নজরুল ইসলামকে জাতীয় কবির স্বীকৃতি: সিলেটে আনন্দ উৎসব

বাসস
প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৫, ২৩:৫২

সিলেট, ৬ জানুয়ারি ২০২৫ (বাসস) : কাজী নজরুল ইসলামকে জাতীয় কবির রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ হওয়ায় সিলেটে ‘নজরুল আনন্দ উৎসব’ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান থেকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।

আজ সোমবার সন্ধ্যায় স্থানীয় নজরুল একাডেমির হলরুমে এ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।

একাডেমির সভাপতি সৈয়দ মিসবাহ্ উদ্দিনের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন নজরুল একাডেমির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মিন্টু রহমান।

তিনি বলেন, ‘কাজী নজরুল ইসলাম ছিলেন সর্বস্তরের বাঙালির জাতীয় কবি। ১৯২৯ সালের ১০ ডিসেম্বর অবিভক্ত ভারতের কলকাতার এ্যালবার্ট হলে সমগ্র বাঙালি জাতির পক্ষ থেকে কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি হিসেবে ঘোষণা দেন নেতাজী সুবাস চন্দ্র বসু। বর্তমান অন্তর্বর্তী সরকার গেজেটের মাধ্যমে সেই ঘোষণাকে বাস্তবে রূপ দিয়েছেন।’

এ জন্য তিনি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসসহ উপদেষ্টা পরিষদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান। অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য দেন সাংবাদিক ও কলামিস্ট আফতাব চৌধুরী, সংগীত শিল্পী হিমাংশু বিশ্বাস। 

স্বাগত বক্তব্য রাখেন নজরুল একাডেমি সিলেটের আজীবন সদস্য শামসুল বাছিত শেরু, দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, নিজাম উদ্দিন তরফদার ও দেওয়ান তৌফিক মজিদ লায়েক।

নজরুলের কবিতা আবৃত্তি করেন শিক্ষক ও কবি শাহাবুদ্দিন আহমেদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
উৎসবমুখর পরিবেশে নির্বাচন আয়োজনে সব সংস্থার সহযোগিতা কামনা ইসির
সাতক্ষীরা সীমান্ত থেকে ভারতীয় শাড়ি ও ওষুধ জব্দ
নেত্রকোণায় সংঘবদ্ধ চোর চক্রের ৫ সদস্য আটক
রোববার রাজশাহীতে জামায়াতের নেতৃত্বাধীন ৮ দলীয় সমাবেশ 
সুনামগঞ্জে পর্যটন উন্নয়ন কমিটির কার্যক্রম জোরদারকরণ সভা 
এবার পিএসভির কাছে বড় ব্যবধানে হার লিভারপুলের; ৭১ বছরে সবচেয়ে বাজে রেকর্ড
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও বিচারপতিদের জন্য অবমাননাকর কনটেন্ট প্রচার করা যাবে না
ন্যাশনাল প্রিভেন্টিভ মেকানিজমের দায়িত্ব পেল জাতীয় মানবাধিকার কমিশন
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দোয়া চেয়েছে বিএনপি
ট্রাম্পের নিষেধাজ্ঞার নিন্দা জানালো দক্ষিণ আফ্রিকা
১০