প্রফেসর ড. এম. শমশের আলীর ইন্তেকালে জামায়াতে ইসলামীর শোক

বাসস
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৫, ২২:৩৫
ড. শমশের আলী। ফাইল ছবি

ঢাকা, ৩ আগস্ট, ২০২৫ (বাসস) : বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী, গবেষক, লেখক ও শিক্ষাবিদ প্রফেসর এমিরেটাস ড. এম. শমশের আলীর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

আজ রোববার এক শোকবার্তায় তিনি বলেন, ড. শমশের আলীর ইন্তেকাল দেশের বিজ্ঞান, শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে এক অপূরণীয় ক্ষতি।

শোকবার্তায় অধ্যাপক পরওয়ার বলেন, ড. শমশের আলী শুধু একজন বিজ্ঞানী নন, তিনি ছিলেন বিজ্ঞানের আলোকবর্তিকা। তত্ত্বীয় পদার্থবিজ্ঞান ও বিজ্ঞানের দর্শন বিষয়ে তাঁর নিরলস গবেষণা দেশবিদেশে ব্যাপক স্বীকৃতি পেয়েছে। অসংখ্য গবেষণাপত্র ও গ্রন্থ পাঠক ও গবেষকদের আলোকিত করেছে। তিনি বিজ্ঞানকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ছিলেন এক অনন্য পথিকৃৎ এবং বাস্তব জীবনে ইসলামী অনুশাসনের অনুসারী।

তিনি বলেন, একজন শিক্ষাবিদ হিসেবে ড. শমশের আলী তাঁর ছাত্রদের মনে যে প্রেরণা ও আলোর সঞ্চার করে গেছেন, তা ভবিষ্যৎ প্রজন্মের জন্য স্থায়ী অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

অধ্যাপক পরওয়ার মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শ্রমিকদের জন্য কেন্দ্রীয় হাসপাতাল নির্মাণ করা হবে : উপদেষ্টা সাখাওয়াত
জুলাই অভ্যুত্থানের গেজেট থেকে ৮ শহীদের নাম বাতিল
গুচ্ছের ১৯ বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তি শুরু 
মনিজা রহমানের কাব্যগ্রন্থের প্রতিটি বাক্যই এক একটি প্যান্ডোরার বক্স
৪৮তম বিশেষ বিসিএসের ৩য় ধাপের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ
ইসিতে শর্ত পূরণে তথ্য জমা দিয়েছে ৮০টি দল
প্রফেসর ড. এম. শমশের আলীর ইন্তেকালে জামায়াতে ইসলামীর শোক
বাংলাদেশকে হালাল পণ্যের হাব হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার: বিডা চেয়ারম্যান
তরুণদের হাত ধরেই শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গঠিত হবে : তারেক রহমান 
মানুষ অপেক্ষা করে আছে যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে : মির্জা ফখরুল
১০