‘মার্চ ফর জাস্টিস’ ঘিরে উত্তাল ছিল বগুড়া

বাসস
প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ১৪:৩০
ফাইল ছবি

কালাম আজাদ

বগুড়া, ৩১ জুলাই, ২০২৫ (বাসস): বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি ঘিরে ২০২৪ সালের ৩১ জুলাই উত্তাল হয়ে ওঠে বগুড়া। ওইদিন সকাল সাড়ে ১০টার পর থেকে শত শত সাধারণ শিক্ষার্থীর পদচারণায় মুখরিত হয়ে ওঠে শহরের আনাচে কানাচে। আন্দোলনকে সমর্থন জানিয়ে শহরের বিভিন্ন সড়কে নামের মানুষের ঢল।

বেলা ১২ টার দিকে কয়েক হাজার শিক্ষার্থী বিক্ষোভ মিছিল নিয়ে জলেশ্বরীতলা কালীবাড়ী মন্দিরের সামনের রাস্তা দিয়ে আদালত চত্বরের দিকে যান। মিছিল চলাকালে কালিবাড়ী মন্দিরের সামনে পুলিশ বাধা দেয়। এসময় শিক্ষার্থীরা মুহুর্মুহু স্লোগান দিয়ে বাধা টপকে সামনে এগুনোর চেষ্টা করলে উত্তেজনা দেখা দেয়। 

সিনিয়র পুলিশ কর্মকর্তাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হওয়ার পর শিক্ষার্থীরা মিছিল নিয়ে সামনে এগুতে থাকে।

বগুড়া জজকোর্ট ও ম্যাজিস্ট্রেট কোর্ট ভাবনের সামান্য দূরে আলতাফুন্নেছা খেলার মাঠ সংলগ্ন রাস্তায় যাওয়ার পর মিছিল নিয়ে আর এগুতে দেয়নি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বাধা পেয়ে শিক্ষার্থীরা পিছনে হটে আবার জেলখানার পাশের চারমাথায় অবস্থান নেয়। 

দুপুর সোয়া একটা পর্যন্ত সেখানেই অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। সময় গড়ার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়তে থাকে। একপর্যায়ে ওই এলাকা ছাত্র-জনতায় পূর্ণ হয়ে ওঠে।

সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সামনের সারির নেতারা বক্তব্য দেন। অনেক নেতাকর্মীর সঙ্গে কথা বলে জানা যায়, বক্তব্যের ফাঁকে ফাঁকে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। ওইদিন পৌরসভা ভবনের সামনের রাস্তায় তিন স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়। প্রথমে পুলিশ, এরপর বিজিবি এবং সবার পিছনে সেনা সদস্যরা অবস্থান নেয়।

এ সময় এই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সাধারণ শিক্ষার্থীরা তাদের বক্তব্যে ডিবি কার্যালয়ে আটক ৬ সমন্বয়কসহ গ্রেপ্তারকৃত সব ছাত্রদের মুক্তি, মিত্যা মামলা প্রত্যাহারসহ ৯ দফা দাবি তুলে ধরেন। এসব দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সর্বজনীন পেনশন স্কিমে ভুলত্রুটি থাকলে সংশোধন করা হবে : অর্থ উপদেষ্টা
চুয়াডাঙ্গায় বিভিন্ন অনিয়মের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা
মুন্সীগঞ্জের শ্রীনগরের ইউপি চেয়ারম্যান ও তার স্ত্রী’র বিরুদ্ধে দুদকের মামলা
ঢাকার উদ্দেশে কুয়ালালামপুর ছেড়েছেন প্রধান উপদেষ্টা
অধস্তন আদালতের নিয়ন্ত্রণ ও পৃথক সচিবালয় নিয়ে হাইকোর্টের রায় ২ সেপ্টেম্বর
রোহিঙ্গা ইস্যুতে মালয়েশিয়ার দূতের সঙ্গে ড. খলিলুর রহমানের আলোচনা
ইউক্রেনের পূর্বাঞ্চলের দুই গ্রাম দখলের দাবি রাশিয়ার
বাকৃবিতে 'বাংলাদেশে বৃহৎ পরিসরে ফুড ফর্টিফিকেশন’ শীর্ষক কর্মশালা
রংপুরে তিস্তা বাঁধে ধস, শঙ্কায় হাজারো পরিবার
বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষের চট্টগ্রাম কাস্টমসের রাসায়নিক ল্যাব পরিদর্শন ও প্রশিক্ষণ 
১০