নড়াইলে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

বাসস
প্রকাশ: ০২ এপ্রিল ২০২৫, ১৬:৩২
বুধবার নড়াইলে সরকারি মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। ছবি: বাসস

নড়াইল, ২ এপ্রিল, ২০২৫ (বাসস) : জেলায় আজ সরকারি মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

উষার আলো সূর্য সংঘের আয়োজনে বুধবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। উষার আলো সূর্য সংঘের সভাপতি মিনহাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য করেন ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক সুপ্রীমকোর্টের সিনিয়র অ্যাডভোকেট ড.ফরিদুজ্জামান ফরহাদ।বিশেষ অতিথি ছিলেন প্রকৌশলী আবুল কালাম, আলকুবা ট্রাষ্টের সভাপতি  অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস, নির্বাহী ম্যাজিষ্ট্রেট সঞ্জয় ঘোষ। জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কাজী মৌসুমী আফরোজের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এনপিপির প্রেসিডিয়াম সদস্য শরীফ মুনীর হোসেন, প্রভাষক নজরুল ইসলাম,স্কুল অফ সাইন্সের অধ্যক্ষ সাইফুল আব্দার, পাঁচগ্রাম ইউপি চেয়ারম্যান মো: সাইফুজ্জামান, উষার আলো সূর্য সংঘের সাধারণ সম্পাদক শাফায়াত উল্লাহ,উপদেষ্টা মো: শরিফুল ইসলাম, দীন ইসলাম, সোহেল রানাসহ উষার আলো সূর্য সংঘের সদস্যরা ।

সংবর্ধনা অনুষ্ঠানে জুলাই-আগষ্টের গণঅভূত্থানে নিহতদের রুহের মাগফেরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়।ঢাকা,যশোর, খুলনা,বরিশাল, রাজশাহী মেডিকেল কলেজসহ বিভিন্ন সরকারি মেডিকেল কলেজে অধ্যয়নরত এবং ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত জেলার প্রায় ১৫০ কৃতী শিক্ষার্থীকে ক্রেষ্ট ও সনদপত্র প্রদান করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আদালতের রায়ে ক্ষমতাচ্যুত হলেন দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন
৫ মিলিয়ন ডলারের ‘গোল্ড কার্ড’ ভিসা উন্মোচন করলেন ট্রাম্প
মাদক বহনের দায়ে গ্রেফতার কির্টন
চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত 
উৎসবমুখর পরিবেশে সাইকেল লেন দিবস উদযাপিত
বাংলাদেশ ও ভারতের সরকার প্রধানের বৈঠক 'আশার আলো' তৈরি করছে: মির্জা ফখরুল
সাতক্ষীরায় দর্শনার্থীদের পদচারনায় মুখরিত রূপসী ম্যানগ্রোভ ফরেস্ট
পরিবার পরিকল্পনা বিভাগের টিম ওয়ার্ক, ঈদের বন্ধে চট্টগ্রামে ১০৭টি নরমাল ডেলিভারি সম্পন্ন
প্রধান উপদেষ্টা থাইল্যান্ডকে ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান জানিয়েছেন 
নাগরিক সুবিধা নিশ্চিত করতে রাজনীতির আমূল পরিবর্তন করতে চায় এবি পার্টি
১০