কিশোরগঞ্জে চালের বাজারে ভ্রাম্যমাণ আদালত, ৬ ব্যবসায়ীকে জরিমানা 

বাসস
প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৫, ২১:৩৪
কিশোরগঞ্জে চালের বাজারে ভ্রাম্যমাণ আদালত। ছবি: বাসস

কিশোরগঞ্জ, ৫ জানুয়ারি ২০২৫ (বাসস): জেলায় আজ অনুমোদনের অতিরিক্ত চাল মজুত, অধিক মূল্যে বিক্রি ও ক্রয় রশিদ দেখাতে না পারায় ছয় ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

আজ রোববার দুপুরে জেলা শহরে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) রওশন কবির ও সহকারী কমিশনার মোছা. আজিজা বেগম পৃথকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করেন কিশোরগঞ্জের সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা আবু সালেহ মো. হাসান সারওয়ার।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অভিযানে মূল্য তালিকা হালনাগাদ না করা এবং চালের ক্রয় রশিদ দেখাতে না পারায় মোট ৬টি ব্যবসাপ্রতিষ্ঠানকে ১১ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের পক্ষ থেকে চাল ব্যবসায়ীদের এসব বিষয়ে সতর্ক করা হয়েছে। 

জেলা প্রশাসনের এনডিসি রওশন কবির জানান, আসন্ন রমজান মাসে চালের বাজারসহ দ্রব্যমূল্য স্থিতিশীল ও সহনীয় রাখতে জেলা প্রশাসন বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে রোববার শহরের বড়বাজারে চালের দোকানগুলোতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সন্ত্রাসীদের স্থান এদেশে হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা
সিলেটে চার হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার
রাজবাড়ীর ‘নুরাল পাগলার’ লাশ পোড়ানোর ঘটনায় জামায়াতের উদ্বেগ ও নিন্দা
চট্টগ্রামে জশনে জুলুসে জনস্রোত, উৎসবমূখর নগরী
আগামীকাল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ
শিক্ষার্থীদের আত্মমর্যাদা সম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান শিক্ষা উপদেষ্টার
কাকরাইলে মোবাইল কোর্ট অভিযান : কালো ধোঁয়া নির্গমনে ৬টি মামলা, জরিমানা আদায়
সাইবার স্পেসকে নারী ও শিশুদের জন্য নিরাপদ করতে তরুণদের সহযোগিতা দরকার : সমাজকল্যাণ উপদেষ্টা
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত
সুনামগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
১০