এনআইডি’র ব্লক খুলতে এসে চট্টগ্রামে রোহিঙ্গা যুবক আটক

বাসস
প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৫, ২২:৫১
জাতীয় পরিচয়পত্রের ব্লক খুলতে এসে চট্টগ্রামে রোহিঙ্গা যুবক আটক হয়েছে। ছবি: বাসস

চট্টগ্রাম, ৯ জানুয়ারি ২০২৫ (বাসস) : চট্টগ্রামের পটিয়া উপজেলা নির্বাচন অফিসে মামার জাতীয় পরিচয় পত্র (এনআইডি)-র ব্লক খুলতে এসে আটক হয়েছেন মো. সাবের (২২) নামে এক রোহিঙ্গা যুবক। এ সময় তার কাছ থেকে বাংলাদেশি একটি এনআইডি উদ্ধার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে পটিয়া উপজেলা নির্বাচন অফিস থেকে তাকে আটক করা হয়। 

জানা গেছে. আনোয়ার কামাল নামে এক ব্যক্তির এনআইডি কার্ড ব্লক থাকার কারণ জানতে সকালে সাবের উপজেলা নির্বাচন অফিসে আসেন। এ সময় তিনি ব্লক খুলে দেওয়ার অনুরোধ করেন নির্বাচন কর্মকর্তাকে।

তথ্য যাচাই-বাছাই করার সময় নির্বাচন অফিসের কর্মকর্তারা দেখেন, ২০১৮ সালে রোহিঙ্গা হিসেবে শনাক্ত হওয়ার পর আনোয়ার কামালের এনআইডি কার্ড ব্লক (স্থগিত) করে কর্তৃপক্ষ। পরে সাবেরকে সন্দেহ হলে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। তখন তিনিও নিজেকে রোহিঙ্গা বলে স্বীকার করেন।

পটিয়া উপজেলা নির্বাচন অফিসার মো. আরিফুল ইসলাম জানান, মো. সাবের ২০১৭ সালে কক্সবাজারের উখিয়া বালুখালি ক্যাম্পে আসেন। কিন্তু ২০২২ সালে ভুয়া নাম-ঠিকানা ব্যবহার করে এনআইডি কার্ড বানান এবং পটিয়া মাদরাসায় পড়াশোনা করছেন। এবার তিনি আসেন তার মামা আনোয়ার কামাল নামে অন্য এক রোহিঙ্গার এনআইডি’র ব্লক খুলতে। জিজ্ঞাসাবাদে শেষে সন্দেহ হলে আমরা পুলিশে খবর দিই। পুলিশ এসে তাকে আটক করে।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর জানান, নির্বাচন কর্মকর্তাদের কাছ থেকে খবর পেয়ে মো. সাবের নামের এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। 
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ভারতের ভিডিওকে খাগড়াছড়ির বলে ছড়ানোর অপচেষ্টা শনাক্ত: ফ্যাক্টওয়াচ 
নড়াইলে জমে উঠেছে দুর্গোৎসব, মণ্ডপে মণ্ডপে দর্শনার্থীদের ভিড়
রোহিঙ্গাদের প্রত্যাবাসনই একমাত্র কার্যকর সমাধান : ইউএন বিশেষ দূতকে প্রধান উপদেষ্টা
হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলার শেষ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ চলছে
ভুটানের সঙ্গে আন্তঃসীমান্ত রেলপথ নির্মাণ করবে ভারত
ড. ইউনূসের সঙ্গে ইউনিসেফ প্রধানের সাক্ষাত: রোহিঙ্গা শিশুদের শিক্ষা বিষয়ে আলোচনা
হবিগঞ্জে কুমারী পূজা অনুষ্ঠিত
যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কর্মকর্তাদের বৈঠকে ভাষণ দেবেন ট্রাম্প
ট্রাম্পের গাজা পরিকল্পনাকে স্বাগত জানালেন ইইউ প্রধান 
নলছিটিতে শতাধিক কুকুর-বিড়ালকে জলাতঙ্কের টিকা প্রদান
১০