সাবেক সিইসি নুরুল হুদার জামিন নামঞ্জুর

বাসস
প্রকাশ: ০২ জুলাই ২০২৫, ১৯:৩৭
সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা। ফাইল ছবি

ঢাকা, ২ জুলাই,  ২০২৫ (বাসস): অন্যায়ভাবে প্রভাব খাটিয়ে প্রহসনের নির্বাচন পরিচালনার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদার জামিন আবেদন নামঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত।

আজ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ এর আদালতে তার আইনজীবী জামিনের আবেদন করেন। 

শুনানি শেষে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করেন।

এর আগে গত ২২ জুন রাজধানীর উত্তরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরের দিন ২৩ জুন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মুস্তাফিজুর রহমান তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত ২৭ জুন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মোহাম্মদ জুনায়েদ দ্বিতীয় দফায় তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত ১ জুলাই ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালতে তিনি দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। জবানবন্দি রেকর্ড শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

গত ২২ জুন শেরেবাংলা নগর থানায় দশম, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচন পরিচালনাকারী কাজী রকিবউদ্দীন আহমদ, কে এম নূরুল হুদা ও কাজী হাবিবুল আউয়াল কমিশনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বিএনপি। দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য সালাহউদ্দিন খান বাদী হয়ে মামলাটি করেছেন। মামলায় সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনারসহ ২৪ জনকে আসামি করা হয়েছে। পরবর্তীতে গত ২৫ জুন এ মামলায় নতুন করে রাষ্ট্রদ্রোহ, প্রতারণা ও অর্থ আত্মসাতের ধারা যুক্ত করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গাজা যুদ্ধে ২১ হাজার শিশু প্রতিবন্ধী : জাতিসংঘ কমিটি
ট্রাম্প ‘যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোকে ধ্বংস করছেন’: হার্ভার্ডের সাবেক সভাপতি
চট্টগ্রামের সীতাকুণ্ডে সাপের ছোবলে শিক্ষিকার মৃত্যু
উপদেষ্টা পরিষদের সভা অনুষ্ঠিত
চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা কাইয়ুম গ্রেফতার
ট্র্যাইব্যুনালে রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনের জেরা চলছে
হুথিদের ওপর বাইবেলের আজাব চাপিয়ে দেওয়ার প্রতিশ্রুতি ইসরাইলের
পরিবেশ উপদেষ্টার মন্তব্য বিকৃত করে নকল ফটোকার্ড শনাক্ত করেছে বাংলাফ্যাক্ট
দুদকের মামলায় খালাস পেলেন বিএনপি নেতা টুকু, মীর নাসির ও মীর হেলাল
যশোরে দুইটি স্বর্ণের বারসহ একজনকে আটক
১০