আঞ্চলিক বাণিজ্য দ্বিগুণ করতে বিমসটেক’র প্রতি রোডম্যাপ তৈরির আহ্বান বাণিজ্য উপদেষ্টার

বাসস
প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৫, ২০:০১
সচিবালয়ে বিমসটেক সেক্রেটারি জেনারেল ইন্দ্রা মাণি পান্ডের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বাণিজ্য উপদেষ্টা। ছবি: পিআইডি

ঢাকা, ৬ জানুয়ারি, ২০২৫ (বাসস): বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন আজ আঞ্চলিক বাণিজ্য দ্বিগুণ করার জন্য একটি রোডম্যাপ প্রস্তুত করার জন্য বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল, টেকনিকাল এন্ড ইকোনমিক কোঅপারেশন’র (বিমসটেক) প্রতি আহ্বান জানিয়েছেন। 

আজ সোমবার সচিবালয়ে বিমসটেক সেক্রেটারি জেনারেল ইন্দ্রা মাণি পান্ডে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে এলে বাণিজ্য উপদেষ্টা এ আহ্বান জানান।

সাক্ষাৎকালে তারা বিমসটেককে আরো কার্যকর করতে করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা নিয়ে কাজ করার লক্ষে গঠিত প্রতিষ্ঠানটি সহযোগী দেশের স্বার্থ রক্ষায় কাজ করছে। বিগত ২৭ বছরে অর্জন আশানুরূপ হয়নি। তবে সহযোগী দেশগুলোর মধ্যে বাণিজ্য বৃদ্ধি বিশেষ করে ব্যবসায়ীদের সাথে ব্যবসায়ীদের পারস্পরিক বোঝাপড়া প্রতিষ্ঠানকে অধিক কার্যকর করতে ভূমিকা রাখতে পারে।

বিমসটেক সেক্রেটারি জেনারেল ইন্দ্রা মানি বলেন, বিমসটেককে আরো কার্যকর করতে মিনিষ্ট্রিয়াল বৈঠকগুলো সাহায্য করবে। আঞ্চলিক পরিমন্ডলে এক্সপোর্ট, ইমপোর্ট ও বিনিয়োগ বৃদ্ধির জন্য মিনিষ্ট্রিয়াল বৈঠকগুলো ফলপ্রসূ করতে তিনি বাংলাদেশের সহযোগিতা চান।

এসময় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. আব্দুর রহিম বৈঠকে উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নাইক্ষ্যংছড়ির বাইশারী বাজারে অগ্নিকাণ্ডে ৭টি দোকান পুড়ে ছাই
স্ত্রীসহ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সেলিম মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা
ব্যয়বহুল মেগা প্রকল্পের পরিবর্তে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী সুরক্ষায় মনোযোগের আহ্বান পরিবেশ উপদেষ্টার
১৫ নভেম্বরের মধ্যে এনসিপি’র প্রার্থী তালিকা প্রকাশ করা হবে : নাহিদ ইসলাম
খুলনায় ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
সাতক্ষীরায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
রিং শাইন টেক্সটাইলের চেয়ারম্যান-ব্যবস্থাপনা পরিচালকের প্রতিষ্ঠানের বিও একাউন্ট অবরুদ্ধ
আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের কোনো সুযোগ নেই: জামায়াত আমির
৯১ আসনে প্রার্থী ঘোষণা করেছে গণসংহতি আন্দোলন
তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়টি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে লেখা হয়েছিল: অ্যাটর্নি জেনারেল
১০