যুব মহিলা লীগ নেত্রী মীম ২ দিনের রিমান্ডে

বাসস
প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৫, ১৯:৫৭

ঢাকা, ৬ জানুয়ারি, ২০২৫ (বাসস) : বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে জাহাঙ্গীর আলম নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টার মামলায় লালবাগ থানা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সাইফা রহমান মীমের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

আজ তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা ও শাহবাগ থানার উপপরিদর্শক মো. তহিদুল ইসলাম তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। এসময় আসামীপক্ষে তার আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন তার জামিন নামঞ্জুর করে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে রোববার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। পরে এ মামলায় তাকে গ্রেফতার দেখায় পুলিশ।

মামলার অভিযোগ থেকে জানা যায়, বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে গত ১৮ জুলাই রাজধানীর ধানমন্ডি গভঃ ল্যাবরেটরি স্কুলের সামনে ছাত্র জনতার সঙ্গে আন্দোলনে অংশ নেন জাহাঙ্গীর আলম। ওইদিন দুপুর ২ টার দিকে আসামিদের হামলায় তার দুই পা, বাম হাত ও শরীরের বিভিন্ন স্থানে গুলিতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। 

ঘটনায় গত বছরের ৮ ডিসেম্বর রাজধানীর শেরে বাংলা নগর থানায় সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে প্রধান আসামি করে ৩৭ জনের নামে হত্যাচেষ্টা মামলা করেন জাহাঙ্গীর। এ মামলায় মীম এজাহারনামীয় ৩৫ নম্বর আসামি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডাকসু নির্বাচনে অনিদের প্রার্থীতা প্রত্যাহার, ছাত্রদলের জেসানকে পূর্ণ সমর্থন
ডাকসু নির্বাচন: যানবাহন চলাচল সংক্রান্ত ডিএমপির গণবিজ্ঞপ্তি
ঢাকা বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক বহন ও প্রদর্শন নিষিদ্ধ
বিশেষজ্ঞ মতামত পর্যালোচনায় ঐকমত্য কমিশনের বৈঠক
জবিতে অনুষ্ঠিত হচ্ছে আন্তঃবিশ্ববিদ্যালয় আবৃত্তি প্রতিযোগিতা
দুর্গাপূজা উপলক্ষ্যে ভারতে ১,২০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সাথে ধর্ম উপদেষ্টার সাক্ষাৎ
বেগম খালেদা জিয়াকে মৌসুমি ফল পাঠিয়েছেন ভুটানের রাষ্ট্রদূত
ঢাকাসহ তিন জেলায় দুদকের অভিযান : অনিয়মের প্রাথমিক সত্যতা মিলেছে
জুলাই আন্দোলনের যুবা ও জেন্ডার ডাইভার্সদের দক্ষতা উন্নয়ন কর্মসূচি উদ্বোধন
১০