রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে

বাসস
প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৫, ১২:১৫ আপডেট: : ০৬ জানুয়ারি ২০২৫, ১২:২৯

ঢাকা, ৬ জানুয়ারি, ২০২৫ (বাসস) : আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে রংপুর বিভাগের দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দেশের অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। 

আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব কথা বলা হয়। 

এতে বলা হয় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে রংপুর বিভাগের দু’এক জায়গায় হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। 

এতে আরো বলা হয়, আজ মধ্যরাত থেকে আগামীকাল সকাল পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। 

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এর বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। 

গতকাল রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিলো রাঙ্গামাটিতে ৩০ ডিগ্রি সেলসিয়াস। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

আজ সকালে ঢাকায় বাতাসের গতিবেগ ছিল উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৫-১০ কি. মি.। 

আজ ভোর ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯২ শতাংশ।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ২৩ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ৪৩ মিনিটে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ভারতের মন্দিরে পদদলিত হয়ে নিহত ৬
যুদ্ধবিরতির আশার মাঝেই থাইল্যান্ড-কাম্বোডিয়া সংঘর্ষ অব্যাহত
জাপানের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে তিনটি ড্রোন শনাক্ত
বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশনে প্রশাসক নিয়োগ
হবিগঞ্জে র‌্যাবের হাতে চোর চক্রের ৩ সদস্য আটক
কোম্পানীগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
অদম্য সাহসী 'রাহিমে'র ডাকেই রাজপথে নামে ভোলার ছাত্রজনতা 
বাকৃবিতে ১৮ বিশ্ববিদ্যালয়ের নব নিযুক্ত শিক্ষকদের বুনিয়াদি প্রশিক্ষণ শুরু
শিক্ষা বৈষম্য দূরীকরণের হাতিয়ার : শিক্ষা উপদেষ্টা
রংপুরে বিক্রির হাত থেকে রক্ষা পেল শামুকখোল ও নিশি বক
১০