বিচারক নিয়ে অবমাননাকর মন্তব্য : নওগাঁর পিপির নিঃশর্ত ক্ষমা প্রার্থনা

বাসস
প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৫, ১৫:২৪

ঢাকা, ৬ জানুয়ারি, ২০২৫ (বাসস) :  আদালত ঘেরাওয়ের হুমকি এবং নওগাঁর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটকে নিয়ে অবমাননাকর বক্তব্য দেয়ার ঘটনায় হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন নওগাঁর পাবলিক প্রসিকিউটর (পিপি) আবু জাইদ মো. রফিকুল ইসলাম।

বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চে হাজির হয়ে তিনি আজ নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন।

আদালত ঘেরাওয়ের হুমকি এবং নওগাঁর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রবিউল ইসলামকে নিয়ে অবমাননাকর বক্তব্য দেয়ার অভিযোগে প্রসিকিউটর (পিপি) আবু জাইদ মো. রফিকুল ইসলামকে গত ১৮ ডিসেম্বর তলব করে আদেশ দেয় হাইকোর্ট।

স্বপ্রণোদিত হয়ে আদালত অবমাননার রুলসহ আদেশটি দেন হাইকোর্ট।

সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বাসসকে বলেন, নওগাঁর পিপির ঘটনার প্রেক্ষিতে নওগাঁর ম্যাজিস্ট্রেটগণ প্রতিকার চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করলে ওই আবেদন বাংলাদেশের প্রধান বিচারপতির নজরে আনা হয়। প্রধান বিচারপতি সংশ্লিষ্ট কনটেম্পট বেঞ্চে পাঠানোর নির্দেশ প্রদান করেন। তার প্রেক্ষিতে হাইকোর্টের একটি বেঞ্চ নওগাঁর পিপিকে আজ ৬ জানুয়ারি সশরীরে হাজির হওয়ার নির্দেশ প্রদান করেছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সন্ত্রাসীদের স্থান এদেশে হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা
সিলেটে চার হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার
রাজবাড়ীর ‘নুরাল পাগলার’ লাশ পোড়ানোর ঘটনায় জামায়াতের উদ্বেগ ও নিন্দা
চট্টগ্রামে জশনে জুলুসে জনস্রোত, উৎসবমূখর নগরী
আগামীকাল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ
শিক্ষার্থীদের আত্মমর্যাদা সম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান শিক্ষা উপদেষ্টার
কাকরাইলে মোবাইল কোর্ট অভিযান : কালো ধোঁয়া নির্গমনে ৬টি মামলা, জরিমানা আদায়
সাইবার স্পেসকে নারী ও শিশুদের জন্য নিরাপদ করতে তরুণদের সহযোগিতা দরকার : সমাজকল্যাণ উপদেষ্টা
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত
সুনামগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
১০