ব্রাহ্মণবাড়িয়ায় ‘টিকটক’ করতে গিয়ে ট্রেনের ছাদ থেকে পড়ে দুজন নিহত

বাসস
প্রকাশ: ০২ এপ্রিল ২০২৫, ১৮:৪৫

ব্রাহ্মণবাড়িয়া, ২ এপ্রিল ২০২৫, (বাসস) : জেলার আখাউড়া উপজেলায় আজ ‘টিকটক’ করতে গিয়ে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে আবদুল কাইয়ুম (২৪) ও তারেক (২২) নামে দুইব্যক্তি নিহত হয়েছেন। 

আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের গঙ্গাসাগর ব্রিজ এলাকায় চট্টগ্রাম থেকে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে পড়ে এ ঘটনা ঘটে। 

নিহত আবদুল কাইয়ুম কুমিল্লা জেলার দেবিদ্বার এলাকার করিম মিয়ার ছেলে এবং তারেকের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলায়। এ ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন।

রেল পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি গঙ্গাসাগর ব্রিজ এলাকা অতিক্রম করার সময় ট্রেনের ছাদে নিহত দু’জন-সহ চার যুবক ‘টিকটক’ ভিডিও করছিলেন। এ সময় ব্রিজের ওপর থাকা তারের সাথে জড়িয়ে তারা ছিঁটকে পড়েন ব্রিজের নিচে। এতে ঘটনাস্থলেই আবদুল কাইয়ুম নিহত হন। আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তারেক মারা যান।

‘টিকটক’ করার সময় চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে দু’জনের মৃত্যুর ঘটনা নিশ্চিত করে আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন খন্দকার জানান, নিহতদের পরিবারকে খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নরসিংদীতে পাঁচ দিনব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ উদ্বোধন
অ্যাপেনডিক্সের অপারেশন শেষে সুস্থ আছেন সংস্কৃতি উপদেষ্টা
জামায়াতের উদ্যোগে জাতীয় সেমিনার অনুষ্ঠিত
সুনামগঞ্জে দ্রুত ও কার্যকরভাবে জনগণের দোরগোড়ায় ভূমিসেবা পৌঁছে দিতে সেমিনার
নারীর মুক্তি ও সমতার জন্য অন্তর থেকে পরিবর্তন আনতে হবে : মঈন খান
বোয়ালখালীতে একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা প্রদান
বেগম খালেদা জিয়া দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতীক : মেয়র শাহাদাত হোসেন
বিদেশে ৪০ হাজার কোটি টাকার চুরি হওয়া সম্পদের সন্ধান মিলেছে : সিএকে এনবিআরের সিআইসি প্রধান
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৬২৯ জন
দেশ যেন চরমপন্থী ও মৌলবাদের অভয়ারণ্য হয়ে উঠতে না পারে : তারেক রহমান 
১০