বিচারক নিয়ে অবমাননাকর মন্তব্য : নওগাঁর পিপির নিঃশর্ত ক্ষমা প্রার্থনা

বাসস
প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৫, ১৫:২৪

ঢাকা, ৬ জানুয়ারি, ২০২৫ (বাসস) :  আদালত ঘেরাওয়ের হুমকি এবং নওগাঁর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটকে নিয়ে অবমাননাকর বক্তব্য দেয়ার ঘটনায় হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন নওগাঁর পাবলিক প্রসিকিউটর (পিপি) আবু জাইদ মো. রফিকুল ইসলাম।

বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চে হাজির হয়ে তিনি আজ নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন।

আদালত ঘেরাওয়ের হুমকি এবং নওগাঁর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রবিউল ইসলামকে নিয়ে অবমাননাকর বক্তব্য দেয়ার অভিযোগে প্রসিকিউটর (পিপি) আবু জাইদ মো. রফিকুল ইসলামকে গত ১৮ ডিসেম্বর তলব করে আদেশ দেয় হাইকোর্ট।

স্বপ্রণোদিত হয়ে আদালত অবমাননার রুলসহ আদেশটি দেন হাইকোর্ট।

সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বাসসকে বলেন, নওগাঁর পিপির ঘটনার প্রেক্ষিতে নওগাঁর ম্যাজিস্ট্রেটগণ প্রতিকার চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করলে ওই আবেদন বাংলাদেশের প্রধান বিচারপতির নজরে আনা হয়। প্রধান বিচারপতি সংশ্লিষ্ট কনটেম্পট বেঞ্চে পাঠানোর নির্দেশ প্রদান করেন। তার প্রেক্ষিতে হাইকোর্টের একটি বেঞ্চ নওগাঁর পিপিকে আজ ৬ জানুয়ারি সশরীরে হাজির হওয়ার নির্দেশ প্রদান করেছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বরিশালে আইনকানুন কৌশল ও করণীয় বিষয়ক প্রশিক্ষণ
দু’দিন ও ৮৪৭ বলে শেষ হওয়া পিচকে ‘খুব ভাল’ রেটিং আইসিসির
ডেঙ্গুতে দেশে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৬৭
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত
লালমনিরহাটে সীমান্ত সুরক্ষা জোরদারে নতুন বিওপি ক্যাম্প
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষ ব্যবহারিক পরীক্ষা গ্রহণের সময় বৃদ্ধি
অলিম্পিকে স্বর্ণপদক জয়ের স্বপ্ন দেখেন জহির
চুয়াডাঙ্গায় সরকারি নির্দেশনা না মেনে বীজ বিক্রি করায় দুই ব্যবসায়ীকে জরিমানা
চার অধ্যাদেশের খসড়া অনুমোদন
খুলনায় ক্রীড়া সামগ্রী বিতরণ
১০