চাঁদপুরে দুই মাদক বিক্রেতা গ্রেফতার

বাসস
প্রকাশ: ০২ এপ্রিল ২০২৫, ১৪:৪৮

চাঁদপুর, ২ এপ্রিল, ২০২৫ (বাসস) : জেলার মতলব উত্তর যৌথ বাহিনী অভিযান চালিয়ে মাদকসহ আকিল আহমেদ (৩৫) ও শামছুল হক (৩০) নামে তালিকাভুক্ত দুই মাদক বিক্রিতাকে গ্রেফতার করেছে।

মঙ্গলবার রাতে উপজেলার বেলতলি এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

বুধবার দুপুরে চাঁদপুর আর্মি ক্যাম্প থেকে এসব তথ্য নিশ্চিত করেন অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বেলতলী এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে এক কেজি গাঁজা, কল্কি ৭৫টি, দুটি বাটন মোবাইল, ওয়েট মেশিন একটি, ছুরি ৮টি, ১৪টি কাটার, গ্যাস লাইটার ১৪টি, হরিণের শিং একটি এবং নগদ ১৫০টাকা উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত দ্রব্যসামগ্রী এবং আটকদের মতলব উত্তর থানা পুলিশের  কাছে হস্তান্তর করা হয়েছে। গত বছর ৪ সেপ্টেম্বর থেকে যৌথ বাহিনীর নেতৃত্বে চাঁদপুরে সন্ত্রাসী, মাদক বিক্রেতা এবং অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মুক্তিযুদ্ধের চেতনার নামে অর্থ আত্মসাত ও মুক্তিযোদ্ধা গেজেটভুক্তিতে ঘুষ দাবি : দুদকের অভিযান
শ্রম অধিকার শক্তিশালী করে দেশকে মর্যাদাকর হিসেবে উপস্থাপন করা সম্ভব : শ্রম সংস্কার কমিশন
বিশ্বব্যাপী শান্তিরক্ষায় বাংলাদেশি শান্তিরক্ষীরা নিজেদের দক্ষতা প্রমাণে সমর্থ হয়েছেন: আইজিপি
মাদ্রাসা ছাত্র হত্যা মামলায় সাবেক এমপি মনু কারাগারে
গণ-অভ্যুত্থান ও শ্রমিক আন্দোলনে নিহতদের ‘শহীদ’ স্বীকৃতি দেওয়ার সুপারিশ
সকল শ্রমিকের আইনি সুরক্ষা ও স্বীকৃতির সুপারিশ
স্বাধীনতা কাপ ভলিবলের সেমিফাইনালে বিমান-আনসার, বিকেএসপি-বিদ্যুৎ উন্নয়ন বোর্ড
ঢাকায় ইইউভুক্ত দেশের জন্য ভিসা সেন্টার খোলার অনুরোধ স্বরাষ্ট্র উপদেষ্টার
পোপ ফ্রান্সিসের মৃত্যুতে স্পেনে ৩ দিনের শোক 
ঢাকায় আঞ্চলিক উচ্চশিক্ষা সম্মেলন ডিসেম্বরে: ইউজিসি
১০