ভারতে সেনাবাহিনীর অভিযানে ৮ মাওবাদী বিদ্রোহী নিহত

বাসস
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ২২:৫৮
ছবি : সংগৃহীত

ঢাকা, ১ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : ভারতের মধ্যাঞ্চলের গভীর জঙ্গলে বিশেষ বাহিনীর অভিযানে অন্তত ৮ জন মাওবাদী বিদ্রোহী নিহত হয়েছে। নিরাপত্তা বাহিনী শনিবার মাওবাদী বিদ্রোহ দমনে দীর্ঘদিন ধরে চলা তাদের অভিযান আরও জোরদার করেছে।

ছত্তিশগড় রাজ্যের রাজধানী রায়পুর থেকে এএফপি জানায়, দশকব্যাপী এই সংঘর্ষে এখন পর্যন্ত ১০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। বিদ্রোহীরা দাবি করে আসছে, তারা প্রান্তিক আদিবাসী জনগোষ্ঠীর ভূমি ও অধিকার রক্ষার জন্য লড়াই করছে।

শনিবার ভোরে ছত্তিশগড় রাজ্যের বিজাপুর জেলার বনাঞ্চলে দুই পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। এই অঞ্চল মাওবাদী বিদ্রোহের প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত।

বিজাপুরের শীর্ষ পুলিশ কর্মকর্তা সুন্দররাজ পি. এএফপিকে জানান, ‘তীব্র বন্দুকযুদ্ধের পর আজ বিজাপুর জেলার জঙ্গল থেকে ৮ মাওবাদীর মরদেহ উদ্ধার করা হয়েছে।’
তিনি আরও জানান, নিহতদের কাছ থেকে গ্রেনেড লঞ্চার ও রাইফেলসহ বেশ কয়েকটি অস্ত্র উদ্ধার করা হয়েছে। অভিযানের অংশ হিসেবে এখনো এলাকাটিতে তল্লাশি চালানো হচ্ছে।

সরকারি পরিসংখ্যান অনুসারে, গত এক বছরে নিরাপত্তা বাহিনীর অভিযানে প্রায় ২৮৭ জন মাওবাদী নিহত হয়েছে, যার বেশিরভাগই ছত্তিশগড়ে।

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গত বছর বলেছিলেন, ২০২৬ সালের মধ্যেই মাওবাদী বিদ্রোহ সম্পূর্ণভাবে দমন করা হবে।

মাওবাদীরা স্থানীয় বাসিন্দাদের জন্য ভূমি, কর্মসংস্থান এবং প্রাকৃতিক সম্পদের ন্যায্য হিস্যা দাবির পক্ষে লড়াই করছে।

এই আন্দোলন ভারতের পূর্ব ও দক্ষিণাঞ্চলের অনেক প্রত্যন্ত এলাকায় বিস্তার লাভ করেছিল এবং ২০০০-এর দশকের শুরুতে এটি শক্তিশালী হয়ে ওঠে।

এরপর ভারত সরকার ‘লাল করিডোর’ নামে পরিচিত বিশাল অঞ্চলে দশ হাজারেরও বেশি সেনা মোতায়েন করে।

সংঘর্ষের ফলে বহুবার সরকারি বাহিনীও ভয়াবহ হামলার শিকার হয়েছে। গত মাসে এক বিস্ফোরণে অন্তত ৯ জন ভারতীয় সেনা নিহত হন।
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রধান উপদেষ্টার সঙ্গে ইউনেস্কো মহাপরিচালক প্রার্থী গাব্রিয়েলা রামোস পাতিনার সাক্ষাৎ
বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হয় না : ধর্ম উপদেষ্টা
বিচার ব্যবস্থাকে আরও সহজ করতে হবে : আসিফ নজরুল
পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়া এখন সর্বোচ্চ অগ্রাধিকার : চীনের রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা
উত্তরায় টাকাসহ ছিনতাইকারী গ্রেফতার
দুর্নীতি ও অনিয়মের অভিযোগে দেশের বিভিন্ন স্থানে দুদকের অভিযান
সুন্দরবনে মধু সংগ্রহ শেষে লোকালয়ে ফিরছে মৌয়ালরা
জাতীয় নির্বাচনের আগে গণহত্যার বিচার ও সংস্কার করতে হবে: ইসলামী যুব আন্দোলন 
বাণিজ্য উপদেষ্টার সঙ্গে চীনের ইউনান প্রদেশের গভর্নরের সাক্ষাৎ 
ঐকমত্যের ভিত্তিতে সনদে স্বাক্ষর করে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা দরকার: আমির খসরু
১০