নড়াইলে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

বাসস
প্রকাশ: ০২ এপ্রিল ২০২৫, ১৬:৩২
বুধবার নড়াইলে সরকারি মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। ছবি: বাসস

নড়াইল, ২ এপ্রিল, ২০২৫ (বাসস) : জেলায় আজ সরকারি মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

উষার আলো সূর্য সংঘের আয়োজনে বুধবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। উষার আলো সূর্য সংঘের সভাপতি মিনহাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য করেন ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক সুপ্রীমকোর্টের সিনিয়র অ্যাডভোকেট ড.ফরিদুজ্জামান ফরহাদ।বিশেষ অতিথি ছিলেন প্রকৌশলী আবুল কালাম, আলকুবা ট্রাষ্টের সভাপতি  অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস, নির্বাহী ম্যাজিষ্ট্রেট সঞ্জয় ঘোষ। জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কাজী মৌসুমী আফরোজের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এনপিপির প্রেসিডিয়াম সদস্য শরীফ মুনীর হোসেন, প্রভাষক নজরুল ইসলাম,স্কুল অফ সাইন্সের অধ্যক্ষ সাইফুল আব্দার, পাঁচগ্রাম ইউপি চেয়ারম্যান মো: সাইফুজ্জামান, উষার আলো সূর্য সংঘের সাধারণ সম্পাদক শাফায়াত উল্লাহ,উপদেষ্টা মো: শরিফুল ইসলাম, দীন ইসলাম, সোহেল রানাসহ উষার আলো সূর্য সংঘের সদস্যরা ।

সংবর্ধনা অনুষ্ঠানে জুলাই-আগষ্টের গণঅভূত্থানে নিহতদের রুহের মাগফেরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়।ঢাকা,যশোর, খুলনা,বরিশাল, রাজশাহী মেডিকেল কলেজসহ বিভিন্ন সরকারি মেডিকেল কলেজে অধ্যয়নরত এবং ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত জেলার প্রায় ১৫০ কৃতী শিক্ষার্থীকে ক্রেষ্ট ও সনদপত্র প্রদান করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অভিযানে ২ লাখ ৮৫ হাজার টাকা রাজস্ব আদায় করেছে চসিক
গভীর সমুদ্রে ভাসতে থাকা ১৭ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড
অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদ মর্যাদার ১৪ কর্মকর্তা বদলি
ডাকসু নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ঢাবি উপাচার্যের ধন্যবাদ ও কৃতজ্ঞতা
বাণিজ্য চুক্তি চূড়ান্তকরণ ও শুল্ক কমানো নিয়ে আলোচনা করতে আগামী সপ্তাহে ঢাকায় আসছে মার্কিন বাণিজ্য প্রতিনিধিদল
কক্সবাজারে পুলিশের টহল টিমে হামলার ঘটনায় ২ জন গ্রেফতার, অস্ত্র উদ্ধার
চলতি মাসেই নির্বাচনে অংশীজনের সঙ্গে সংলাপে বসবে ইসি
সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ বাড়লো আরও ৬০ দিন
সিলেটে শারদীয় দুর্গাপূজা-২০২৫ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
হংকংয়ের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
১০