যুব মহিলা লীগ নেত্রী মীম ২ দিনের রিমান্ডে

বাসস
প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৫, ১৯:৫৭

ঢাকা, ৬ জানুয়ারি, ২০২৫ (বাসস) : বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে জাহাঙ্গীর আলম নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টার মামলায় লালবাগ থানা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সাইফা রহমান মীমের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

আজ তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা ও শাহবাগ থানার উপপরিদর্শক মো. তহিদুল ইসলাম তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। এসময় আসামীপক্ষে তার আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন তার জামিন নামঞ্জুর করে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে রোববার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। পরে এ মামলায় তাকে গ্রেফতার দেখায় পুলিশ।

মামলার অভিযোগ থেকে জানা যায়, বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে গত ১৮ জুলাই রাজধানীর ধানমন্ডি গভঃ ল্যাবরেটরি স্কুলের সামনে ছাত্র জনতার সঙ্গে আন্দোলনে অংশ নেন জাহাঙ্গীর আলম। ওইদিন দুপুর ২ টার দিকে আসামিদের হামলায় তার দুই পা, বাম হাত ও শরীরের বিভিন্ন স্থানে গুলিতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। 

ঘটনায় গত বছরের ৮ ডিসেম্বর রাজধানীর শেরে বাংলা নগর থানায় সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে প্রধান আসামি করে ৩৭ জনের নামে হত্যাচেষ্টা মামলা করেন জাহাঙ্গীর। এ মামলায় মীম এজাহারনামীয় ৩৫ নম্বর আসামি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জার্মানিতে দুইজনকে গুলি করে হত্যার পর হামলাকারীদের সন্ধানে অভিযান শুরু
বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আসামি গ্রেফতারে অনুমতির সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট
সাবেক প্রতিমন্ত্রী বিপুর ব্যাংক হিসাব অবরুদ্ধ, গাড়ি-এ্যাপার্টমেন্ট জব্দ
ব্যাংককে ভবনধস: সংশ্লিষ্ট কোম্পানির চীনা নির্বাহী গ্রেফতার
দিনমজুর থেকে ফল ব্যবসায়ী : সততা আর শ্রম দিয়ে মোখলেছ আজ স্বাবলম্বী
ট্রাম্পের আমলে অতি ধনী ও টেক জায়ান্টদের ওপর কর আরোপ থেমে গেছে
মার্কিন শুল্কনীতির কারণে বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমাতে পারে আইএমএফ: ব্লুমবার্গ
কুমিল্লায় আলুর ন্যায্য মূল্য নিয়ে বিপাকে কৃষকরা 
পুতিনের ইস্টার যুদ্ধবিরতির মধ্যেও রুশ হামলা অব্যাহত: জেলেনস্কি
গাজা সহায়তা নিয়ে হামাস নেতাদের সাথে তুরস্কের গোয়েন্দা প্রধানের বৈঠক
১০