চাঁপাইনবাবগঞ্জে সবাইকে সড়কে নেমে আসার আহ্বান জানিয়েছিলেন শিক্ষার্থীরা

বাসস
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৫, ১৪:৫৪
২০২৪ সালের ৩ আগস্ট চাঁপাইনবাবগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ। ছবি: বাসস

/শরিফুল ইসলাম/

চাঁপাইনবাবগঞ্জ, ৩ আগস্ট ২০২৫ (বাসস): পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ২০২৪ সালের আজকের দিন চাঁপাইনবাবগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ করেছিলেন। চব্বিশের ৩ আগস্ট বিকেল সাড়ে তিনটায় জেলা শহরের শান্তি মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। শেষ হয় সন্ধ্যা ৬টায়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে ও সর্বাত্মক অসহযোগ আন্দোলনের সমর্থনে বিক্ষোভ মিছিলে অংশ নেন জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা।

বিক্ষোভ মিছিলটি বাতেন খাঁর মোড়, ওয়ালটন মোড়, বড় ইন্দারা মোড়, কলেজ মোড়, প্রেস ক্লাব মোড় হয়ে বিশ্বরোড মোড়ে গিয়ে শেষ হয় এবং সেখানে অবরোধ  কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা।

চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের পাশাপাশি শিবগঞ্জ উপজেলার কানসাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে একটি বড় বিক্ষোভ মিছিল হয়। মিছিল শেষে কানসাট গোপালনগর মোড়ে আন্দোলনকারীরা রাস্তা অবরোধ করেন।

ঐদিন জেলার দুই স্থানে রাস্তা অবরোধের কারণে চাঁপাই-সোনামসজিদ মহাসড়কে আটকা পড়ে সোনামসজিদ থেকে ছেড়ে আসা বিভিন্ন পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন যানবাহন। 

সে সময় চাপাইনবাবগঞ্জে আন্দোলনে অংশ নেওয়া মুত্তাসিম বিশ্বাস বলেন, আমরা ছাত্রসমাজ রাস্তায় নেমে এসেছি। আমাদের সব দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাস্তায় থাকব। 

এসময় মুত্তাসিম সাধারণ মানুষ থেকে শুরু করে ছাত্র, তরুণ, যুবক, শিক্ষক ও অভিভাবকসহ সকল শ্রেণীপেশার মানুষকে রাস্তায় নেমে আসার আহবান জানান। ঐদিন পুলিশকে সতর্ক অবস্থানে থাকতে দেখা গিয়েছিল। তবে জেলার কোথাও অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বগুড়ার রাজপথে ছাত্র-জনতার বাঁধভাঙা উল্লাস
বাংলাদেশের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করল জার্মানি
এ দিন রাজশাহীতে মুহুর্মুহু গুলিতে নিহত ২, আহত শতাধিক
অংশগ্রহণমূলক গণতন্ত্রের পথে বাংলাদেশের অভিযাত্রায় অস্ট্রেলিয়ার সমর্থন
মিরপুরে জাল ক্লিয়ারেন্স চক্রের দুই সদস্য গ্রেফতার, ছয় মাসের কারাদণ্ড
কুমিল্লায় স্বৈরাচার পতনে ছাত্র-জনতার উল্লাস, বিজয়ের দিনে নিহত ৪
অবিস্মরণীয় জুলাইয়ে সময়ের হিসেব মেলাতে ৫ আগস্ট হয়ে উঠেছিল ৩৬ জুলাই
পিরোজপুরের রাজপথ ছিল ছাত্রজনতা ও রাজনৈতিক নেতাকর্মীদের দখলে 
নড়াইলে জুলাই গণঅভ্যূত্থান দিবস পালিত
এক বছরে মুদ্রাস্ফীতি কমে স্বস্তিতে জনগণ: নিয়ন্ত্রিত বাজার, স্থিতিশীল নীতি
১০