পটুয়াখালীতে মাচায় মিষ্টি কুমড়া চাষে লাভবান চাষী অমল

বাসস
প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৫, ১৮:৩০
মিষ্টি কুমড়া চাষে লাভবান চাষী অমল। ছবি ; বাসস

পটুয়াখালী, ২৭ জানুয়ারি,২০২৫ (বাসস) : জেলার দশমিনা উপজেলার বেতাগী-সানকিপুর ইউনিয়নের বেতাগী গ্রামের কৃষক অমল ব্যাপারী (৩৯) মাচায় মিষ্টি কুমড়া চাষ করে স্বাবলম্বী হয়ে উঠছেন। তার সাফল্য দেখে কুমড়া চাষে আগ্রহী হচ্ছেন অনেকে।

বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসসকে অমল ব্যাপারী জানান, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় এবং নিজস্ব উদ্যোগে ৬০ শতাংশ জমিতে কুমড়ার চাষ করেছেন তিনি। সেপ্টেম্বর মাস থেকেই এ চাষী মিষ্টি কুমড়ার চারা রোপণ করতে শুরু করেন। বর্তমানে মাচায় মিষ্টি কুমড়ার সমারোহ ।

তিনি আরো জানান, অল্প সময়ে এবং স্বল্প পরিশ্রমে মিষ্টি কুমড়া চাষ করে অধিক লাভবান হওয়া যায়। সবজি হিসেবে চাহিদা প্রচুর থাকায় দিন দিন এ মিষ্টি কুমড়ার চাষ বৃদ্ধি পাচ্ছে।

বাসসকে কুমড়াচাষী অমল জানান, স্থানীয় বেকার যুবকসহ শৌখিন চাষীরা মাচায় কুমড়া চাষের জন্য আগ্রহ দেখাচ্ছে। অনেকের মুখে হাসি ফুটেছে। উচুঁ নিচু জমিসহ বাড়ির আঙ্গিনায় কুমড়া চাষে অল্প পরিশ্রমে অধিক ফলন পাওয়া যায়। বর্তমানে বাজারে ভালো দামে বিক্রি করা যাচ্ছে।

প্রান্তিক কৃষক অমল বড় জাতের কুমড়া চাষ করে বাজিমাত করে সাড়া ফেলেছেন পটুয়াখালী জেলাজুড়ে।

উপজেলার বেতাগী-সানকিপুর ইউনিয়নের বেতাগী গ্রামের চাষী অমল ব্যাপারী বলেন, ৬০ শতাংশ জমিতে মাচায় মিষ্টি চারা রোপণ করেছি। খামারে এখনঅনেক  কুমড়া রয়েছে। খামারের চারদিকে তাকালে শুধু কুমড়া আর কুমড়া। এ বছর প্রায় ৮০ মণ বিক্রি হবে বলে আশা করছি। বাড়ির পাশে পতিত ও অনাবাদি জমিতে কুমড়া চাষ করেছেন।

তিনি বলেন, এটি এমন একটি সবজি যা থেকে অল্প সময়ে অধিক লাভবান হওয়া যায়। তেমন একটা খরচ এবং পরিশ্রম ছাড়াই জমিতে দুয়েকটা নিড়ানি ও জৈব সার দিলে এর ফলনে লাভ বেশি হয়। কিছু দিন আগে এ জমির কুমড়া তুলে বাজারে বিক্রি করেছেন। আর জমির বাকি ফল আরও ভালো দামে বিক্রি এবং ঐ জমি থেকে প্রায় ৪ লক্ষ টাকা আয় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জাফর আহমেদ জানান, মিষ্টি কুমড়া একটি বিষমুক্ত সবজি। অত্র উপজেলায় মাচায় দিন দিন চাষীরা মিষ্টি কুমড়া চাষে ঝুঁকছেন। উপকূলের মাটি কুমড়া চাষের জন্য উপযোগী। সব চাষীদেরকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে পরামর্শ প্রদান করা হচ্ছে।

এ কৃষি কর্মকর্তা আরো জানান, অত্র উপজেলায় মিষ্টি কুমড়া চাষে বিপ্লব ঘটবে বলে আশা করা হচ্ছে। 

কৃষি খামারে কুমড়া ফলের সমারোহ দেখে অনেক কৃষক মিষ্টি কুমড়া চাষে আগ্রহী হয়ে উঠছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নীলফামারীতে ১২ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান
তিতাস ও বাখরাবাদ গ্যাস ক্ষেত্রে দু’টি গভীর অনুসন্ধান কূপ খননের উদ্যোগ
ইতালির নাগরিকত্ব পাচ্ছেন জনপ্রিয় মার্কিন লেখক ফ্রান্সেস মায়েস
কিশোরগঞ্জে বিশুদ্ধ খাদ্য আদালতের চারলাখ টাকা জরিমানা
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ‘বিশ্ব হিমোফিলিয়া’ দিবস পালিত
নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে প্রধান উপদেষ্টার তাগিদ
ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধের পর বিমানের কার্গো সক্ষমতা বৃদ্ধি করছে বাংলাদেশ
রাজশাহীতে মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে হত্যা : মামলার দুই আসামী আটক
বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট পরিসংখ্যান
শেখ মুজিবের ছবি সরিয়ে বহিষ্কার ৮ শিক্ষার্থী, প্রত্যাহারের দাবি ছাত্রদলের
১০