অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিচালিত অভিযানে ১ কোটি ২৪ লক্ষ টাকা জরিমানা আদায়

বাসস
প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৫, ২১:১৪

ঢাকা, ৬ জানুয়ারি, ২০২৫ (বাসস) :  সারা দেশে বায়ুদূষণের বিরুদ্ধে পরিচালিত বিশেষ অভিযানে আজ ১ কোটি ২৪ লাখ ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া ১৫টি ইটভাটা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে সারাদেশে বায়ুদূষণের বিরুদ্ধে পরিচালিত বিশেষ অভিযানে ৫টি ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এই জরিমানা আদায় করা হয়।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়।

এতে আরও জানানো হয়, এ সময় আদালত ১১টি ইটভাটার চিমনি ভেঙে কার্যক্রম বন্ধ করারও নির্দেশ দিয়েছে। 

এছাড়াও যানবাহনের কালো ধোঁয়া নির্গমনের বিরুদ্ধে ১টি ভ্রাম্যমান আদালত ৭ জন চালককে সতর্ক করে। শব্দ দূষণ প্রতিরোধে আরও ১টি ভ্রাম্যমান আদালত ৭ যানবাহনের চালককে সতর্ক করে এবং ৩টি হাইড্রোলিক হর্ন জব্দ করে।

একই সময়ে পলিথিন বিরোধী অভিযানে ১টি ভ্রাম্যমান আদালত ৩টি প্রতিষ্ঠান থেকে ৯ হাজার টাকা জরিমানা আদায় এবং ২৯ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে। খোলা অবস্থায় নির্মাণ সামগ্রী রাখার অপরাধে ৩টি ভ্রাম্যমান আদালত ৬টি প্রতিষ্ঠান থেকে ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করে।

এছাড়া, সাভার উপজেলায় একটি চারকোল কারখানার কার্যক্রম বন্ধ করা হয়।

চলতি বছরের ২ জানুয়ারী থেকে আজ সোমবার পর্যন্ত পরিচালিত মোট ৩৫টি ভ্রাম্যমান আদালতে ৯৭টি মামলার মাধ্যমে ২ কোটি ৫৬ লক্ষ ৭৭ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়। ৩২টি ইটভাটার চিমনি ভেঙে ভাটার কার্যক্রম বন্ধ এবং ১৪টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়েছে।

পরিবেশ মন্ত্রণালয়ের ১১ কর্মকর্তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা এসব অভিযানে নেতৃত্ব দিচ্ছেন। দূষণ বিরোধী বিশেষ এই অভিযান চলমান থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নাইক্ষ্যংছড়ির বাইশারী বাজারে অগ্নিকাণ্ডে ৭টি দোকান পুড়ে ছাই
স্ত্রীসহ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সেলিম মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা
ব্যয়বহুল মেগা প্রকল্পের পরিবর্তে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী সুরক্ষায় মনোযোগের আহ্বান পরিবেশ উপদেষ্টার
১৫ নভেম্বরের মধ্যে এনসিপি’র প্রার্থী তালিকা প্রকাশ করা হবে : নাহিদ ইসলাম
খুলনায় ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
সাতক্ষীরায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
রিং শাইন টেক্সটাইলের চেয়ারম্যান-ব্যবস্থাপনা পরিচালকের প্রতিষ্ঠানের বিও একাউন্ট অবরুদ্ধ
আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের কোনো সুযোগ নেই: জামায়াত আমির
৯১ আসনে প্রার্থী ঘোষণা করেছে গণসংহতি আন্দোলন
তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়টি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে লেখা হয়েছিল: অ্যাটর্নি জেনারেল
১০