গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

বাসস
প্রকাশ: ০২ এপ্রিল ২০২৫, ১৮:৪৪

গোপালগঞ্জ, ২ এপ্রিল ২০২৫ (বাসস) : জেলার কাশিয়ানী উপজেলায় আজ সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত একব্যক্তির (বয়স আনুমানিক ৬০ বছর) মৃত্যু হয়েছে। 

আজ বুধবার সকালে উপজেলার সাজাইল ইউনিয়নের মাজড়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে।

ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ জানান, জেলার কাশিয়ানী উপজেলার মাজড়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের পাশে আহত অবস্থায় সকাল ৭টার দিকে একব্যক্তিকে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে একব্যক্তিকে উদ্ধার করে প্রথমে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। পরে উন্নত চিকিৎসা জন্য ওই ব্যক্তিকে গোপালগঞ্জ ২৫০-শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরে, সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তির মৃত্যু হয়।

তিনি আরও জানান, বুধবার সকালে দ্রুতগামী কোনো গাড়ির ধাক্কায় আহত হয়ে অজ্ঞাত ওইব্যক্তি সড়কের পাশে পড়ে ছিলেন বলে ধারণা করা হচ্ছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য নিহত ব্যক্তির মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অভিযানে ২ লাখ ৮৫ হাজার টাকা রাজস্ব আদায় করেছে চসিক
গভীর সমুদ্রে ভাসতে থাকা ১৭ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড
অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদ মর্যাদার ১৪ কর্মকর্তা বদলি
ডাকসু নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ঢাবি উপাচার্যের ধন্যবাদ ও কৃতজ্ঞতা
বাণিজ্য চুক্তি চূড়ান্তকরণ ও শুল্ক কমানো নিয়ে আলোচনা করতে আগামী সপ্তাহে ঢাকায় আসছে মার্কিন বাণিজ্য প্রতিনিধিদল
কক্সবাজারে পুলিশের টহল টিমে হামলার ঘটনায় ২ জন গ্রেফতার, অস্ত্র উদ্ধার
চলতি মাসেই নির্বাচনে অংশীজনের সঙ্গে সংলাপে বসবে ইসি
সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ বাড়লো আরও ৬০ দিন
সিলেটে শারদীয় দুর্গাপূজা-২০২৫ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
হংকংয়ের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
১০