বিচারক নিয়ে অবমাননাকর মন্তব্য : নওগাঁর পিপির নিঃশর্ত ক্ষমা প্রার্থনা

বাসস
প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৫, ১৫:২৪

ঢাকা, ৬ জানুয়ারি, ২০২৫ (বাসস) :  আদালত ঘেরাওয়ের হুমকি এবং নওগাঁর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটকে নিয়ে অবমাননাকর বক্তব্য দেয়ার ঘটনায় হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন নওগাঁর পাবলিক প্রসিকিউটর (পিপি) আবু জাইদ মো. রফিকুল ইসলাম।

বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চে হাজির হয়ে তিনি আজ নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন।

আদালত ঘেরাওয়ের হুমকি এবং নওগাঁর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রবিউল ইসলামকে নিয়ে অবমাননাকর বক্তব্য দেয়ার অভিযোগে প্রসিকিউটর (পিপি) আবু জাইদ মো. রফিকুল ইসলামকে গত ১৮ ডিসেম্বর তলব করে আদেশ দেয় হাইকোর্ট।

স্বপ্রণোদিত হয়ে আদালত অবমাননার রুলসহ আদেশটি দেন হাইকোর্ট।

সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বাসসকে বলেন, নওগাঁর পিপির ঘটনার প্রেক্ষিতে নওগাঁর ম্যাজিস্ট্রেটগণ প্রতিকার চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করলে ওই আবেদন বাংলাদেশের প্রধান বিচারপতির নজরে আনা হয়। প্রধান বিচারপতি সংশ্লিষ্ট কনটেম্পট বেঞ্চে পাঠানোর নির্দেশ প্রদান করেন। তার প্রেক্ষিতে হাইকোর্টের একটি বেঞ্চ নওগাঁর পিপিকে আজ ৬ জানুয়ারি সশরীরে হাজির হওয়ার নির্দেশ প্রদান করেছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শাহজালাল বিমানবন্দরে ১৫৭৭ গ্রাম স্বর্ণ উদ্ধার : আটক ২
গণ-অভ্যুত্থানের পরে বাংলাদেশে নতুন করে ভয়ের সংস্কৃতি তৈরি করা হচ্ছে : নাহিদ ইসলাম
শিল্পকলায় জার্মান নাট্যকার ব্রেখটের 'ব্যতিক্রম এবং নিয়ম'-এর দ্বিতীয় সফল মঞ্চায়ন
সিরিয়া-ইসরাইল যুদ্ধবিরতিকে স্বাগত জানালো ইইউ, নাগরিকদের সুরক্ষা প্রদানের আহ্বান
সিরিয়ার দ্রুজ-প্রধান এলাকায় সহিংসতায় নিহত বেড়ে ৯৪০ : পর্যবেক্ষক সংস্থা
জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণে সাংস্কৃতিক অনুষ্ঠান
দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সবাই মিলে জাতীয় ঐক্য করব : জাতীয় সমাবেশে জামায়াত আমির 
শহীদ সাংবাদিক তুরাবের শাহাদাত বার্ষিকীতে দ্রুত বিচার নিশ্চিতের দাবি
চরমপন্থা পুনর্বাসন রোধে সজাগ থাকার আহ্বান তারেক রহমানের
মনপুরায় নৌবাহিনীর অভিযানে ৭০ লাখ মিটার অবৈধ জাল জব্দ
১০