অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিচালিত অভিযানে ১ কোটি ২৪ লক্ষ টাকা জরিমানা আদায়

বাসস
প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৫, ২১:১৪

ঢাকা, ৬ জানুয়ারি, ২০২৫ (বাসস) :  সারা দেশে বায়ুদূষণের বিরুদ্ধে পরিচালিত বিশেষ অভিযানে আজ ১ কোটি ২৪ লাখ ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া ১৫টি ইটভাটা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে সারাদেশে বায়ুদূষণের বিরুদ্ধে পরিচালিত বিশেষ অভিযানে ৫টি ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এই জরিমানা আদায় করা হয়।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়।

এতে আরও জানানো হয়, এ সময় আদালত ১১টি ইটভাটার চিমনি ভেঙে কার্যক্রম বন্ধ করারও নির্দেশ দিয়েছে। 

এছাড়াও যানবাহনের কালো ধোঁয়া নির্গমনের বিরুদ্ধে ১টি ভ্রাম্যমান আদালত ৭ জন চালককে সতর্ক করে। শব্দ দূষণ প্রতিরোধে আরও ১টি ভ্রাম্যমান আদালত ৭ যানবাহনের চালককে সতর্ক করে এবং ৩টি হাইড্রোলিক হর্ন জব্দ করে।

একই সময়ে পলিথিন বিরোধী অভিযানে ১টি ভ্রাম্যমান আদালত ৩টি প্রতিষ্ঠান থেকে ৯ হাজার টাকা জরিমানা আদায় এবং ২৯ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে। খোলা অবস্থায় নির্মাণ সামগ্রী রাখার অপরাধে ৩টি ভ্রাম্যমান আদালত ৬টি প্রতিষ্ঠান থেকে ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করে।

এছাড়া, সাভার উপজেলায় একটি চারকোল কারখানার কার্যক্রম বন্ধ করা হয়।

চলতি বছরের ২ জানুয়ারী থেকে আজ সোমবার পর্যন্ত পরিচালিত মোট ৩৫টি ভ্রাম্যমান আদালতে ৯৭টি মামলার মাধ্যমে ২ কোটি ৫৬ লক্ষ ৭৭ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়। ৩২টি ইটভাটার চিমনি ভেঙে ভাটার কার্যক্রম বন্ধ এবং ১৪টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়েছে।

পরিবেশ মন্ত্রণালয়ের ১১ কর্মকর্তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা এসব অভিযানে নেতৃত্ব দিচ্ছেন। দূষণ বিরোধী বিশেষ এই অভিযান চলমান থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিশেষজ্ঞ মতামত পর্যালোচনায় ঐকমত্য কমিশনের বৈঠক
জবিতে অনুষ্ঠিত হচ্ছে আন্তঃবিশ্ববিদ্যালয় আবৃত্তি প্রতিযোগিতা
দুর্গাপূজা উপলক্ষ্যে ভারতে ১,২০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সাথে ধর্ম উপদেষ্টার সাক্ষাৎ
বেগম খালেদা জিয়াকে মৌসুমি ফল পাঠিয়েছেন ভুটানের রাষ্ট্রদূত
ঢাকাসহ তিন জেলায় দুদকের অভিযান : অনিয়মের প্রাথমিক সত্যতা মিলেছে
জুলাই আন্দোলনের যুবা ও জেন্ডার ডাইভার্সদের দক্ষতা উন্নয়ন কর্মসূচি উদ্বোধন
জামায়াত আমীরের সঙ্গে জাতিসংঘের আবাসিক প্রতিনিধির মানবাধিকার উপদেষ্টার সাক্ষাৎ
শেখ হাসিনার ও পরিবারের নামের স্থাপনার নাম পরিবর্তন করেছে গৃহায়ন মন্ত্রণালয়
কুস্তিতে পুরুষ-নারী উভয় বিভাগেই চ্যাম্পিয়ন আনসার
১০