ফ্যাসিবাদের সময় প্রধান উপদেষ্টাও নির্যাতিত হয়েছিলেন : আযম খান

বাসস
প্রকাশ: ০২ এপ্রিল ২০২৫, ২২:৪৮
বাসাইল উপজেলা বিএনপির কার্যালয়ে নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বক্তব্য রাখছেন আহমেদ আযম খান- ছবি : বাসস

টাঙ্গাইল, ২ এপ্রিল, ২০২৫ (বাসস) : বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান বলেছেন, ফ্যাসিবাদের সময় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস স্যারও নির্যাতিত হয়েছিলেন। প্রতিটা পদে পদে তাকে নির্যাতন করা হয়েছিল। সেই নির্যাতনের সময় বিএনপি আপনার পাশে থেকেছে। আজ বুধবার (২ এপ্রিল) দুপুরে টাঙ্গাইলের বাসাইল উপজেলা বিএনপির কার্যালয়ে নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ফ্যাসিবাদের সময় যেমন বিএনপির ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে হয়রানি ও গায়েবি হামলা দেয়া হয়েছিল,  লাখ লাখ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছিল।  ঠিক সেরকম ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধেও কাল্পনিক হয়রানিমূলক মামলা দেয়া হয়েছিল। 

আহমেদ আযম খান আরও বলেন, নির্যাতনকারী ফ্যাসিবাদ পালিয়ে গেছে। ‘আপনি প্রধান উদেষ্টা হয়েছেন। তাই আপনার প্রতিশ্রুত বাংলাদেশটাকে সমৃদ্ধির যাত্রায় ফিরিয়ে নিয়ে আসবেন। আপনার প্রতিশ্রুতি অনুযায়ী নির্বাচনের ব্যবস্থা করবেন। ইতোমধ্যেই প্রতিপক্ষ রাজনৈতিক দল বুঝে গেছে, তারা প্রতিদিন বোরকা পড়ে মা- বোনদের কাছে যায়। নির্বাচনের জন্য ভোট চান।

তিনি আরও বলেন, ‘আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া অল্প কিছুদিনের মধ্যেই বাংলাদেশে আসবেন। আরও একটু দেরিতে তারেক রহমান আসবেন। সারা বাংলাদেশ দেশনেত্রী বেগম খালেদা জিয়া  ও দেশনায়ক তারেক রহমানকে বরণ করার জন্য অপেক্ষা করছে।

বাসাইল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কাশেম মিয়া, উপজেলা বিএনপির সহসভাপতি ইঞ্জিনিয়ার সোহরাব হোসেন, বাসাইল পৌর বিএনপি’র সভাপতি আক্তারুজ্জামান তুহিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুর নবী আবু হায়াত খান নবু ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সাতক্ষীরার আশাশুনিতে রিং বাঁধ নির্মাণ ও ত্রাণ বিতরণ করছে সেনাবাহিনী
যৌথ অভিযানে এক সপ্তাহে ৩৪১ অপরাধী গ্রেফতার
যশোরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী পিতা-কন্যা নিহত, আহত ৩
সাতক্ষীরায় প্লাবিত এলাকায় নৌবাহিনীর জরুরি ত্রাণ ও মেডিকেল সহায়তা প্রদান
পার্বত্য চট্টগ্রামের অর্থনৈতিক উন্নয়নে সব সময় আন্তরিক সরকার : সুপ্রদীপ চাকমা
জয়দীপের লেখায় ধর্মীয় সহিংসতার উস্কানি থাকায় প্রতিবাদ জানিয়েছে এবি পার্টি
রংপুরে অপহরণকারী ছিনতাই চেষ্টার অভিযোগে ২২ জনকে গ্রেফতার
গণ-অভ্যুত্থানের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত না হলে নতুন প্রজন্ম আবারও লড়াইয়ে নামবে : ব্যারিস্টার ফুয়াদ
শুল্ক হার কমাতে সংস্কার প্রতিশ্রুতির সদিচ্ছাকে কাজে লাগাতে হবে: ড. জাহিদ হোসেন
ঢাকাগামী যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিতে পদক্ষেপ নেওয়া হয়েছে : রেলওয়ে মহাপরিচালক
১০