২টি
অক্টোবরে আসিয়ান সম্মেলনে যোগ দিচ্ছেন ট্রাম্প: মালয়েশীয় প্রধানমন্ত্রী
বরিশালে ৯ দফা দাবিতে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন
নদীবন্দর সমূহের জন্য ১ নম্বর সতর্ক সংকেত
কারিগরি ত্রুটির কারণে যুক্তরাজ্যের ১২০টিরও বেশি ফ্লাইট বিপর্যয়
চুয়াডাঙ্গায় মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে পুলিশের বাধা
দেশের অধিকাংশ স্থানে বৃষ্টির সম্ভাবনা
১০