ব্রাহ্মণবাড়িয়ায় ‘টিকটক’ করতে গিয়ে ট্রেনের ছাদ থেকে পড়ে দুজন নিহত

বাসস
প্রকাশ: ০২ এপ্রিল ২০২৫, ১৮:৪৫

ব্রাহ্মণবাড়িয়া, ২ এপ্রিল ২০২৫, (বাসস) : জেলার আখাউড়া উপজেলায় আজ ‘টিকটক’ করতে গিয়ে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে আবদুল কাইয়ুম (২৪) ও তারেক (২২) নামে দুইব্যক্তি নিহত হয়েছেন। 

আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের গঙ্গাসাগর ব্রিজ এলাকায় চট্টগ্রাম থেকে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে পড়ে এ ঘটনা ঘটে। 

নিহত আবদুল কাইয়ুম কুমিল্লা জেলার দেবিদ্বার এলাকার করিম মিয়ার ছেলে এবং তারেকের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলায়। এ ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন।

রেল পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি গঙ্গাসাগর ব্রিজ এলাকা অতিক্রম করার সময় ট্রেনের ছাদে নিহত দু’জন-সহ চার যুবক ‘টিকটক’ ভিডিও করছিলেন। এ সময় ব্রিজের ওপর থাকা তারের সাথে জড়িয়ে তারা ছিঁটকে পড়েন ব্রিজের নিচে। এতে ঘটনাস্থলেই আবদুল কাইয়ুম নিহত হন। আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তারেক মারা যান।

‘টিকটক’ করার সময় চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে দু’জনের মৃত্যুর ঘটনা নিশ্চিত করে আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন খন্দকার জানান, নিহতদের পরিবারকে খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অভিযানে ২ লাখ ৮৫ হাজার টাকা রাজস্ব আদায় করেছে চসিক
গভীর সমুদ্রে ভাসতে থাকা ১৭ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড
অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদ মর্যাদার ১৪ কর্মকর্তা বদলি
ডাকসু নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ঢাবি উপাচার্যের ধন্যবাদ ও কৃতজ্ঞতা
বাণিজ্য চুক্তি চূড়ান্তকরণ ও শুল্ক কমানো নিয়ে আলোচনা করতে আগামী সপ্তাহে ঢাকায় আসছে মার্কিন বাণিজ্য প্রতিনিধিদল
কক্সবাজারে পুলিশের টহল টিমে হামলার ঘটনায় ২ জন গ্রেফতার, অস্ত্র উদ্ধার
চলতি মাসেই নির্বাচনে অংশীজনের সঙ্গে সংলাপে বসবে ইসি
সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ বাড়লো আরও ৬০ দিন
সিলেটে শারদীয় দুর্গাপূজা-২০২৫ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
হংকংয়ের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
১০