বুড়াগৌরাঙ্গ নদ থেকে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

বাসস
প্রকাশ: ০২ এপ্রিল ২০২৫, ১৩:৩৬

পটুয়াখালী, ২ এপ্রিল, ২০২৫ (বাসস) : জেলার গলাচিপা উপজেলার বুড়াগৌরাঙ্গ নদ থেকে নিখোঁজের প্রায় ১৮ ঘন্টা পর জামাল (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

জামাল উপজেলার রতনদী-তালতলী ইউনিয়নের দক্ষিণ নিমহাওলা গ্রামের কালাম শরীফের ছেলে।

গতকাল মঙ্গলবার বিকেল ৫টার দিকে বুড়াগৌরাঙ্গ নদে ট্রলার ডুবির পর থেকে সে নিখোঁজ ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানায়, একদল যুবকের সঙ্গে ঈদ উপলক্ষে পাশের উপজেলা দশমিনার পাতারচরে ফুটবল খেলতে  যায় জামাল। খেলা শেষে ট্রলারে করে ফেরার পথে পাতাবুনিয়া গ্রামের কাছাকাছি বুড়াগৌরাঙ্গ নদে ঢেউয়ের কবলে পড়ে ট্রলারটি হঠাৎ ডুবে যায়।

ট্রলারে থাকা ২০-২৫ জন যাত্রীর মধ্যে সবাই সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও জামাল (২৫) নামের ওই যুবক নিখোঁজ হয়। নিখোঁজের পরই স্থানীয়রা উদ্ধারকাজ শুরু করে।

জানা যায়, ট্রলারটি ছোট এবং অতিরিক্ত যাত্রী বহন করায় এটি ডুবে যায়।

এ বিষয়ে রতনদী তালতলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. মাসুম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে স্থানীয়রা উদ্ধার কার্যক্রম চালিয়েছে। পরে স্থানীয়দের সঙ্গে ফায়ার সার্ভিস সদস্যরাও উদ্ধার কাজ চালিয়েছে। তবে রাতভর চেষ্টা করেও জামালের খোঁজ মেলেনি। পরে আজ বুধবার বেলা এগারোটার দিকে তার লাশ পাওয়া যায়।

এ বিষয়ে গলাচিপা থানার ইন্সপেক্টর তদন্ত হিরন শিকদার জানান, জামালের লাশ উদ্ধার হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রংপুরে টি২০ ক্রিকেট টুর্নামেন্টে সুপার ওভারে কিংসম্যান চ্যাম্পিয়ন
বাছাইপর্বের জন্য সানেকে দলে ফিরিয়েছে জার্মানী, নতুন মুখ এল মালা
সুনামগঞ্জে মরমী কবি রাধারমণ দত্তের প্রয়াণ দিবস উপলক্ষে প্রস্তুতিসভা
বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে গণসংযোগ
বরগুনায় যৌথ বাহিনীর অভিযানে জাটকা জব্দ 
হালদা নদীকে মৎস্য হেরিটেজ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি
৩ জেলায় ইটভাটায় অভিযান : ২৪ লাখ টাকা জরিমানা ও কারাদণ্ড
মোহাম্মদপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে আয়ারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অক্টোবর মাসে ২,৩২৪ টি ফৌজদারি ও ৩৪৩ টি ট্রাফিক মামলা নিষ্পত্তি করেছে
১০