চাঁপাইনবাবগঞ্জে সবাইকে সড়কে নেমে আসার আহ্বান জানিয়েছিলেন শিক্ষার্থীরা

বাসস
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৫, ১৪:৫৪
২০২৪ সালের ৩ আগস্ট চাঁপাইনবাবগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ। ছবি: বাসস

/শরিফুল ইসলাম/

চাঁপাইনবাবগঞ্জ, ৩ আগস্ট ২০২৫ (বাসস): পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ২০২৪ সালের আজকের দিন চাঁপাইনবাবগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ করেছিলেন। চব্বিশের ৩ আগস্ট বিকেল সাড়ে তিনটায় জেলা শহরের শান্তি মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। শেষ হয় সন্ধ্যা ৬টায়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে ও সর্বাত্মক অসহযোগ আন্দোলনের সমর্থনে বিক্ষোভ মিছিলে অংশ নেন জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা।

বিক্ষোভ মিছিলটি বাতেন খাঁর মোড়, ওয়ালটন মোড়, বড় ইন্দারা মোড়, কলেজ মোড়, প্রেস ক্লাব মোড় হয়ে বিশ্বরোড মোড়ে গিয়ে শেষ হয় এবং সেখানে অবরোধ  কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা।

চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের পাশাপাশি শিবগঞ্জ উপজেলার কানসাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে একটি বড় বিক্ষোভ মিছিল হয়। মিছিল শেষে কানসাট গোপালনগর মোড়ে আন্দোলনকারীরা রাস্তা অবরোধ করেন।

ঐদিন জেলার দুই স্থানে রাস্তা অবরোধের কারণে চাঁপাই-সোনামসজিদ মহাসড়কে আটকা পড়ে সোনামসজিদ থেকে ছেড়ে আসা বিভিন্ন পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন যানবাহন। 

সে সময় চাপাইনবাবগঞ্জে আন্দোলনে অংশ নেওয়া মুত্তাসিম বিশ্বাস বলেন, আমরা ছাত্রসমাজ রাস্তায় নেমে এসেছি। আমাদের সব দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাস্তায় থাকব। 

এসময় মুত্তাসিম সাধারণ মানুষ থেকে শুরু করে ছাত্র, তরুণ, যুবক, শিক্ষক ও অভিভাবকসহ সকল শ্রেণীপেশার মানুষকে রাস্তায় নেমে আসার আহবান জানান। ঐদিন পুলিশকে সতর্ক অবস্থানে থাকতে দেখা গিয়েছিল। তবে জেলার কোথাও অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশের নির্বিঘ্নে এলডিসি উত্তরণে ডব্লিউটিওর পূর্ণ সমর্থন কামনা প্রধান উপদেষ্টার
ফায়ার ফাইটার শামীম আহমেদের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
ইতালিতে চাকরির প্রলোভনে শত কোটি টাকার প্রতারণা : চক্রের মূলহোতা নারী গ্রেফতার
আহত ফায়ার ফাইটারদের চিকিৎসায় সিঙ্গাপুর থেকে আসছেন চিকিৎসক : স্বরাষ্ট্র উপদেষ্টা
ঢাকা এয়ারপোর্টে ৭ হাজার ৫৮০ পিস ইয়াবাসহ মা-মেয়ে আটক
কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়ি দখলমুক্তকরণে দোকান উচ্ছেদের নির্দেশ
সৌদি আরবের গ্রান্ড মুফতির ইন্তেকালে জামায়াতের শোক
শারদীয় দুর্গোৎসবে গুজব রটনায় কঠোর ব্যবস্থা নেবে র‌্যাব : র‌্যাব মহাপরিচালক
ইশারা ভাষা দিবসে ডাকসুর মূকাভিনয় প্রদর্শনী ও কবিতা আবৃত্তি
বীর ফায়ার ফাইটার শামীম আহমেদ’র জানাজা সম্পন্ন
১০