এনআইডি’র ব্লক খুলতে এসে চট্টগ্রামে রোহিঙ্গা যুবক আটক

বাসস
প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৫, ২২:৫১
জাতীয় পরিচয়পত্রের ব্লক খুলতে এসে চট্টগ্রামে রোহিঙ্গা যুবক আটক হয়েছে। ছবি: বাসস

চট্টগ্রাম, ৯ জানুয়ারি ২০২৫ (বাসস) : চট্টগ্রামের পটিয়া উপজেলা নির্বাচন অফিসে মামার জাতীয় পরিচয় পত্র (এনআইডি)-র ব্লক খুলতে এসে আটক হয়েছেন মো. সাবের (২২) নামে এক রোহিঙ্গা যুবক। এ সময় তার কাছ থেকে বাংলাদেশি একটি এনআইডি উদ্ধার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে পটিয়া উপজেলা নির্বাচন অফিস থেকে তাকে আটক করা হয়। 

জানা গেছে. আনোয়ার কামাল নামে এক ব্যক্তির এনআইডি কার্ড ব্লক থাকার কারণ জানতে সকালে সাবের উপজেলা নির্বাচন অফিসে আসেন। এ সময় তিনি ব্লক খুলে দেওয়ার অনুরোধ করেন নির্বাচন কর্মকর্তাকে।

তথ্য যাচাই-বাছাই করার সময় নির্বাচন অফিসের কর্মকর্তারা দেখেন, ২০১৮ সালে রোহিঙ্গা হিসেবে শনাক্ত হওয়ার পর আনোয়ার কামালের এনআইডি কার্ড ব্লক (স্থগিত) করে কর্তৃপক্ষ। পরে সাবেরকে সন্দেহ হলে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। তখন তিনিও নিজেকে রোহিঙ্গা বলে স্বীকার করেন।

পটিয়া উপজেলা নির্বাচন অফিসার মো. আরিফুল ইসলাম জানান, মো. সাবের ২০১৭ সালে কক্সবাজারের উখিয়া বালুখালি ক্যাম্পে আসেন। কিন্তু ২০২২ সালে ভুয়া নাম-ঠিকানা ব্যবহার করে এনআইডি কার্ড বানান এবং পটিয়া মাদরাসায় পড়াশোনা করছেন। এবার তিনি আসেন তার মামা আনোয়ার কামাল নামে অন্য এক রোহিঙ্গার এনআইডি’র ব্লক খুলতে। জিজ্ঞাসাবাদে শেষে সন্দেহ হলে আমরা পুলিশে খবর দিই। পুলিশ এসে তাকে আটক করে।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর জানান, নির্বাচন কর্মকর্তাদের কাছ থেকে খবর পেয়ে মো. সাবের নামের এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। 
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চট্টগ্রামে বিএনপি প্রার্থীর প্রচারণায় হামলা: অন্তর্বর্তীকালীন সরকারের নিন্দা, দ্রুত তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার
খাদ্যে মাইক্রো নিউট্রিয়েন্ট বৃদ্ধির প্রযুক্তি উদ্ভাবন রাবির
চব্বিশের যুবশক্তিকে নিয়েই ইনসাফের বাংলাদেশ গড়তে চাই: ডা. শফিকুর রহমান
দুর্গাপুরের সাবেক চেয়ারম্যানসহ ৮ জন গ্রেফতার
এনএসইউ বাংলাদেশের সেরা বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে মনোনীত
স্বল্পমূল্যের ই-কমার্স রপ্তানি আয় দেশে আনার নিয়ম শিথিল করলো বাংলাদেশ ব্যাংক
চট্টগ্রামে নির্বাচনী প্রচারণায় সন্ত্রাসী হামলায় বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহসহ ৩ জন গুলিবিদ্ধ, ১ জন নিহত 
চট্টগ্রাম-৫ আসনে বিএনপি প্রার্থী ব্যারিস্টার মীর হেলালের প্রচারণা শুরু
বেপজা অর্থনৈতিক অঞ্চলে দ্বিতীয় ড্রোন কারখানা স্থাপনে চুক্তি
বসনিয়ার নার্সিংহোমে আগুনে নিহত ১১, আহত ৩০
১০