লিগ্যাল এইড-এর টোল ফ্রি ‘১৬৪৩০’ নম্বরে ১৮৬২৬৮ জনকে আইনি সেবা প্রদান

বাসস
প্রকাশ: ০২ মে ২০২৫, ১৫:৪১

ঢাকা, ২ মে, ২০২৫ (বাসস) : জাতীয় আইনগত সহায়তা সংস্থার (লিগ্যাল এইড) অধীনে সরকারি আইনি সহায়তায় জাতীয় হেল্পলাইন কলসেন্টারে (টোল ফ্রি-১৬৪৩০) ১ লাখ ৮৬ হাজার ২৬৮ জনকে আইনি পরামর্শ সেবা দেয়া হয়েছে।

লিগ্যাল এইড’র ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়। ২০০৯ সাল থেকে ২০২৫ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত লিগ্যাল এইড’র মাধ্যমে আইনি সহায়তার বিস্তারিত তথ্য এ প্রতিবেদনে উল্লেখ করা হয়।

শুরুতে জেলা পর্যায়ে অসচ্ছল জনগোষ্ঠীর জন্য এ আইনি সেবা প্রদান শুরু হয়। পরবর্তীতে সুপ্রিম কোর্ট, টোল ফ্রি-‘১৬৪৩০’ কলসেন্টার চালু, ঢাকা ও চট্রগ্রামে শ্রমিক আইনগত সহায়তা সেল ও এবং দেশের কারাগারগুলোতে এ সেবা চালু করা হয়।

আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের পাবলিক রিলেশন্স অফিসার ড. মো. রেজাউল করিম বাসসকে বলেন, ২০১৩ সাল থেকে লিগ্যাল এইড-এ শ্রমিক আইন সহায়তা সেলের কার্যক্রম শুরু হয়। ২০১৬ থেকে জাতীয় হেল্পলাইন কল সেন্টার টোল ফ্রি নাম্বার চালু হয়। সে থেকে মার্চ ২০২৫ পর্যন্ত ১ লাখ ৮৬ হাজার ২৬৮ জন আইনি পরামর্শ সেবা পেয়েছেন।

হট লাইনের মাধ্যমে তথ্য সেবা প্রদানে জাতীয় হেল্পলাইন কল সেন্টার স্থাপনের পূর্ব পর্যন্ত ১৭ হাজার ৩২৮ জনকে আইনি পরামর্শ সেবা দেয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

দেশে আর্থিকভাবে অসচ্ছল, অসমর্থ বিচারপ্রার্থী জনগণকে আইনি সহায়তা প্রদানের লক্ষ্যে ‘আইনগত সহায়তা প্রদান আইনের’ অধীনে সরকারি খরচে এ সেবা দেওয়া হয় এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে জাতীয় আইনগত সহায়তা সংস্থার কার্যক্রম পরিচালিত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রুপসা জোনের ফাইনালে খুলনা ও সাতক্ষীরা, নারী বিভাগে ঝিনাইদহ ও নড়াইল
জাতীয় ঐকমত্য কমিশন সদস্যদের সভা
জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বিত অংশীদারিত্ব জরুরি : পরিবেশ উপদেষ্টা
তামাক নিয়ন্ত্রণ আইনের খসড়া সংশোধনী অবিলম্বে পাসের দাবি
রোহিঙ্গা ও স্থানীয় জনগণের কল্যাণে বাংলাদেশকে সহায়তা অব্যাহত রাখবে বিশ্বব্যাংক
টাঙ্গাইলে বিভিন্ন অনিয়মের দায়ে ৭৫ হাজার টাকা জরিমানা
খাগড়াছড়িতে সেনাবাহিনীর চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
মলদোভা সফরে যাচ্ছেন ফ্রান্স, জার্মানি ও পোল্যান্ডের নেতারা
আইপিএল থেকেও অবসর নিলেন অশ্বীন
হাওরে টেকসই ডুবন্ত বাঁধ নির্মাণে কৃষি উৎপাদন বাড়বে : পানি সম্পদ উপদেষ্টা
১০