চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে দুটি জাহাজের মধ্যে সংঘর্ষ

বাসস
প্রকাশ: ০৪ মার্চ ২০২৫, ২০:২৭
চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে দুটি জাহাজের মধ্যে সংঘর্ষ। ছবি: বাসস

চট্টগ্রাম, ৪ মার্চ, ২০২৫ (বাসস): চট্টগ্রাম সমুদ্র বন্দরের বহির্নোঙর এলাকায় দুটি বিদেশি জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। নোঙ্গরে থাকা বেলিজের পতাকাবাহী একটি ট্যাঙ্কারের সঙ্গে পানামার পতাকাবাহী একটি কন্টেইনার জাহাজে সংর্ঘষের এই ঘটনা ঘটেছে। এতে কন্টেইনারবাহী জাহাজের আংশিক ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার (৪ মার্চ) বেলা ১২টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। এতে কনটেইনারবাহী জাহাজের আংশিক ক্ষতি হয়। পরে বন্দরের ৪টি টাগবোটের সহায়তায় বিকেল সাড়ে ৪টার দিকে জাহাজ দুটিকে নিরাপদে সরিয়ে ফেলা হয়।

দুর্ঘটনার কবলে পড়া জাহাজ দুটি হল- অয়েল ট্যাংকার এমটি রিনে এবং কনটেইনারবাহী ইয়াং ইউই-১১। এরমধ্যে এমটি রিনে বেলিজের পতাকাবাহী এবং ইয়াং ইউই-১১ পানামার পতাকাবাহী।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক জানান, অয়েল ট্যাংকারটি নোঙর করা অবস্থায় ছিল। কনটেইনারবাহী জাহাজের সঙ্গে সংঘর্ষ হলে অয়েল ট্যাংকারটির নোঙরের ক্যাবলের সঙ্গে অপরটির প্রোপেলার আটকে যায়। খবর পেয়ে বন্দরের টাগবোট কান্ডারি ১০, কান্ডারি ৪, বিএলভি লুসাই এবং পাইলট ভেসেল ঘটনাস্থলে প্রেরণ করা হয়। বন্দরের অভিজ্ঞ পাইলট ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত একটি দলের প্রচেষ্টায় জাহাজ দুটিকে মুক্ত করে নিরাপদে সরিয়ে নেওয়া হয়।

বর্তমানে বহির্নোঙরের চ্যানেলে জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে এবং বন্দরের সব কার্যক্রম নিরাপদে সম্পন্ন হচ্ছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রধান উপদেষ্টার সঙ্গে সানওয়ে গ্রুপের চেয়ারম্যানের সাক্ষাৎ
বকশীগঞ্জের সাবেক মেয়র নজরুল ইসলাম উত্তরা থেকে গ্রেফতার
বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকীতে দেশব্যাপী দোয়া শুক্রবার
ভোলাগঞ্জে অবৈধ পাথর উত্তোলনের ঘটনায় দুদকের অভিযান
‘জিন্দা লাশ হয়ে বেঁচে আছি, ছেলে হত্যার বিচার চাই’ : ট্রাইব্যুনালে সাক্ষ্য
দক্ষিণ কোরিয়ার সাবেক ফার্স্ট লেডি কিম গ্রেপ্তার
রাঙ্গামাটিতে জন্ম নিবন্ধন বিষয়ক সভা
গোপালগঞ্জে এনসিপি’র কর্মসূচিকে ঘিরে সহিংসতার ঘটনায় তদন্ত শুরু
ডাকসু’র সাবেক ভিপি মাহফুজা খানমের কফিনে শ্রদ্ধা নিবেদন, ঢাবি উপাচার্যের শোক
ডিজিটাল মাধ্যমে সক্রিয় থেকে অপতথ্যের মোকাবিলা করুন : তথ্য সচিব
১০