ঢাকা বিশ্ববিদ্যালয়ে টেকনিক্যাল এন্ড ভোকেশনাল এডুকেশন এন্ড ট্রেনিং শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৩২
সোমবার ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়। ছবি: ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থনৈতিক গবেষণা ব্যুরো’র উদ্যোগে আজ ‘টেকনিক্যাল এন্ড ভোকেশনাল এডুকেশন এন্ড ট্রেনিং ( টিভিইটি)’ শীর্ষক এক গোলটেবিল বৈঠক ক্যাম্পাসের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

অর্থনৈতিক গবেষণা ব্যুরো’র চেয়ারম্যান অধ্যাপক ড. এম এম আকাশের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রধান অতিথি হিসেবে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ. ম. কবিরুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা ও কারিগরি শিক্ষা অধিদফতরের মহাপরিচালক শোয়াইব আহমাদ খান বক্তব্য রাখেন।

এতে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. রুমানা হক এবং গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মো. নাজমুল হোসেন।

অধ্যাপক ড. সায়মা হক বিদিশা কারিগরি শিক্ষার প্রতি ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের আরও আগ্রহী করে তুলতে বিভিন্ন টেকনিক্যাল ও ভোকেশনাল ইনস্টিটিউটে দক্ষ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক নিয়োগের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, কারিগরি শিক্ষার ব্যাপারে মানুষের অনীহা দূর করতে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। নতুন নতুন টেকনোলজির সঙ্গে সামঞ্জস্য রেখে মূলধারার কারিকুলামকে আরও সমৃদ্ধ করতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পাকিস্তানকে ৮৮ রানে হারিয়েছে ভারত
ঢাকা মহানগরীতে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ৫হাজার ৫৫৮টি মামলা নিষ্পত্তি
আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ
পটুয়াখালীর বাউফলে মা ইলিশ রক্ষায় দিনভর অভিযান
কঠিন চীবর দানোৎসব উপলক্ষে ধর্ম উপদেষ্টার শুভেচ্ছা 
পটুয়াখালীর দশমিনায় মা ইলিশ রক্ষায় প্রশাসনের অভিযান
তিস্তা নদীতে রেড অ্যালার্ট : বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপরে পানি
শেখ হাসিনাকে ফেরত দেয়া ছাড়া ভারত প্রত্যাশিত আচরণ পাবে না : সারজিস আলম
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সিঙ্গেল ইউজ প্লাস্টিকমুক্ত ঘোষণা
বাংলাদেশকে ১৪৪ রানের টার্গেট দিল আফগানিস্তান
১০