বুড়াগৌরাঙ্গ নদ থেকে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

বাসস
প্রকাশ: ০২ এপ্রিল ২০২৫, ১৩:৩৬

পটুয়াখালী, ২ এপ্রিল, ২০২৫ (বাসস) : জেলার গলাচিপা উপজেলার বুড়াগৌরাঙ্গ নদ থেকে নিখোঁজের প্রায় ১৮ ঘন্টা পর জামাল (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

জামাল উপজেলার রতনদী-তালতলী ইউনিয়নের দক্ষিণ নিমহাওলা গ্রামের কালাম শরীফের ছেলে।

গতকাল মঙ্গলবার বিকেল ৫টার দিকে বুড়াগৌরাঙ্গ নদে ট্রলার ডুবির পর থেকে সে নিখোঁজ ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানায়, একদল যুবকের সঙ্গে ঈদ উপলক্ষে পাশের উপজেলা দশমিনার পাতারচরে ফুটবল খেলতে  যায় জামাল। খেলা শেষে ট্রলারে করে ফেরার পথে পাতাবুনিয়া গ্রামের কাছাকাছি বুড়াগৌরাঙ্গ নদে ঢেউয়ের কবলে পড়ে ট্রলারটি হঠাৎ ডুবে যায়।

ট্রলারে থাকা ২০-২৫ জন যাত্রীর মধ্যে সবাই সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও জামাল (২৫) নামের ওই যুবক নিখোঁজ হয়। নিখোঁজের পরই স্থানীয়রা উদ্ধারকাজ শুরু করে।

জানা যায়, ট্রলারটি ছোট এবং অতিরিক্ত যাত্রী বহন করায় এটি ডুবে যায়।

এ বিষয়ে রতনদী তালতলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. মাসুম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে স্থানীয়রা উদ্ধার কার্যক্রম চালিয়েছে। পরে স্থানীয়দের সঙ্গে ফায়ার সার্ভিস সদস্যরাও উদ্ধার কাজ চালিয়েছে। তবে রাতভর চেষ্টা করেও জামালের খোঁজ মেলেনি। পরে আজ বুধবার বেলা এগারোটার দিকে তার লাশ পাওয়া যায়।

এ বিষয়ে গলাচিপা থানার ইন্সপেক্টর তদন্ত হিরন শিকদার জানান, জামালের লাশ উদ্ধার হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অভিযানে ২ লাখ ৮৫ হাজার টাকা রাজস্ব আদায় করেছে চসিক
গভীর সমুদ্রে ভাসতে থাকা ১৭ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড
অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদ মর্যাদার ১৪ কর্মকর্তা বদলি
ডাকসু নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ঢাবি উপাচার্যের ধন্যবাদ ও কৃতজ্ঞতা
বাণিজ্য চুক্তি চূড়ান্তকরণ ও শুল্ক কমানো নিয়ে আলোচনা করতে আগামী সপ্তাহে ঢাকায় আসছে মার্কিন বাণিজ্য প্রতিনিধিদল
কক্সবাজারে পুলিশের টহল টিমে হামলার ঘটনায় ২ জন গ্রেফতার, অস্ত্র উদ্ধার
চলতি মাসেই নির্বাচনে অংশীজনের সঙ্গে সংলাপে বসবে ইসি
সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ বাড়লো আরও ৬০ দিন
সিলেটে শারদীয় দুর্গাপূজা-২০২৫ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
হংকংয়ের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
১০