কিশোরগঞ্জে চালের বাজারে ভ্রাম্যমাণ আদালত, ৬ ব্যবসায়ীকে জরিমানা 

বাসস
প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৫, ২১:৩৪
কিশোরগঞ্জে চালের বাজারে ভ্রাম্যমাণ আদালত। ছবি: বাসস

কিশোরগঞ্জ, ৫ জানুয়ারি ২০২৫ (বাসস): জেলায় আজ অনুমোদনের অতিরিক্ত চাল মজুত, অধিক মূল্যে বিক্রি ও ক্রয় রশিদ দেখাতে না পারায় ছয় ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

আজ রোববার দুপুরে জেলা শহরে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) রওশন কবির ও সহকারী কমিশনার মোছা. আজিজা বেগম পৃথকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করেন কিশোরগঞ্জের সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা আবু সালেহ মো. হাসান সারওয়ার।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অভিযানে মূল্য তালিকা হালনাগাদ না করা এবং চালের ক্রয় রশিদ দেখাতে না পারায় মোট ৬টি ব্যবসাপ্রতিষ্ঠানকে ১১ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের পক্ষ থেকে চাল ব্যবসায়ীদের এসব বিষয়ে সতর্ক করা হয়েছে। 

জেলা প্রশাসনের এনডিসি রওশন কবির জানান, আসন্ন রমজান মাসে চালের বাজারসহ দ্রব্যমূল্য স্থিতিশীল ও সহনীয় রাখতে জেলা প্রশাসন বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে রোববার শহরের বড়বাজারে চালের দোকানগুলোতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইসলামে নারীর অধিকার বিষয়ে বাংলাদেশ ও তুরস্কের যৌথ বৈশ্বিক সম্মেলন 
এলডিসি থেকে বাংলাদেশের উত্তরণ প্রস্তুতির নিরপেক্ষ মূল্যায়নে সহায়তা দেবে জাতিসংঘ
বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে পূর্ণ সমর্থনের অঙ্গীকার জাতিসংঘ মহাসচিবের
আন্তর্জাতিক মানবাধিকার কর্মীদের আরও ঘন ঘন বাংলাদেশে আসার আহ্বান প্রধান উপদেষ্টার
আন্তর্জাতিক মানবাধিকার কর্মীদের আরও ঘন ঘন বাংলাদেশে আসার আহ্বান প্রধান উপদেষ্টার
উত্তরায় আনসার-ভিডিপি মহাপরিচালকের মন্দির পরিদর্শন
জামায়াতের আমীরের সঙ্গে ভুটানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
বিএনপি ক্ষমতায় গেলে বিভাগ ও জেলায় বিকেএসপি’র মতো প্রতিষ্ঠান গড়ে তোলা হবে : ভোলায় বিএনপি নেতা আমিনুল হক
মা ইলিশ রক্ষায় দেশব্যাপী অভিযান শুরু করবে নৌপুলিশ
ব্যাংকগুলোকে বেসরকারি খাতের বিদেশি ঋণের তথ্য সিআইবি ডাটাবেজে জমা দিতে হবে
১০