ফরিদপুরে সেদিন ছিল মার্চ ফর জাস্টিস কর্মসূচি 

বাসস
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৫, ১৬:৩৬
ছবি: বাসস

আনিচুর রহমান

ফরিদপুর, ৩ আগস্ট ২০২৫ (বাসস) : সারাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার উপর নির্যাতন, হত্যা, গণগ্রেপ্তার, মামলা ও গুমের প্রতিবাদে চব্বিশের আজকের দিনে ফরিদপুরে প্রতিবাদ জানান ছাত্র-জনতা। কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়নে ৩ আগস্টে ফরিদপুর শহরের ভাঙ্গা রাস্তার মোড়ে মার্চ ফর জাস্টিস কর্মসূচি দেয়া হয়েছিল। পূর্ব ঘোষিত বিক্ষোভে ফরিদপুরের বিভিন্ন কলেজের ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন।

কিন্তু কর্মসূচি শুরুর আগেই পুলিশ ঘটনাস্থলে অবস্থান নেওয়ায় লোকেশন চেঞ্জ করে আন্দোলনকারীরা মেডিকেলের গেটের সামনে সবাই অবস্থান করেন। পরে মেডিকেলের গেট থেকে ৭/৮ শত শিক্ষার্থী বিক্ষোভ মিছিল বের করে শহরের ভাঙ্গা রাস্তার মোড়ের দিকে আসতে থাকেন। মিছিলে পুলিশ বাধা দেওয়ায় দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। 

এ সময় পুলিশ কাঁদানে গ্যাস, টিআর সেল, রাবার বুলেট ছোড়ে। এতে ৬ থেকে ৭ শিক্ষার্থী গুরুতর আহত হন। এছাড়া পুলিশের ছররা গুলিতে মিছিলের সামনে থাকা বেশিরভাগ শিক্ষার্থীই আহত হন। ছররা গুলি কারও বুকে, কারও পিঠে, কারও মাথায়সহ শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গে বিদ্ধ হয়। এতে প্রায় ১০০ জন আহত হন। সে দিন প্রায় ঘণ্টা খানেক সংঘর্ষ চলার পর ছত্রভঙ্গ হয়ে যায়। 

কিছুক্ষণ পর শিক্ষার্থীরা মেডিকেলের সামনে পুনরায় জড়ো হয়ে পরের দিনের কর্মসূচি ঘোষণা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ভবিষ্যতে কোনো সরকার যেন আর ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে তা নিশ্চিত করতে হবে : প্রধান উপদেষ্টা
২০২৬ সালের ফেব্রুয়ারিতে রমজানের আগে নির্বাচন : প্রধান উপদেষ্টা
৩৬ জুলাই’র অর্জনকে ধরে রাখতে হবে: ডিএসসিসি প্রশাসক
সাংবাদিকদের বিএনপির নয়, দেশ ও জনগণের হতে হবে : আমীর খসরু
জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে সড়ক বিভাগের বৃক্ষরোপণ ও বিশেষ দোয়া মাহফিল
প্রথম দিনেই ই-রিটার্ন জমা দিলেন ১০ হাজারের বেশি করদাতা: এনবিআর
নারায়ণগঞ্জে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু 
ডিজিটাল অর্থনীতিতে ভূমিকা রাখায় ১৭ কোম্পানিকে সম্মাননা জানিয়েছে ভিসা
বিজয়ের অপেক্ষায় নেত্রকোণার রুদ্রদের নিরন্তর ছুটে চলা
সুনামগঞ্জে গণঅভ্যুত্থানের বার্ষিকী উপলক্ষে রাজনৈতিক দলগুলোর পৃথক কর্মসূচি 
১০