রূপগঞ্জে তিতাসের অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে অভিযান

বাসস
প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৫, ২১:৫২

ঢাকা, ৬ জানুয়ারি, ২০২৫(বাসস) : অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে আজ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী। অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে গ্যাস কোম্পানীর পক্ষ থেকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।   

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায়ের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

এতে আরও জানানো হয়, নারায়ণগঞ্জের রূপগঞ্জের মাছুমাবাদ, আতলাশপুর ও হাটাবে অভিযান পরিচালনা করে ৩টি স্পটের প্রায় ২ কিলোমিটার এলাকার আনুমানিক ৬শ’ বাড়ির প্রায় ৮শ’ আবাসিক চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

এছাড়াও অবৈধ ৩টি বেকারি ও ১টি হোটেলের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

এসময় ১০০ ফিট এমএস ও ৬০ ফিট হোস পাইপ (প্রায়) উচ্ছেদ করা হয়েছে। তবে অভিযান চলাকালে বেকারি ও হোটেলের কাউকে না পাওয়ায় কোনোরূপ দণ্ড প্রদান করা যায়নি।

অভিযানকালে নারায়ণগঞ্জের তিতাস গ্যাস অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নরসিংদীতে পাঁচ দিনব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ উদ্বোধন
অ্যাপেনডিক্সের অপারেশন শেষে সুস্থ আছেন সংস্কৃতি উপদেষ্টা
জামায়াতের উদ্যোগে জাতীয় সেমিনার অনুষ্ঠিত
সুনামগঞ্জে দ্রুত ও কার্যকরভাবে জনগণের দোরগোড়ায় ভূমিসেবা পৌঁছে দিতে সেমিনার
নারীর মুক্তি ও সমতার জন্য অন্তর থেকে পরিবর্তন আনতে হবে : মঈন খান
বোয়ালখালীতে একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা প্রদান
বেগম খালেদা জিয়া দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতীক : মেয়র শাহাদাত হোসেন
বিদেশে ৪০ হাজার কোটি টাকার চুরি হওয়া সম্পদের সন্ধান মিলেছে : সিএকে এনবিআরের সিআইসি প্রধান
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৬২৯ জন
দেশ যেন চরমপন্থী ও মৌলবাদের অভয়ারণ্য হয়ে উঠতে না পারে : তারেক রহমান 
১০