কলমাকান্দায় দুই নারীর মরদেহ উদ্ধার

বাসস
প্রকাশ: ০৪ মার্চ ২০২৫, ২১:৪২

নেত্রকোনা (হাওরাঞ্চল), ৪ মার্চ, ২০২৫ (বাসস) : জেলার কলমাকান্দা উপজেলায় পৃথক স্থান থেকে দুই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

উদ্ধারকৃত মৃতদেহ দুটির একজন হলেন গৃহবধূ লিজা আক্তার (২০)। তিনি কলমাকান্দা সদর ইউনিয়নের শিংপুর গ্রামের এহসানুল হক মিলনের দ্বিতীয় স্ত্রী এবং অপরজন এক সন্তানের জননী নুরুন্নাহার (২৩)। তিনি কলমাকান্দার সীমান্তবর্তী এলাকা লেংগুরার তারানগর গ্রামের মো. মিজানুর রহমানের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় আঠারো মাস আগে লিজার আক্তারের সাথে এহসানুল হক মিলনের বিয়ে হয়। বিয়ের পর থেকে কলমাকান্দা মধ্য বাজারে একটি ফ্ল্যাট বাসায় ভাড়া থাকতেন লিজা।

মঙ্গলবার দুপুরের দিকে ঘরের দরজা বন্ধ এবং লিজা আক্তারের সাড়া না পেয়ে পুলিশকে খবর দেয় পরিবারের লোকজন। পরে ঘরের দরজা ভেঙে রান্না ঘরের জানালার গ্রীলের সাথে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় লিজার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

এদিকে প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়া নুরুন্নাহারকে সেহরির সময় ঘরের আড়ার সাথে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় দেখতে পায় পরিবারের সদস্যরা।

দুই নারীর মৃতদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় পৃথক দুটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রধান উপদেষ্টার সঙ্গে সানওয়ে গ্রুপের চেয়ারম্যানের সাক্ষাৎ
বকশীগঞ্জের সাবেক মেয়র নজরুল ইসলাম উত্তরা থেকে গ্রেফতার
বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকীতে দেশব্যাপী দোয়া শুক্রবার
ভোলাগঞ্জে অবৈধ পাথর উত্তোলনের ঘটনায় দুদকের অভিযান
‘জিন্দা লাশ হয়ে বেঁচে আছি, ছেলে হত্যার বিচার চাই’ : ট্রাইব্যুনালে সাক্ষ্য
দক্ষিণ কোরিয়ার সাবেক ফার্স্ট লেডি কিম গ্রেপ্তার
রাঙ্গামাটিতে জন্ম নিবন্ধন বিষয়ক সভা
গোপালগঞ্জে এনসিপি’র কর্মসূচিকে ঘিরে সহিংসতার ঘটনায় তদন্ত শুরু
ডাকসু’র সাবেক ভিপি মাহফুজা খানমের কফিনে শ্রদ্ধা নিবেদন, ঢাবি উপাচার্যের শোক
ডিজিটাল মাধ্যমে সক্রিয় থেকে অপতথ্যের মোকাবিলা করুন : তথ্য সচিব
১০