ঢাকা বিশ্ববিদ্যালয়ে টেকনিক্যাল এন্ড ভোকেশনাল এডুকেশন এন্ড ট্রেনিং শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৩২
সোমবার ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়। ছবি: ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থনৈতিক গবেষণা ব্যুরো’র উদ্যোগে আজ ‘টেকনিক্যাল এন্ড ভোকেশনাল এডুকেশন এন্ড ট্রেনিং ( টিভিইটি)’ শীর্ষক এক গোলটেবিল বৈঠক ক্যাম্পাসের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

অর্থনৈতিক গবেষণা ব্যুরো’র চেয়ারম্যান অধ্যাপক ড. এম এম আকাশের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রধান অতিথি হিসেবে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ. ম. কবিরুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা ও কারিগরি শিক্ষা অধিদফতরের মহাপরিচালক শোয়াইব আহমাদ খান বক্তব্য রাখেন।

এতে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. রুমানা হক এবং গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মো. নাজমুল হোসেন।

অধ্যাপক ড. সায়মা হক বিদিশা কারিগরি শিক্ষার প্রতি ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের আরও আগ্রহী করে তুলতে বিভিন্ন টেকনিক্যাল ও ভোকেশনাল ইনস্টিটিউটে দক্ষ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক নিয়োগের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, কারিগরি শিক্ষার ব্যাপারে মানুষের অনীহা দূর করতে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। নতুন নতুন টেকনোলজির সঙ্গে সামঞ্জস্য রেখে মূলধারার কারিকুলামকে আরও সমৃদ্ধ করতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডিএমপির তেজগাঁও বিভাগের সাঁড়াশি অভিযান ৬৫ জন গ্রেফতার
আওয়ামী লীগ নেতা রানার অপহরণের বিবরণ ভিত্তিহীন : প্রধান উপদেষ্টার প্রেস উইং
বিশেষ অভিযানে ১৯ জন গ্রেফতার 
ভোলাগঞ্জে পাথর লুটপাটে জড়িত ১৪ জনের কারাদণ্ড
চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ৩ ব্যক্তির মৃত্যু
সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যা মামলায় ৭ জনের সাক্ষ্যগ্রহণ
নির্বাচন কমিশনের সামনে এনসিপির বিক্ষোভ সমাবেশ কাল
টিএনজেড ও মাহমুদ গ্রুপের সম্পত্তি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধ করা হবে : শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা
৪৩তম বিসিএসে ১৬২ জনকে নিয়োগের প্রজ্ঞাপন জারি  
অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থনের অঙ্গীকার পুনর্ব্যক্ত নরওয়ের
১০