পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

বাসস
প্রকাশ: ০২ এপ্রিল ২০২৫, ১২:২৬

পটুয়াখালী, ২ এপ্রিল, ২০২৫ (বাসস): জেলার গলাচিপায় গতরাতে সড়ক দুর্ঘটনায় তামিম তালুকদার (২০) নামে এক যুবক নিহত  হয়েছে।

মৃত তামিম তালুকদার উপজেলার কালিকাপুর মাটিভাঙ্গা এলাকার এনামুল তালুকদারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান,   মঙ্গলবার রাত ৯টার দিকে  তামিম তালুকদার মোটরসাইকেল নিয়ে  দেওয়ানবাজার যাচ্ছিল। ওই মোটরসাইকেলে তিনজন আরোহী ছিল। এসময় দেওয়ানবাজার সড়কে একটি টমটমের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়।

এতে মোটরসাইকেলে বসা তিনজনই গুরুতর আহত হয়। আশেপাশের লোকজন দ্রুত তাদের উদ্ধার করে গলাচিপা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তামিম তালুকদারকে মৃত ঘোষণা  করেন।

অন্য আহতদের বরিশাল মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা আরও জানায়, ঘটনার সময় মোটরসাইকেলটি বেপরোয়া গতিতে চলছিল। সামনে টমটম দেখেও তারা গতি নিয়ন্ত্রণ করেনি। ফলে সংঘর্ষ ঘটে।

এ বিষয়ে গলাচিপা থানার ইন্সপেক্টর তদন্ত হিরন শিকদার বলেন, তামিমের মৃত্যুর বিষয়ে পরিবারের কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মুক্তিযুদ্ধের চেতনার নামে অর্থ আত্মসাত ও মুক্তিযোদ্ধা গেজেটভুক্তিতে ঘুষ দাবি : দুদকের অভিযান
শ্রম অধিকার শক্তিশালী করে দেশকে মর্যাদাকর হিসেবে উপস্থাপন করা সম্ভব : শ্রম সংস্কার কমিশন
বিশ্বব্যাপী শান্তিরক্ষায় বাংলাদেশি শান্তিরক্ষীরা নিজেদের দক্ষতা প্রমাণে সমর্থ হয়েছেন: আইজিপি
মাদ্রাসা ছাত্র হত্যা মামলায় সাবেক এমপি মনু কারাগারে
গণ-অভ্যুত্থান ও শ্রমিক আন্দোলনে নিহতদের ‘শহীদ’ স্বীকৃতি দেওয়ার সুপারিশ
সকল শ্রমিকের আইনি সুরক্ষা ও স্বীকৃতির সুপারিশ
স্বাধীনতা কাপ ভলিবলের সেমিফাইনালে বিমান-আনসার, বিকেএসপি-বিদ্যুৎ উন্নয়ন বোর্ড
ঢাকায় ইইউভুক্ত দেশের জন্য ভিসা সেন্টার খোলার অনুরোধ স্বরাষ্ট্র উপদেষ্টার
পোপ ফ্রান্সিসের মৃত্যুতে স্পেনে ৩ দিনের শোক 
ঢাকায় আঞ্চলিক উচ্চশিক্ষা সম্মেলন ডিসেম্বরে: ইউজিসি
১০