বুড়াগৌরাঙ্গ নদ থেকে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

বাসস
প্রকাশ: ০২ এপ্রিল ২০২৫, ১৩:৩৬

পটুয়াখালী, ২ এপ্রিল, ২০২৫ (বাসস) : জেলার গলাচিপা উপজেলার বুড়াগৌরাঙ্গ নদ থেকে নিখোঁজের প্রায় ১৮ ঘন্টা পর জামাল (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

জামাল উপজেলার রতনদী-তালতলী ইউনিয়নের দক্ষিণ নিমহাওলা গ্রামের কালাম শরীফের ছেলে।

গতকাল মঙ্গলবার বিকেল ৫টার দিকে বুড়াগৌরাঙ্গ নদে ট্রলার ডুবির পর থেকে সে নিখোঁজ ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানায়, একদল যুবকের সঙ্গে ঈদ উপলক্ষে পাশের উপজেলা দশমিনার পাতারচরে ফুটবল খেলতে  যায় জামাল। খেলা শেষে ট্রলারে করে ফেরার পথে পাতাবুনিয়া গ্রামের কাছাকাছি বুড়াগৌরাঙ্গ নদে ঢেউয়ের কবলে পড়ে ট্রলারটি হঠাৎ ডুবে যায়।

ট্রলারে থাকা ২০-২৫ জন যাত্রীর মধ্যে সবাই সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও জামাল (২৫) নামের ওই যুবক নিখোঁজ হয়। নিখোঁজের পরই স্থানীয়রা উদ্ধারকাজ শুরু করে।

জানা যায়, ট্রলারটি ছোট এবং অতিরিক্ত যাত্রী বহন করায় এটি ডুবে যায়।

এ বিষয়ে রতনদী তালতলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. মাসুম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে স্থানীয়রা উদ্ধার কার্যক্রম চালিয়েছে। পরে স্থানীয়দের সঙ্গে ফায়ার সার্ভিস সদস্যরাও উদ্ধার কাজ চালিয়েছে। তবে রাতভর চেষ্টা করেও জামালের খোঁজ মেলেনি। পরে আজ বুধবার বেলা এগারোটার দিকে তার লাশ পাওয়া যায়।

এ বিষয়ে গলাচিপা থানার ইন্সপেক্টর তদন্ত হিরন শিকদার জানান, জামালের লাশ উদ্ধার হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
স্থানীয় সরকার বিশেষজ্ঞ অধ্যাপক তোফায়েল আহমেদ আর নেই
জিয়াউর রহমানের সমাধি জিয়ারত করলেন বেগম খালেদা জিয়া
‘নতুন কুঁড়ি’ ঢাকা পর্বে রাজশাহীর ১২০ প্রতিযোগী মনোনীত
শ্রমিকদের বেতন-মজুরি প্রদানের দায়িত্ব মালিকদের: শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা
আগামী নির্বাচনে পোস্টাল ব্যালটে গোপনীয়তা অটুট থাকবে: ফয়েজ আহমদ তৈয়্যব
ওমানে সড়ক দুর্ঘটনায় আট বাংলাদেশি শ্রমিক নিহত
গুমের সত্য উন্মোচনে প্রামাণ্যচিত্র প্রকাশ করল গুম কমিশন
সরকার দেশের কর ব্যবস্থা আরও স্বচ্ছ ও ব্যবসা বান্ধব করতে কাজ করছে: এনবিআর চেয়ারম্যান
ফিলিস্তিনিদের অদম্য স্পৃহা একদিন তাঁদের মুক্তি এনে দেবে: পরিবেশ উপদেষ্টা
সুরের মূর্ছনায় লালবাগ কেল্লায় ওস্তাদ আলাউদ্দিন খাঁ'র ১৬৩তম জন্মবার্ষিকী উদ্‌যাপন
১০