অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিচালিত অভিযানে ১ কোটি ২৪ লক্ষ টাকা জরিমানা আদায়

বাসস
প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৫, ২১:১৪

ঢাকা, ৬ জানুয়ারি, ২০২৫ (বাসস) :  সারা দেশে বায়ুদূষণের বিরুদ্ধে পরিচালিত বিশেষ অভিযানে আজ ১ কোটি ২৪ লাখ ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া ১৫টি ইটভাটা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে সারাদেশে বায়ুদূষণের বিরুদ্ধে পরিচালিত বিশেষ অভিযানে ৫টি ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এই জরিমানা আদায় করা হয়।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়।

এতে আরও জানানো হয়, এ সময় আদালত ১১টি ইটভাটার চিমনি ভেঙে কার্যক্রম বন্ধ করারও নির্দেশ দিয়েছে। 

এছাড়াও যানবাহনের কালো ধোঁয়া নির্গমনের বিরুদ্ধে ১টি ভ্রাম্যমান আদালত ৭ জন চালককে সতর্ক করে। শব্দ দূষণ প্রতিরোধে আরও ১টি ভ্রাম্যমান আদালত ৭ যানবাহনের চালককে সতর্ক করে এবং ৩টি হাইড্রোলিক হর্ন জব্দ করে।

একই সময়ে পলিথিন বিরোধী অভিযানে ১টি ভ্রাম্যমান আদালত ৩টি প্রতিষ্ঠান থেকে ৯ হাজার টাকা জরিমানা আদায় এবং ২৯ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে। খোলা অবস্থায় নির্মাণ সামগ্রী রাখার অপরাধে ৩টি ভ্রাম্যমান আদালত ৬টি প্রতিষ্ঠান থেকে ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করে।

এছাড়া, সাভার উপজেলায় একটি চারকোল কারখানার কার্যক্রম বন্ধ করা হয়।

চলতি বছরের ২ জানুয়ারী থেকে আজ সোমবার পর্যন্ত পরিচালিত মোট ৩৫টি ভ্রাম্যমান আদালতে ৯৭টি মামলার মাধ্যমে ২ কোটি ৫৬ লক্ষ ৭৭ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়। ৩২টি ইটভাটার চিমনি ভেঙে ভাটার কার্যক্রম বন্ধ এবং ১৪টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়েছে।

পরিবেশ মন্ত্রণালয়ের ১১ কর্মকর্তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা এসব অভিযানে নেতৃত্ব দিচ্ছেন। দূষণ বিরোধী বিশেষ এই অভিযান চলমান থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
উৎসবমুখর পরিবেশে নির্বাচন আয়োজনে সব সংস্থার সহযোগিতা কামনা ইসির
সাতক্ষীরা সীমান্ত থেকে ভারতীয় শাড়ি ও ওষুধ জব্দ
নেত্রকোণায় সংঘবদ্ধ চোর চক্রের ৫ সদস্য আটক
রোববার রাজশাহীতে জামায়াতের নেতৃত্বাধীন ৮ দলীয় সমাবেশ 
সুনামগঞ্জে পর্যটন উন্নয়ন কমিটির কার্যক্রম জোরদারকরণ সভা 
এবার পিএসভির কাছে বড় ব্যবধানে হার লিভারপুলের; ৭১ বছরে সবচেয়ে বাজে রেকর্ড
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও বিচারপতিদের জন্য অবমাননাকর কনটেন্ট প্রচার করা যাবে না
ন্যাশনাল প্রিভেন্টিভ মেকানিজমের দায়িত্ব পেল জাতীয় মানবাধিকার কমিশন
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দোয়া চেয়েছে বিএনপি
ট্রাম্পের নিষেধাজ্ঞার নিন্দা জানালো দক্ষিণ আফ্রিকা
১০