প্রফেসর ড. এম শমশের আলীর মৃত্যুতে বিআইআইটি’র শোক

বাসস
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৫, ২১:১৫
বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী, গবেষক ও শিক্ষাবিদ প্রফেসর এমিরেটাস ড. এম শমশের আলী। ছবি : সংগৃহীত

ঢাকা, ৩ আগস্ট, ২০২৫ (বাসস) : বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী, গবেষক ও শিক্ষাবিদ প্রফেসর এমিরেটাস ড. এম শমশের আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইসলামিক থট (বিআইআইটি)।

তাঁর মৃত্যুতে বিআইআইটি’র প্রেসিডেন্ট অধ্যাপক মাহবুব আহমেদ ও মহাপরিচালক অধ্যাপক ড. এম আবদুল আজিজ গভীর শোক প্রকাশ করে তাঁরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানান।

অধ্যাপক ড. এম আবদুল আজিজ বলেন, ‘প্রফেসর ড. এম শমশের আলী শুধু একজন যশস্বী বিজ্ঞানী ও শিক্ষকই নন, তিনি ছিলেন ইসলামিক স্কলার। তিনি ছিলেন নিবেদিতপ্রাণ নেতা, আন্তরিক পরামর্শদাতা, বুদ্ধিবৃত্তিক চর্চাকারীদের অনুপ্রেরণা এবং গবেষকদের স্বপ্নের ফেরিওয়ালা। তাঁর জীবন ছিল জ্ঞানের দীপ্ত আলোকবর্তিকা—যেখানে বিজ্ঞান, আধ্যাত্মিকতা ও তাওহিদের বিশ্বাস মিলেমিশে একাকার হয়েছিল। তাঁর অনুপস্থিতি বিআইআইটি পরিবারের মাঝে গভীর শূন্যতা সৃষ্টি করেছে, তবে তিনি যে মূল্যবোধের শিক্ষা দিয়েছেন তা আমাদের কাজে প্রেরণা যোগাবে।’

তিনি বলেন, ‘আমরা মহান আল্লাহর কাছে দোয়া করছি—আল্লাহ যেন তাঁর বর্ণাঢ্য জীবনের সব উত্তম কাজ কবুল করেন, ভুলত্রুটি ক্ষমা করেন এবং তাঁকে জান্নাতুল ফিরদাউস দান করেন। আমীন।’

প্রফেসর ড. এম শমশের আলী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। শনিবার দিবাগত রাত সাড়ে ৩টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর।

তিনি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও সাউথ ইস্ট ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ভাইস-চ্যান্সেলর, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইসলামিক থট (বিআইআইটি)-এর প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক এবং বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেস (বিএএস)-এর সাবেক সভাপতি ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শ্রমিকদের জন্য কেন্দ্রীয় হাসপাতাল নির্মাণ করা হবে : উপদেষ্টা সাখাওয়াত
জুলাই অভ্যুত্থানের গেজেট থেকে ৮ শহীদের নাম বাতিল
গুচ্ছের ১৯ বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তি শুরু 
মনিজা রহমানের কাব্যগ্রন্থের প্রতিটি বাক্যই এক একটি প্যান্ডোরার বক্স
৪৮তম বিশেষ বিসিএসের ৩য় ধাপের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ
ইসিতে শর্ত পূরণে তথ্য জমা দিয়েছে ৮০টি দল
প্রফেসর ড. এম. শমশের আলীর ইন্তেকালে জামায়াতে ইসলামীর শোক
বাংলাদেশকে হালাল পণ্যের হাব হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার: বিডা চেয়ারম্যান
তরুণদের হাত ধরেই শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গঠিত হবে : তারেক রহমান 
মানুষ অপেক্ষা করে আছে যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে : মির্জা ফখরুল
১০