অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিচালিত অভিযানে ১ কোটি ২৪ লক্ষ টাকা জরিমানা আদায়

বাসস
প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৫, ২১:১৪

ঢাকা, ৬ জানুয়ারি, ২০২৫ (বাসস) :  সারা দেশে বায়ুদূষণের বিরুদ্ধে পরিচালিত বিশেষ অভিযানে আজ ১ কোটি ২৪ লাখ ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া ১৫টি ইটভাটা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে সারাদেশে বায়ুদূষণের বিরুদ্ধে পরিচালিত বিশেষ অভিযানে ৫টি ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এই জরিমানা আদায় করা হয়।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়।

এতে আরও জানানো হয়, এ সময় আদালত ১১টি ইটভাটার চিমনি ভেঙে কার্যক্রম বন্ধ করারও নির্দেশ দিয়েছে। 

এছাড়াও যানবাহনের কালো ধোঁয়া নির্গমনের বিরুদ্ধে ১টি ভ্রাম্যমান আদালত ৭ জন চালককে সতর্ক করে। শব্দ দূষণ প্রতিরোধে আরও ১টি ভ্রাম্যমান আদালত ৭ যানবাহনের চালককে সতর্ক করে এবং ৩টি হাইড্রোলিক হর্ন জব্দ করে।

একই সময়ে পলিথিন বিরোধী অভিযানে ১টি ভ্রাম্যমান আদালত ৩টি প্রতিষ্ঠান থেকে ৯ হাজার টাকা জরিমানা আদায় এবং ২৯ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে। খোলা অবস্থায় নির্মাণ সামগ্রী রাখার অপরাধে ৩টি ভ্রাম্যমান আদালত ৬টি প্রতিষ্ঠান থেকে ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করে।

এছাড়া, সাভার উপজেলায় একটি চারকোল কারখানার কার্যক্রম বন্ধ করা হয়।

চলতি বছরের ২ জানুয়ারী থেকে আজ সোমবার পর্যন্ত পরিচালিত মোট ৩৫টি ভ্রাম্যমান আদালতে ৯৭টি মামলার মাধ্যমে ২ কোটি ৫৬ লক্ষ ৭৭ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়। ৩২টি ইটভাটার চিমনি ভেঙে ভাটার কার্যক্রম বন্ধ এবং ১৪টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়েছে।

পরিবেশ মন্ত্রণালয়ের ১১ কর্মকর্তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা এসব অভিযানে নেতৃত্ব দিচ্ছেন। দূষণ বিরোধী বিশেষ এই অভিযান চলমান থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডিএসসিসি এলাকায় ধর্মীয় সম্প্রীতির মধ্য দিয়ে দুর্গাপূজা উদযাপন
নির্বাচনে সকল দল অংশগ্রহণ করবে, আশাপ্রকাশ শামসুজ্জামান দুদুর
সারাদেশে ৪৯ মণ্ডপে নাশকতার চেষ্টা, গ্রেপ্তার ১৯: র‌্যাব ডিজি
বিএনপি ১৮ মাসের মধ্যে ১ কোটি মানুষের কর্মসংস্থানের সিদ্ধান্ত নিয়েছে: আমীর খসরু
কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট ও পূজামণ্ডপ পরিদর্শন করলেন তিন উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের সমন্বিত উদ্যোগে সন্তোষজনক পূজার পরিবেশ সম্ভব হয়েছে: শারমীন এস মুরশিদ
হিন্দু ধর্মাবলম্বীদের ন্যায্য দাবিসমূহ পর্যায়ক্রমে পূরণ করা সম্ভব : তথ্য উপদেষ্টা
বিএনপি সংখ্যাগুরু-সংখ্যালঘুতে বিশ্বাস করে না: ড. মঈন খান
বনানী ও বসুন্ধরা আবাসিক পূজা মণ্ডপ পরিদর্শনে ডিএমপি কমিশনার
নওগাঁয় পূজামণ্ডপ পরিদর্শন করলেন কৃষকদল নেতা ফজলে হুদা
১০