গোপালগঞ্জে মাহেন্দ্র ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, আহত ৭

বাসস
প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৫, ০০:১৭

গোপালগঞ্জ, ২ এপ্রিল, ২০২৫ (বাসস) : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মাহেন্দ্র-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত সাতজন আহত হয়েছেন। আজ বুধবার  সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া এমদাদুল হক মেমোরিয়াল ডিগ্রী কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহতদের টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

নিহতরা হলেন, টুঙ্গিপাড়া উপজেলার পার ঝনঝনিয়া গ্রামের মাহফুজ শেখের ছেলে মারুফ শেখ (১৮) ও একই গ্রামের কামাল শেখের ছেলে মোহান্নেত শেখ (১৬)।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বাসসকে জানান, মারুফ শেখ তার এক বন্ধুকে নিয়ে পার ঝনঝনিয়া থেকে মোটরসাইকেলে করে পাটগাতি বাজারের উদ্দেশ্যে যাচ্ছিলেন। এমদাদুল হক মেমোরিয়াল ডিগ্রী কলেজের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী মাহেন্দ্রের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটর সাইকেল ও মাহেন্দ্রটি দুমড়ে মুচড়ে গেলে ৯ জন আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে প্রথমে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মাহেন্দ্র যাত্রী মোহান্নেত শেখ মারা যান। পরে অবস্থার অবনতি হলে মারুফ শেখকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এছাড়া বাকি আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার দেখানো হলো ইসি’র সাবেক সচিব হেলালুদ্দীনকে
বর্ণাঢ্য আয়োজনে বাকৃবির ৬৫তম প্রতিষ্ঠা দিবস উদযাপন
হিলি সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ
ইসরাইল ইচ্ছাকৃতভাবে গাজার ফিলিস্তিনিদের অনাহারে রাখছে : অ্যামনেস্টি
নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু
খুলনায় কৃষি ব্যাংকে চুরির রহস্য উন্মোচন, হোতা গ্রেপ্তার
মৎস্য সপ্তাহ উপলক্ষে নোয়াখালীতে আলোচনা সভা 
ইয়েমেনে জ্বালানি অবকাঠামোতে হামলার দাবি ইসরাইলের
সাভারকে ‘ডিগ্রেডেড এয়ারশেড’ ঘোষণা: দূষণ সৃষ্টিকারী শিল্পে কঠোর নিয়ন্ত্রণ
রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৩, অনেকেই আহত
১০