বুড়াগৌরাঙ্গ নদ থেকে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

বাসস
প্রকাশ: ০২ এপ্রিল ২০২৫, ১৩:৩৬

পটুয়াখালী, ২ এপ্রিল, ২০২৫ (বাসস) : জেলার গলাচিপা উপজেলার বুড়াগৌরাঙ্গ নদ থেকে নিখোঁজের প্রায় ১৮ ঘন্টা পর জামাল (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

জামাল উপজেলার রতনদী-তালতলী ইউনিয়নের দক্ষিণ নিমহাওলা গ্রামের কালাম শরীফের ছেলে।

গতকাল মঙ্গলবার বিকেল ৫টার দিকে বুড়াগৌরাঙ্গ নদে ট্রলার ডুবির পর থেকে সে নিখোঁজ ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানায়, একদল যুবকের সঙ্গে ঈদ উপলক্ষে পাশের উপজেলা দশমিনার পাতারচরে ফুটবল খেলতে  যায় জামাল। খেলা শেষে ট্রলারে করে ফেরার পথে পাতাবুনিয়া গ্রামের কাছাকাছি বুড়াগৌরাঙ্গ নদে ঢেউয়ের কবলে পড়ে ট্রলারটি হঠাৎ ডুবে যায়।

ট্রলারে থাকা ২০-২৫ জন যাত্রীর মধ্যে সবাই সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও জামাল (২৫) নামের ওই যুবক নিখোঁজ হয়। নিখোঁজের পরই স্থানীয়রা উদ্ধারকাজ শুরু করে।

জানা যায়, ট্রলারটি ছোট এবং অতিরিক্ত যাত্রী বহন করায় এটি ডুবে যায়।

এ বিষয়ে রতনদী তালতলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. মাসুম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে স্থানীয়রা উদ্ধার কার্যক্রম চালিয়েছে। পরে স্থানীয়দের সঙ্গে ফায়ার সার্ভিস সদস্যরাও উদ্ধার কাজ চালিয়েছে। তবে রাতভর চেষ্টা করেও জামালের খোঁজ মেলেনি। পরে আজ বুধবার বেলা এগারোটার দিকে তার লাশ পাওয়া যায়।

এ বিষয়ে গলাচিপা থানার ইন্সপেক্টর তদন্ত হিরন শিকদার জানান, জামালের লাশ উদ্ধার হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নরসিংদীতে পাঁচ দিনব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ উদ্বোধন
অ্যাপেনডিক্সের অপারেশন শেষে সুস্থ আছেন সংস্কৃতি উপদেষ্টা
জামায়াতের উদ্যোগে জাতীয় সেমিনার অনুষ্ঠিত
সুনামগঞ্জে দ্রুত ও কার্যকরভাবে জনগণের দোরগোড়ায় ভূমিসেবা পৌঁছে দিতে সেমিনার
নারীর মুক্তি ও সমতার জন্য অন্তর থেকে পরিবর্তন আনতে হবে : মঈন খান
বোয়ালখালীতে একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা প্রদান
বেগম খালেদা জিয়া দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতীক : মেয়র শাহাদাত হোসেন
বিদেশে ৪০ হাজার কোটি টাকার চুরি হওয়া সম্পদের সন্ধান মিলেছে : সিএকে এনবিআরের সিআইসি প্রধান
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৬২৯ জন
দেশ যেন চরমপন্থী ও মৌলবাদের অভয়ারণ্য হয়ে উঠতে না পারে : তারেক রহমান 
১০