বিচারক নিয়ে অবমাননাকর মন্তব্য : নওগাঁর পিপির নিঃশর্ত ক্ষমা প্রার্থনা

বাসস
প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৫, ১৫:২৪

ঢাকা, ৬ জানুয়ারি, ২০২৫ (বাসস) :  আদালত ঘেরাওয়ের হুমকি এবং নওগাঁর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটকে নিয়ে অবমাননাকর বক্তব্য দেয়ার ঘটনায় হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন নওগাঁর পাবলিক প্রসিকিউটর (পিপি) আবু জাইদ মো. রফিকুল ইসলাম।

বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চে হাজির হয়ে তিনি আজ নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন।

আদালত ঘেরাওয়ের হুমকি এবং নওগাঁর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রবিউল ইসলামকে নিয়ে অবমাননাকর বক্তব্য দেয়ার অভিযোগে প্রসিকিউটর (পিপি) আবু জাইদ মো. রফিকুল ইসলামকে গত ১৮ ডিসেম্বর তলব করে আদেশ দেয় হাইকোর্ট।

স্বপ্রণোদিত হয়ে আদালত অবমাননার রুলসহ আদেশটি দেন হাইকোর্ট।

সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বাসসকে বলেন, নওগাঁর পিপির ঘটনার প্রেক্ষিতে নওগাঁর ম্যাজিস্ট্রেটগণ প্রতিকার চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করলে ওই আবেদন বাংলাদেশের প্রধান বিচারপতির নজরে আনা হয়। প্রধান বিচারপতি সংশ্লিষ্ট কনটেম্পট বেঞ্চে পাঠানোর নির্দেশ প্রদান করেন। তার প্রেক্ষিতে হাইকোর্টের একটি বেঞ্চ নওগাঁর পিপিকে আজ ৬ জানুয়ারি সশরীরে হাজির হওয়ার নির্দেশ প্রদান করেছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সংস্কৃতি উপদেষ্টা চিকিৎসাধীন : নির্ভরযোগ্য সূত্র ছাড়া বিভ্রান্ত না হবার অনুরোধ
জাতীয় মৎস্য পদক ২০২৫ পাচ্ছেন ১৬ ব্যক্তি ও প্রতিষ্ঠান
টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন নিয়ে সুনামগঞ্জে সংবাদ সম্মেলন
স্থায়ী ক্যাম্পাসের অনুমোদনে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে উল্লাস  
ট্রাইব্যুনালে হাসিনার মামলায় সাক্ষ্যগ্রহণ অক্টোবরে শেষের আশা প্রসিকিউশনের
আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পাঁচ নেতা-কর্মীকে গ্রেফতার 
ডা. নিতাই হত্যা : ৫ জনের মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড ৫
সঠিক ভূমি ব্যবস্থাপনা দেশ ও জাতির জন্য অতিব গুরুত্বপূর্ণ: সিনিয়র সচিব
লালমনিরহাটে বন্যা দুর্গতদের মধ্যে বিএনপি’র ত্রাণ বিতরণ
ধানমন্ডি ৩২ থেকে রিকশাচালককে গ্রেফতারের বিষয়ে সরকারের বিবৃতি
১০