সিংড়ায় বাস চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

বাসস
প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৫, ১১:৫৩

নাটোর, ৬ জানুয়ারি, ২০২৫ (বাসস) : জেলার সিংড়ায় দ্রুত গতিতে একটি যাত্রীবাহী বাসকে অতিক্রম করতে গিয়ে বাসের নিচে চাপা পড়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার বিকেল সাড়ে ৪টায় সিংড়া উপজেলার নিংগইন এলাকায় নাটোর-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাদিম মাহমুদ (২৫) বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার আফতাব নগর খিয়ানী মধ্যপাড়া গ্রামের মোঃ মনজুর রহমানের এবং রুবেল হোসেন (৩৫) একই গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। আহত অপর মোটরসাইকেল আরোহী  মোঃ শামসুদ্দিন (৪০) একই এলাকার সাবের প্রামানিকের ছেলে-তাকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।  

সিংড়া থানার ওসি মোঃ আসমাউল হক জানান, বিকেলে নাদিম মাহমুদ, রুবেল হোসেন ও মোঃ শামসুদ্দিন বগুড়া থেকে একই মোটরসাইকেল যোগে করে নাটোর-বগুড়া মহাসড়ক হয়ে নলডাঙ্গা উপজেলার হালতিবিলের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে সিংড়া উপজেলার নিংগইন এলাকায় পৌঁছলে তারা নাটোরগামী একটি যাত্রীবাহী বাসকে দ্রুতগতিতে অতিক্রম করার চেষ্টা করেন। এসময় বাসের সঙ্গে ধাক্কা লেগে নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নাদিম মাহমুদ ও রুবেল হোসেন মারা যান। আর গুরুতর জখম হন শামসুদ্দিন নামে অপর একজন। সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে  রাত সাড়ে ৯টার দিকে লাশ স্বজনদের কাছে হস্তান্তর  করা হয়। এ ব্যাপারে সিংড়া থানায় মামলা করা হয়েছে। 

প্রাথমিকভাবে জানা গেছে তারা তিনজনই হাঁস লালন-পালন করেন। হালতিবিলে তাদের হাঁসের ভ্রাম্যমাণ খামার আছে। সেখানে যাওয়ার উদ্দেশ্যেই মোটরসাইকেল নিয়ে বগুড়া থেকে তারা রওনা দেন এবং পথে এ দুর্ঘটনার শিকার হন বলে জানান পুলিশ কর্মকর্তা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বরিশালে আইনকানুন কৌশল ও করণীয় বিষয়ক প্রশিক্ষণ
দু’দিন ও ৮৪৭ বলে শেষ হওয়া পিচকে ‘খুব ভাল’ রেটিং আইসিসির
ডেঙ্গুতে দেশে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৬৭
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত
লালমনিরহাটে সীমান্ত সুরক্ষা জোরদারে নতুন বিওপি ক্যাম্প
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষ ব্যবহারিক পরীক্ষা গ্রহণের সময় বৃদ্ধি
অলিম্পিকে স্বর্ণপদক জয়ের স্বপ্ন দেখেন জহির
চুয়াডাঙ্গায় সরকারি নির্দেশনা না মেনে বীজ বিক্রি করায় দুই ব্যবসায়ীকে জরিমানা
চার অধ্যাদেশের খসড়া অনুমোদন
খুলনায় ক্রীড়া সামগ্রী বিতরণ
১০