বান্দরবানে ভিড় করছেন পর্যটকরা

বাসস
প্রকাশ: ০২ এপ্রিল ২০২৫, ১৯:৩৪
ছবি : বাসস

।। সৈকত দাশ ।।

বান্দরবান, ২ এপ্রিল ২০২৫ (বাসস) : ঈদ মানে আনন্দ। আর ঈদের ছুটিতে পাহাড়ঘেরা পাথর-পানির খেলা কিংবা মেঘ আর পাহাড়ের মনভোলানো দৃশ্যপট দেখতে বান্দরবানের নীলগিরি- নীলাচল- শৈলপ্রপাত আর মেঘলায় ভীড় করছেন পর্যটকেরা। 

সকালের দিকে পর্যটনকেন্দ্রগুলোতে উপস্থিতি কম দেখা গেলও বিকেল হতেই পর্যটনকেন্দ্রে ভীড় করছেন সবাই। মনের খুশিতে কেউ চড়ছেন মেঘলার ক্যাবল কারে, কেউ ঝুলন্ত ব্রিজে দাঁড়িয়ে সুন্দর সময়টুকু ক্যামরায় বন্দী করছেন।  

সরেজমিন দেখা যায়, সকাল এবং দুপুরের দিকে পর্যটন কেন্দ্রগুলোতে মানুষের উপস্থিতি কম। তবে বেলা তিনটার পর থেকে সেই ভিড় বাড়তে থাকে। বিকেল বেলা কানায় কানায় পরিপূর্ণ থাকে পর্যটনকেন্দ্র নীলাচল এবং মেঘলা। এখানে এসে নিজেকে ক্যামরার ফ্রেমে বন্দী করছেন কেউ কেউ। আবার অনেকে দলবদ্ধ হয়ে কণ্ঠ মিলিয়ে গান করছেন। ছোট ছোট শিশুরা চড়ছে দোলনায়। 

পর্যটনকেন্দ্রে থাকা হস্তশিল্প ও তাঁতের দোকানগুলোতে ভীড় করছেন অনেকে। কিনে নিয়ে যাচ্ছেন তাঁত বস্ত্র এবং সৌখিন পণ্য। পড়ন্ত বিকেলে সূর্যাস্তের লাল আভাময় আকাশটারও ছবি তুলছেন অনেকে।

বান্দরবানের মেঘলা পর্যটনকেন্দ্রে বেড়াতে আসা প্রবাসী সাইফুল আলম জানান, সুন্দর প্রাকৃতিক পরিবেশে ঈদকে আনন্দময় করার জন্য এবার বান্দরবানে এসেছেন।

নীলাচল পর্যটনকেন্দ্রে বেড়াতে আসা ব্যাংকার জাকিয়া সুলতানা জানান, প্রকৃতির অপার সৌন্দর্য্য এখানে। নারায়ণগঞ্জ থেকে তারা স্বপরিবারে বান্দরবানে বেড়াতে এসেছেন। 

বান্দরবান রেসিডেন্সিয়াল হোটেল রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. সিরাজুল ইসলাম বলেন, এবার বিপুল সংখ্যক পর্যটক বান্দরবানে বেড়াতে আসছেন। হোটেলগুলো শতভাগ বুকিং হয়ে গেছে। 

তবে, নিরাপত্তার কথা বিবেচনা করে বান্দরবানের রুমা ও থানচি উপজেলা ভ্রমনে বিধিনিষেধ বহাল রয়েছে। 

এদিকে পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীরা বলছেন, এবার ভিসা জটিলতার কারনে ভারত-সহ বিদেশে ভ্রমণে না যাওয়া অনেক পর্যটক অনেকে ভীড় করছেন পার্বত্য জেলা বান্দরবানে। এরইমধ্যে আগামী ৬ এপ্রিল পর্যন্ত বান্দরবানের হোটেল মোটেলের কোন রুম খালি নেই। বুকিং হয়ে গেছে ঈদের আগেই ।

বাসস্টেশন এলাকার হিলভিউ হোটেলের ব্যবস্থাপক মোহাম্মদ পারভেজ জানান, চাঁদরাত থেকেই পর্যটকেরা হোটেল বুকিং দিতে শুরু করেছেন। তাদের হোটেলে ৮৫টি কক্ষ রয়েছে এবং তিনশত জন একদিনে থাকতে পারেন উল্লেখ করে তিনি জানান, সব কক্ষই আগাম বুকিং হয়েছে।  

সেন্টমার্টিন পরিবহনের ম্যানেজার আবিদুল ইসলাম জানান, পর্যটকের প্রচুর চাপ আছে। বান্দরবানগামী তাদের সব বাসের টিকেট আগাম বুকিং হয়ে গেছে। ৪ এপ্রিল পর্যন্ত কোনো সিট খালি নেই। 

এদিকে বান্দরবানের ঢাকা পরিবহন সমিতির সভাপতি কামাল পাশা জানান, ২ থেকে ৪ এপ্রিল ঢাকা থেকে বান্দরবান এবং ৩ থেকে ৬ এপ্রিল বান্দরবান থেকে ঢাকাগামী সব পরিবহনের আসন আগাম বুকড হয়ে গেছে। 

বান্দরবানে ট্যুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) নিত্যানন্দ দাস বলেন, ঈদ উপলক্ষে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ট্যুরিস্ট পুলিশ ও জেলা পুলিশ সমন্বিতভাবে কাজ করছে যাতে পর্যটকরা নিরাপদে ভ্রমণ উপভোগ করতে পারেন।

বান্দবানের জেলা প্রশাসক শামীম আরা রিনি বলেন, পর্যটকদের নিরাপত্তার বিষয়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সচেতন আছে। পর্যটকদের বিষয়ে সবাই যত্নশীল। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সাতক্ষীরার আশাশুনিতে রিং বাঁধ নির্মাণ ও ত্রাণ বিতরণ করছে সেনাবাহিনী
যৌথ অভিযানে এক সপ্তাহে ৩৪১ অপরাধী গ্রেফতার
যশোরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী পিতা-কন্যা নিহত, আহত ৩
সাতক্ষীরায় প্লাবিত এলাকায় নৌবাহিনীর জরুরি ত্রাণ ও মেডিকেল সহায়তা প্রদান
পার্বত্য চট্টগ্রামের অর্থনৈতিক উন্নয়নে সব সময় আন্তরিক সরকার : সুপ্রদীপ চাকমা
জয়দীপের লেখায় ধর্মীয় সহিংসতার উস্কানি থাকায় প্রতিবাদ জানিয়েছে এবি পার্টি
রংপুরে অপহরণকারী ছিনতাই চেষ্টার অভিযোগে ২২ জনকে গ্রেফতার
গণ-অভ্যুত্থানের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত না হলে নতুন প্রজন্ম আবারও লড়াইয়ে নামবে : ব্যারিস্টার ফুয়াদ
শুল্ক হার কমাতে সংস্কার প্রতিশ্রুতির সদিচ্ছাকে কাজে লাগাতে হবে: ড. জাহিদ হোসেন
ঢাকাগামী যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিতে পদক্ষেপ নেওয়া হয়েছে : রেলওয়ে মহাপরিচালক
১০