লালমনিরহাটে সরবরাহ বাড়ায় কমেছে সবজির দাম

বাসস
প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৫, ১০:৩৯

লালমনিরহাট, ৬ জানুয়ারি, ২০২৫ (বাসস) : জেলার বিভিন্ন বাজারে দাম কমে এসেছে শীতকালীন সবজির। ফলন ভালো হওয়ায় সরবরাহ বেড়েছে। প্রতি কেজি সবজি খুচরা বাজারে মিলছে ১০ থেকে ৪৫ টাকার মধ্যে। সবজির দাম কমে যাওয়ায় স্বস্তি প্রকাশ করছেন সাধারণ ক্রেতারা।

বিক্রেতারা জানান, এ বছর সবজির ফলন ভালো হয়েছে। সরবরাহ বাড়ায় দামও কমেছে। কিছুদিনের মধ্যে আরো কিছু শীতকালীন সবজির দাম কমার সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা। সোমবার সকালে লালমনিরহাটে বিভিন্ন বাজার সরেজমিনে ঘুরে দেখা গেছে, প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ৩০-৩৫ টাকা, বাধাকপি পিস প্রতি বিক্রি হচ্ছে ১০-১৫ টাকা, ফুলকপি কেজি প্রতি বিক্রি হচ্ছে ১০ টাকা, মুলা ১০ টাকা, ছোট শিম ১৫-২০ টাকা, পেঁপে ২০-২৫ টাকা, গাজর ৩৫-৪০ টাকা, ছোট করলা ৭০-৮০, বড়ো করলা ৩৫-৪০ টাকা।

কাঁচা কলার হালি (৪টি) বিক্রি হচ্ছে ১৫-২০ টাকা, লাউ প্রতি পিস ১৫-২০ টাকা, টমেটো প্রতি কেজি ২৫-৩০ টাকা, শসা কেজি প্রতি বিক্রি হচ্ছে ২০ টাকা। গাজর কেজি ২৫-৩০টাকা, ধনিয়া পাতা কেজি প্রতি বিক্রি হচ্ছে ৩০টাকা, বেগুন ভেদে ১০-২০টাকা, মিষ্টি কুমড়া কেজি প্রতি বিক্রি হচ্ছে ২০-২৫ টাকায়। এছাড়াও কাঁচা মরিচ কেজি প্রতি বিক্রি হচ্ছে ৩০-৩৫ টাকায়। সবজির পাশাপাশি দাম কমেছে আদা ও রসুনের।

দেশি রসুন প্রতি কেজি বিক্রি হচ্ছে ২০০ টাকায়, দেশি আদা প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৫০-১৬০ টাকায়, মানভেদে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫০-৫৫ টাকায়।

তবে শহর ও ইউনিয়ন পর্যায়ের বাজারগুলোতে পাইকারি ও খুচরা দামের সামান্য কিছু দামের পার্থক্য রয়েছে।

জেলা শহরের গোশলা বাজারে সবজি কিনতে আসা ক্রেতা রোকন আহমেদ (৪৮) জানান, বাজারে এখন প্রচুর পরিমানে শীতকালীন সবজি এসেছে তাই দাম অনেকটাই কমে গেছে ৷ দুই সপ্তাহ আগেও বাজারে সবজির দাম ছিল চড়া। নতুন বছরের শুরতেই কম দামে সবজি পাচ্ছি এটাই আমাদের জন্য স্বস্তির।’

একই বাজারে সবজি কিনতে আসা ক্রেতা আবু সুফিয়ান(৫২) বলেন, ‘শীতকালীন সবজির দাম কিছুটা কমেছে। কিন্তু এখনও আলু, টমেটো, শিমসহ কয়েকটি সবজির দাম  বাড়াই আছে। তবে আশা করি কয়েক দিনের মধ্যে সেগুলোর দামও কমে যাবে।

বড়বাড়ী বাজারের সবজি বিক্রেতা খাইরুল ইসলাম (৩২) বলেন, মূলত শীতকালীন সবজির সরবরাহ বেড়ে যাওয়ায় দাম কমেছে। আগে যেই কৃষকরা সামান্য কিছু সবজি আড়ৎদে বিক্রি করতে আসতো তারাই এখন ৫-১০ বস্তা পর্যন্ত সবজি আনছেন।

আগামী সপ্তাহে যেসব সবজির দাম বেশি রয়েছে সেগুলোর দামও কমে যাবে।

লালমনিরহাট সদরের বড়বাড়ী বাজারের সবজি আড়ৎদের ইজারাদার মোসারব আলী (৫৪) বলেন, আড়ৎদের এখন প্রচুর পরিমানে শীতকালীন সবজি উঠছে। ফলন ভালো হওয়ায় সরবরাহ বেড়েছে ব্যাপক, তাই সবজির দাম কমছে। অন্যদিকে স্বস্তি প্রকাশ করছেন ক্রেতারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ই-কমার্সকে দারিদ্র্য বিমোচনের মৌলিক উপকরণ করতে চাই: ফয়েজ আহমদ তৈয়্যব
জিম্মিমুক্তি আলোচনার মাঝেই গাজায় ইসরাইলি হামলায় নিহত ৮০
ন্যায় বিচার প্রাপ্তিতে লিগ্যাল এইডের ভূমিকা শীর্ষক আলোচনা অনুষ্ঠিত
ট্রাম্পের শুল্কনীতি মূল্যস্ফীতিতে বিরূপ প্রভাব ফেলবে: ফেড কর্মকর্তার সতর্কতা
ঢাবি ছাত্র সাম্য-আবু বকর খুনের ঘটনায় বিচারিক তদন্ত ক্ষতিপূরণ চেয়ে লিগ্যাল নোটিশ
জুলাই গণঅভ্যুত্থান: জাতিসংঘের রিপোর্টকে ঐতিহাসিক দলিল ঘোষণায় হাইকোর্টের রুল
ই-জিপি’র ১০০ শতাংশ কাভারেজ নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: পরিকল্পনা উপদেষ্টা
গাজা সিটির একটি এলাকা খালি করার নির্দেশ ইসরায়েলি সেনাবাহিনীর
মার্কিন পণ্যে পাল্টা শুল্ক আরোপের চিন্তা ইইউ, জাপান, ভারতের
জাতীয় পেনশন কর্তৃপক্ষের পরিচালনা পর্ষদের ২য় সভা অনুষ্ঠিত
১০