এক লাখ টাকা যৌতুকের জন্য স্ত্রীকে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

বাসস
প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৫, ২০:১০

ঢাকা, ৬ জানুয়ারি, ২০২৫ (বাসস) : অটোরিক্সা কিনতে ১ লাখ টাকা যৌতুকের জন্য স্ত্রী শিল্পীকে (১৯) হত্যার অভিযোগে করা মামলায় স্বামী মো. শাহ আলমকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল।  

মৃত্যুদণ্ডের পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেয় ট্রাইব্যুনাল।

আজ ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক মোছাম্মৎ রোকশানা বেগম হেপী এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায় ঘোষণা শেষে সাজা পরোয়ানা দিয়ে আবার তাকে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ৮-৯ মাস আগে শিল্পীর সঙ্গে শাহ আলমের বিয়ে হয়। বিয়ের পর শিল্পী শ্বশুড় বাড়ি থাকলেও হত্যাকান্ডের কিছুদিন আগে ২০২১ সালের ২২ মার্চ স্বামীর সঙ্গে রাজধানীর যাত্রাবাড়ীতে ভাড়া বাসায় বসবাস শুরু করেন তারা।

বিয়ের পর থেকে ব্যবসার জন্য শিল্পীর কাছে ১ লাখ টাকা যৌতুক চেয়ে আসছিল শাহ আলম। কিন্তু টাকা দিতে না পারলেও সংসারের কথা চিন্তা করে শারীরিক ও মানসিক নির্যাতন সহ্য করে আসছিলেন শিল্পী। এরপর ২০২১ সালের ২৯ মার্চ বড় বোন দোলনা যাত্রাবাড়ীতে শিল্পীর বাসায় গেলে শোয়ার ঘরে তাকে নড়াচড়া বিহীন শুয়ে থাকতে দেখেন। পরে সবাইকে খবর দিলে জানা যায়, শিল্পীকে ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে মেরে ফেলেছে তার স্বামী শাহ আলম। ওইদিনই ২০২১ সালের ২৯ মার্চ ভুক্তভোগী শিল্পীর মা আলেয়া খাতুন ওরফে ছামিরুন বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় মামলাটি দায়ের করেন। মামলায় আসামি করা হয় শাহ আলমকে।

মামলার পরদিন ২০২১ সালের ৩০ মার্চ আসামি শাহ আলম এ মামলায় আত্মসমর্পণ করেন। এরপর তিনি শিল্পীকে হত্যার দায় স্বীকার করে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দী প্রদান করেন।

মামলাটি তদন্ত করে যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক মনিবুর রহমান সুজন ২০২১ সালের ৩০ নভেম্বর শাহ আলমকে একমাত্র অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন। মামলার বিচার চলাকালীন ১৩ জন সাক্ষীর মধ্যে ৮ জন আদালতে সাক্ষ্য দেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নাইক্ষ্যংছড়ির বাইশারী বাজারে অগ্নিকাণ্ডে ৭টি দোকান পুড়ে ছাই
স্ত্রীসহ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সেলিম মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা
ব্যয়বহুল মেগা প্রকল্পের পরিবর্তে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী সুরক্ষায় মনোযোগের আহ্বান পরিবেশ উপদেষ্টার
১৫ নভেম্বরের মধ্যে এনসিপি’র প্রার্থী তালিকা প্রকাশ করা হবে : নাহিদ ইসলাম
খুলনায় ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
সাতক্ষীরায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
রিং শাইন টেক্সটাইলের চেয়ারম্যান-ব্যবস্থাপনা পরিচালকের প্রতিষ্ঠানের বিও একাউন্ট অবরুদ্ধ
আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের কোনো সুযোগ নেই: জামায়াত আমির
৯১ আসনে প্রার্থী ঘোষণা করেছে গণসংহতি আন্দোলন
তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়টি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে লেখা হয়েছিল: অ্যাটর্নি জেনারেল
১০