পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

বাসস
প্রকাশ: ০২ এপ্রিল ২০২৫, ১২:২৬

পটুয়াখালী, ২ এপ্রিল, ২০২৫ (বাসস): জেলার গলাচিপায় গতরাতে সড়ক দুর্ঘটনায় তামিম তালুকদার (২০) নামে এক যুবক নিহত  হয়েছে।

মৃত তামিম তালুকদার উপজেলার কালিকাপুর মাটিভাঙ্গা এলাকার এনামুল তালুকদারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান,   মঙ্গলবার রাত ৯টার দিকে  তামিম তালুকদার মোটরসাইকেল নিয়ে  দেওয়ানবাজার যাচ্ছিল। ওই মোটরসাইকেলে তিনজন আরোহী ছিল। এসময় দেওয়ানবাজার সড়কে একটি টমটমের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়।

এতে মোটরসাইকেলে বসা তিনজনই গুরুতর আহত হয়। আশেপাশের লোকজন দ্রুত তাদের উদ্ধার করে গলাচিপা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তামিম তালুকদারকে মৃত ঘোষণা  করেন।

অন্য আহতদের বরিশাল মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা আরও জানায়, ঘটনার সময় মোটরসাইকেলটি বেপরোয়া গতিতে চলছিল। সামনে টমটম দেখেও তারা গতি নিয়ন্ত্রণ করেনি। ফলে সংঘর্ষ ঘটে।

এ বিষয়ে গলাচিপা থানার ইন্সপেক্টর তদন্ত হিরন শিকদার বলেন, তামিমের মৃত্যুর বিষয়ে পরিবারের কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অভিযানে ২ লাখ ৮৫ হাজার টাকা রাজস্ব আদায় করেছে চসিক
গভীর সমুদ্রে ভাসতে থাকা ১৭ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড
অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদ মর্যাদার ১৪ কর্মকর্তা বদলি
ডাকসু নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ঢাবি উপাচার্যের ধন্যবাদ ও কৃতজ্ঞতা
বাণিজ্য চুক্তি চূড়ান্তকরণ ও শুল্ক কমানো নিয়ে আলোচনা করতে আগামী সপ্তাহে ঢাকায় আসছে মার্কিন বাণিজ্য প্রতিনিধিদল
কক্সবাজারে পুলিশের টহল টিমে হামলার ঘটনায় ২ জন গ্রেফতার, অস্ত্র উদ্ধার
চলতি মাসেই নির্বাচনে অংশীজনের সঙ্গে সংলাপে বসবে ইসি
সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ বাড়লো আরও ৬০ দিন
সিলেটে শারদীয় দুর্গাপূজা-২০২৫ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
হংকংয়ের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
১০