আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিবিড় পর্যবেক্ষণে যাত্রা শুরু হলো ‘কমান্ড সেন্টারে’র

বাসস
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৩৬
রোববার ফরেন সার্ভিস একাডেমিতে মিডিয়া ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ছবি : পিআইডি

ঢাকা, ৯ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের লক্ষ্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নির্দেশনায় আজ রোববার সন্ধ্যা ৬টা থেকে যাত্রা শুরু করছে ‘কমান্ড সেন্টার’। 

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে এ কমান্ড সেন্টারটি পরিচালিত হবে। সেন্টারটির সঙ্গে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনী-পুলিশ, বিজিবি, র‌্যাব, কোস্টগার্ড, আরমডফোর্স ব্যাটালিয়নের সদস্যরা যুক্ত থাকবেন।

আজ রোববার রাজধানীর হেয়ার রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক মিডিয়া ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।

তিনি বলেন, রাজধানীসহ দেশের কোথাও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা তৈরি হলে কমান্ড সেন্টার থেকে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্প্রতি প্রধান উপদেষ্টা দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। স্বরাষ্ট্র উপদেষ্টা, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতে ওই বৈঠকে বিভিন্ন বাহিনীর কার্যক্রমে (কোন বাহিনী কি কাজ করছে) সুষ্ঠুভাবে সমন্বয় সাধনের লক্ষ্যে প্রধান উপদেষ্টা একটি কমান্ড সেন্টার স্থাপনের নির্দেশ দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
৪ আগস্ট বিক্ষোভে উত্তাল ছিল নারায়ণগঞ্জ
সরকার পতনের দাবিতে রাজশাহীতে বিক্ষোভে ফেটে পড়েছিলেন আন্দোলনকারীরা
টাঙ্গাইলে বুকে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন কলেজ ছাত্র ইমন, চোখ হারান হিমেল
নওগাঁর রাজপথে নেমেছিল মানুষের ঢল
ভোলায় পুলিশের গুলিতে নিহত হন ছাতার কারিগর মো. জসিম উদ্দিন 
পিরোজপুরে বিআরটিএর গণশুনানি অনুষ্ঠিত
গাজা যুদ্ধ বন্ধে ট্রাম্পের কাছে ইসরাইলি নিরাপত্তা কর্মকর্তাগণের সাহায্যের আহ্বান
জুলাই শহীদদের স্মরণে সুনামগঞ্জে গ্রিন স্কুল, ক্লিন স্কুল কর্মসূচি 
নওগাঁয় সপ্তাহব্যাপী বৃক্ষ মেলা শুরু
সংসদের দক্ষিণ প্লাজায় কাল উপস্থাপিত হবে জুলাই ঘোষণাপত্র
১০