মনিজা রহমানের কাব্যগ্রন্থের প্রতিটি বাক্যই এক একটি প্যান্ডোরার বক্স

বাসস
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৫, ২২:৪১
ছবি : বাসস

ঢাকা, ৩ আগস্ট, ২০২৫ (বাসস) : রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেছেন, প্রকৃতি ও জীবনের কবি মনিজা রহমান। তার লেখায় সাবলীল গতিশীলতায় প্রকাশ পায় সমাজের সব স্তরের মানুষের গহীন গল্পের ইতিহাস। কবিতার প্রতিটি বাক্যই এক একটি প্যান্ডোরার বক্স। এইসব বাক্সে কবি সযতনে রেখে দেন অপার বিস্ময় ও কৌতূহল।

জলধি-সন্ধ্যায় শীর্ষক আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি মনিজা রহমান।

জলধি’র আয়োজনে জলধি’র প্রকাশক ও সম্পাদক কবি নাহিদ আশরাফির তত্ত্বাবধানে মনিজা রহমানের কাব্যগ্রন্থ ‘এক পশলা বৃষ্টি কেনার আগে’- নিয়ে আগতরা আলোচনা করেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি নাসির আহমেদ, কথা সাহিত্যিক দিলারা মেসবাহ, কথা সাহিত্যিক সিরাজুল ইসলামসহ অনেকে।

অনুষ্ঠানে কবি ও কবিতার বইয়ের উপর আলোচনা করেন এই সময়ের তরুণ ও প্রবীণ লেখক ও কবিগণ। বক্তারা কবি মনিজা রহমান নিরন্তর জীবনকে উন্মোচন করেছেন। 

বক্তারা বলেন, কবি মনিজা রহমান নিরন্তর জীবনকে উন্মোচন করেছেন। সমাজের নানামাত্রিক জানালায় উঁকি দিয়ে সত্য আবিষ্কার করে চলেছেন কখনো গল্পে, কখনো কবিতায় আবার কখনো উপন্যাসে। বাতাস আর চোখে কেবল প্রশ্বানের উপকরণ নয়, তার চেয়েও বেশি কিছু। রাত ও দিন তার বোধে কেবল আলো-আধাঁরি নয় কিংবা নয় কেবল সময়ের গতিধারা। সৃষ্টিশীল কবির আরাধ্য কোনো জন্মবীজ। তিনি বীজের ভেতর আলো ফেলে শিল্পীত উদ্ধারে নিমগ্ন থাকেন প্রাণের সম্ভাবনায়। উল্লেখ্য, মনিজা রহমান বরিশালের পিরোজপুরে নানাবাড়িতে জন্মগ্রহণ করেন। তার শৈশব, কৈশোর ও তারুণ্যের পুরো সময় কেটেছে পুরান ঢাকার গেন্ডারিয়ায়। গেন্ডারিয়ার মনিজা রহমান উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও সেন্ট্রাল উইমেনস কলেজ থেকে এইচএসসি পাশ করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে মাস্টার্স করার পর পেশা হিসেবে বেছে নেন ক্রীড়া সাংবাদিকতা। দেশের প্রথম পেশাদার নারী ক্রীড়া সাংবাদিক ও ক্রীড়া সম্পাদক তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শ্রমিকদের জন্য কেন্দ্রীয় হাসপাতাল নির্মাণ করা হবে : উপদেষ্টা সাখাওয়াত
জুলাই অভ্যুত্থানের গেজেট থেকে ৮ শহীদের নাম বাতিল
গুচ্ছের ১৯ বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তি শুরু 
মনিজা রহমানের কাব্যগ্রন্থের প্রতিটি বাক্যই এক একটি প্যান্ডোরার বক্স
৪৮তম বিশেষ বিসিএসের ৩য় ধাপের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ
ইসিতে শর্ত পূরণে তথ্য জমা দিয়েছে ৮০টি দল
প্রফেসর ড. এম. শমশের আলীর ইন্তেকালে জামায়াতে ইসলামীর শোক
বাংলাদেশকে হালাল পণ্যের হাব হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার: বিডা চেয়ারম্যান
তরুণদের হাত ধরেই শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গঠিত হবে : তারেক রহমান 
মানুষ অপেক্ষা করে আছে যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে : মির্জা ফখরুল
১০