স্ত্রীসহ সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুলের বিরূদ্ধে দুদকের মামলা

বাসস
প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৫, ২০:২০ আপডেট: : ০৬ জানুয়ারি ২০২৫, ২০:২৪

ঢাকা, ৬ জানুয়ারি, ২০২৫ (বাসস) : নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের সাবেক সংসদ সদস্য মো. শফিকুল ইসলাম শিমুল ও তার স্ত্রী শামীমা সুলতানা জান্নাতীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ সোমবার দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে তাদের বিরুদ্ধে মামলা দুটি দায়ের করা হয়েছে বলে জানান সংস্থার মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন।

তিনি জানান, সাবেক সংসদ সদস্য শিমুলের বিরুদ্ধে অবৈধ উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৫ কোটি ১৪ লাখ ৯৬ হাজার ৩৪৯ টাকার সম্পদ অর্জন করে ভোগ দখলে রাখা এবং নিজ নামে ব্যক্তিগত ও ব্যবসায়িক ১১টি হিসাবের মাধ্যমে মোট ৮ কোটি ১১ লাখ ৭৮ হাজার ২০৫ টাকা জমা ও ৭ কোটি ৫০ লাখ ৫০ হাজার ৬০২ টাকা উত্তোলন করার তথ্য রয়েছে। এসব হিসাবের মাধ্যমে তিনি মোট ১৫ কোটি ৬২ লাখ ২৮ হাজার ৮০৭ টাকার লেনদেন করেছেন।

অপর মামলায় শফিকুল ইসলাম শিমুলের স্ত্রী শামীমা সুলতানা জান্নাতীকে আসামি করা হয়েছে। তার বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১১ কোটি ২২ লাখ টাকার সম্পদ অর্জন করে ভোগ দখলে রাখার অভিযোগ আনা হয়েছে। তিনি নিজ নামে ব্যক্তিগত ও ব্যবসায়িক ৪টি হিসাবের মাধ্যমে মোট ৫ কোটি ২৯ লাখ ২ হাজার ৬৬ টাকা জমা ও ৫ কোটি ১৪ লাখ ৮৯ হাজার টাকা উত্তোলন করেছেন। তার বিরুদ্ধে ১০ কোটি ৪৩ লাখ ৯১ হাজার ৪৯৬ টাকার সন্দেহজনক লেনদেন করার অভিযোগ আনা হয়েছে।

আক্তার হোসেন বলেন, 'শামীমা সুলতানা জান্নাতির নামে ২০২০ সালের ১০ জানুয়ারি প্রায় ১৭ লাখ ২৫ হাজার কানাডিয়ান ডলারে কানাডার টরেন্টোর ৭৩, হেয়ারউড অ্যাভিনিউতে একটি বিলাসবহুল বাড়ি ক্রয় করেছেন বলে আমরা জানতে পেরেছি। বাংলাদেশি টাকায় এক্সচেঞ্জ রেট অনুযায়ী বাড়িটির ক্রয়মূল্য আনুমানিক ১১ কোটি টাকা। ওই বাড়িটির মালিকানা সংক্রান্ত রেকর্ডপত্র সংগ্রহের লক্ষ্যে কার্যক্রম চলমান রয়েছে।

তিনি বলেন, শামিমা সুলতানা জান্নাতির নামে ক্রয় করা বাড়িটির কোনো তথ্য বা রেকর্ডপত্র সংগ্রহ করে তা তদন্তকালে আমলে নেওয়া হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ফরিদা পারভীন
প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় রাষ্ট্রপতির শোক 
উত্তরায় বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় ইউট্যাবের শোক
গুরুতর আহতদের দেখে চোখের পানি ধরে রাখতে পারিনি : মানসুরা আলম
বিমান দুর্ঘটনায় বেগম খালেদা জিয়ার শোক : নেতাকর্মীদের হতাহতদের পরিবারের পাশে থাকার আহ্বান
আহতদের চিকিৎসার ব্যবস্থা করছি : প্রধান উপদেষ্টা
আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্যের আহ্বান তথ্য উপদেষ্টার
ঢাকায় বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় চীনের শোক
বিমান দুর্ঘটনায় আহতদের বিনামূল্যে চিকিৎসা দেওয়ার নির্দেশ স্বাস্থ্য উপদেষ্টার
২০২৬ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু ২৭ জুলাই
১০