ঢাকা বিশ্ববিদ্যালয়ে টেকনিক্যাল এন্ড ভোকেশনাল এডুকেশন এন্ড ট্রেনিং শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৩২
সোমবার ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়। ছবি: ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থনৈতিক গবেষণা ব্যুরো’র উদ্যোগে আজ ‘টেকনিক্যাল এন্ড ভোকেশনাল এডুকেশন এন্ড ট্রেনিং ( টিভিইটি)’ শীর্ষক এক গোলটেবিল বৈঠক ক্যাম্পাসের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

অর্থনৈতিক গবেষণা ব্যুরো’র চেয়ারম্যান অধ্যাপক ড. এম এম আকাশের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রধান অতিথি হিসেবে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ. ম. কবিরুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা ও কারিগরি শিক্ষা অধিদফতরের মহাপরিচালক শোয়াইব আহমাদ খান বক্তব্য রাখেন।

এতে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. রুমানা হক এবং গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মো. নাজমুল হোসেন।

অধ্যাপক ড. সায়মা হক বিদিশা কারিগরি শিক্ষার প্রতি ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের আরও আগ্রহী করে তুলতে বিভিন্ন টেকনিক্যাল ও ভোকেশনাল ইনস্টিটিউটে দক্ষ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক নিয়োগের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, কারিগরি শিক্ষার ব্যাপারে মানুষের অনীহা দূর করতে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। নতুন নতুন টেকনোলজির সঙ্গে সামঞ্জস্য রেখে মূলধারার কারিকুলামকে আরও সমৃদ্ধ করতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কুমিল্লায় মাদকসহ কারবারি আটক
যুক্তরাষ্ট্রে জাপানি গাড়ির শুল্ক কমিয়ে ১৫ শতাংশে আনলেন ট্রাম্প
জাতীয় নির্বাচনে দায়িত্ব পালনের জন্য দেড় লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ
হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণে সেনাবাহিনীর পরিকল্পনা নিয়ে আলোচনা করবে লেবানন
ফেনীতে তথ্য কর্মকর্তাদের উঠান বৈঠক অনুষ্ঠিত
আফগানিস্তানে জরুরি ত্রাণ সহায়তা পাঠাল বাংলাদেশ সরকার
সুন্দরবনে কুমির নিয়ে গবেষণা 
ঈদ-ই-মিলাদুন্নবী শান্তিপূর্ণ উদযাপনে ব্যাপক নিরাপত্তা পরিকল্পনা
নাটোরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ নির্মাণকাজ সমাপ্ত
সারাদেশে দিন-রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকার সম্ভাবনা 
১০