নড়াইলে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

বাসস
প্রকাশ: ০২ এপ্রিল ২০২৫, ১৬:৩২
বুধবার নড়াইলে সরকারি মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। ছবি: বাসস

নড়াইল, ২ এপ্রিল, ২০২৫ (বাসস) : জেলায় আজ সরকারি মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

উষার আলো সূর্য সংঘের আয়োজনে বুধবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। উষার আলো সূর্য সংঘের সভাপতি মিনহাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য করেন ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক সুপ্রীমকোর্টের সিনিয়র অ্যাডভোকেট ড.ফরিদুজ্জামান ফরহাদ।বিশেষ অতিথি ছিলেন প্রকৌশলী আবুল কালাম, আলকুবা ট্রাষ্টের সভাপতি  অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস, নির্বাহী ম্যাজিষ্ট্রেট সঞ্জয় ঘোষ। জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কাজী মৌসুমী আফরোজের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এনপিপির প্রেসিডিয়াম সদস্য শরীফ মুনীর হোসেন, প্রভাষক নজরুল ইসলাম,স্কুল অফ সাইন্সের অধ্যক্ষ সাইফুল আব্দার, পাঁচগ্রাম ইউপি চেয়ারম্যান মো: সাইফুজ্জামান, উষার আলো সূর্য সংঘের সাধারণ সম্পাদক শাফায়াত উল্লাহ,উপদেষ্টা মো: শরিফুল ইসলাম, দীন ইসলাম, সোহেল রানাসহ উষার আলো সূর্য সংঘের সদস্যরা ।

সংবর্ধনা অনুষ্ঠানে জুলাই-আগষ্টের গণঅভূত্থানে নিহতদের রুহের মাগফেরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়।ঢাকা,যশোর, খুলনা,বরিশাল, রাজশাহী মেডিকেল কলেজসহ বিভিন্ন সরকারি মেডিকেল কলেজে অধ্যয়নরত এবং ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত জেলার প্রায় ১৫০ কৃতী শিক্ষার্থীকে ক্রেষ্ট ও সনদপত্র প্রদান করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নরসিংদীতে পাঁচ দিনব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ উদ্বোধন
অ্যাপেনডিক্সের অপারেশন শেষে সুস্থ আছেন সংস্কৃতি উপদেষ্টা
জামায়াতের উদ্যোগে জাতীয় সেমিনার অনুষ্ঠিত
সুনামগঞ্জে দ্রুত ও কার্যকরভাবে জনগণের দোরগোড়ায় ভূমিসেবা পৌঁছে দিতে সেমিনার
নারীর মুক্তি ও সমতার জন্য অন্তর থেকে পরিবর্তন আনতে হবে : মঈন খান
বোয়ালখালীতে একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা প্রদান
বেগম খালেদা জিয়া দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতীক : মেয়র শাহাদাত হোসেন
বিদেশে ৪০ হাজার কোটি টাকার চুরি হওয়া সম্পদের সন্ধান মিলেছে : সিএকে এনবিআরের সিআইসি প্রধান
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৬২৯ জন
দেশ যেন চরমপন্থী ও মৌলবাদের অভয়ারণ্য হয়ে উঠতে না পারে : তারেক রহমান 
১০