পর্যটকদের পদভারে মুখরিত পাহাড়ী কন্যা রাঙ্গামাটি

বাসস
প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৫, ১১:০৮
প্রাকৃতিক সৌর্ন্দযের লীলাভূমি পর্যটকদের পদভারে মুখরিত পাহাড়ী কন্যা রাঙ্গামাটি। ছবি : বাসস

॥ মনসুর আহম্মেদ ॥

রাঙ্গামাটি,৩ এপ্রিল, ২০২৫ (বাসস) : প্রাকৃতিক সৌর্ন্দযের লীলাভূমি পাহাড়ী কন্যা পর্যটন শহর রাঙ্গামাটি এখন পর্যটকদের পদভারে মুখরিত। ঈদের লম্বা ছুটিতে ঈদ শেষে দেশের নানা প্রান্ত থেকে পরিবার পরিজন নিয়ে পাহাড়ে আসতে শুরু করেছে পর্যটকরা। বর্তমানে হোটেল মোটেলসহ বিভিন্ন রিসোর্টে ৯০-৯৫ ভাগই বর্তমানে বুকিং রয়েছে বলে জানিয়েছেন হোটেল মোটেল মালিকরা।

পাহাড়ের বিভিন্ন উপজেলাসহ জেলা সদরের প্রতিটি পর্যটন স্পটগুলো এখন পর্যটকদের পদচারণায় মুখর।পরিবার পরিজন নিয়ে দেশী বিদেশী পর্যটকরা এখন পাহাড়ের নির্মল প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন মনের আনন্দে।  ঈদ পরবর্তী পাহাড়ে মানুষের আগমনে চাঙ্গা হয়ে উঠায় পর্যটন সংশ্লিষ্ট সবায় খুশি। 
রাঙ্গামাটি পর্যটন হলিডে কমপ্লেক্স ঘাটের বোট মালিক সমিতির নেতা মোঃ রমজান আলী বাসসকে জানান, ঈদের দিন পর্যটকের সংখ্যা একটু কম হলেও ঈদের পরদিন থেকে রাঙ্গামাটিতে আশানুরুপ পর্যটক আসতে শুরু করেছে। পর্যটক বেড়ে যাওয়ায়  পর্যটন সংশ্লিষ্ট সকলেই খুশি বলে জানান তিনি।

রাঙ্গামাটি পর্যটন হলিডে কমপ্লেক্সের ম্যানেজার আলোক বিকাশ চাকমা বাসসকে জানান, বর্তমানে দেশের বিভিন্ন জেলা থেকে পর্যটকরা পরিবার নিয়ে রাঙ্গামাটিতে অবস্থান করছেন। তিনি জানান, ঈদের আগে থেকেই দেশের বিভিন্ন অঞ্চল থেকে পর্যটন কমপ্লেক্সে রুম বুকিং শুরু করেন পর্যটকরা। বর্তমানে পর্যটনে ৮০-৯০ ভাগ রুমই বুকিং রয়েছে বলে জানান তিনি। এছাড়া শহরের অন্যান্য হোটেল মোটেলে খবর নিয়ে দেখা গেছে সেখানেও পর্যটকদের আশানুরুপ বুকিং রয়েছে।

রাঙ্গামাটি ট্যুরিস্ট পুলিশ সুপার নিহাদ আদনান তাইয়ান বাসসকে জানান, পাহাড়ে আগত পর্যটকদের সার্বিক নিরাপত্তা দিতে ট্যুরিস্ট পুলিশ সার্বক্ষণিকভাবে কাজ করছে। তিনি জানান, রাঙ্গামাটির পর্যটন স্পট ছাড়াও কাপ্তাই লেকে বেড়াতে যাওয়া পর্যটকদের নিরাপত্তায়ও রাঙ্গামাটি ট্যুরিস্ট পুলিশ সদস্যরা তাদের পাশে থেকে সহযোগিতা করছেন বলে জানান এ কর্মকর্তা।

পাহাড়ী কন্যা রাঙ্গামাটি জেলার বিভিন্ন পর্যটন স্পট এখন পর্যটকে পরিপূর্ণ। রাঙ্গামাটিতে বেড়াতে আসা পর্যটকদের বিনোদনের জন্য রয়েছে পর্যটনের ঝুলন্ত ব্রীজ, পুলিশ বিভাগ কর্তৃক পরিচালিত সুখী নীলগঞ্জ ও পলওয়েল পার্ক , ডিসি বাংলো, নানিয়ার উপজেলার বুড়িঘাটের বীর শ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফের স্মৃতিসৌধ, রাজবন বিহার, কাপ্তাই লেক, সুভলং ঝর্ণা, পেদাটিংটিং, টুকটুক ইকো ভিলেজ, বার্গী লেক, ডিভাইন রিসোর্ট, বেড়াইন্ন্যাসহ কাপ্তাই লেকের পাড়ে গড়ে উঠা বিভিন্ন পর্যটন স্পট। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঘুরতে আসা পর্যটকেরা পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য দেখে অভিভূত।

প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা রাঙ্গামাটি জেলার পর্যটন শিল্পের বিকাশে পরিকল্পিতভাবে সরকারীভাবে আরো নতুন নতুন পর্যটন স্পট গড়ে তোলাসহ কার্যকর পদক্ষেপ নেয়া গেলে পর্যটন খাতে পার্বত্য চট্টগ্রাম থেকেই অনেক রাজস্ব আদায়ের পাশাপাশি পার্বত্য জেলা দেশের একমাত্র পর্যটনের কেন্দ্র স্থল বলে মনে করেন ঘুরতে আসা পর্যটকরা।

ঈদ পরবর্তী ছুটিতে পাহাড়ী কন্যা রাঙ্গামাটির সব বিনোদন কেন্দ্র এখন পর্যটকদের পদচারণায় অনেকটাই মুখরই বলা চলে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আদালতের রায়ে ক্ষমতাচ্যুত হলেন দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন
৫ মিলিয়ন ডলারের ‘গোল্ড কার্ড’ ভিসা উন্মোচন করলেন ট্রাম্প
মাদক বহনের দায়ে গ্রেফতার কির্টন
চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত 
উৎসবমুখর পরিবেশে সাইকেল লেন দিবস উদযাপিত
বাংলাদেশ ও ভারতের সরকার প্রধানের বৈঠক 'আশার আলো' তৈরি করছে: মির্জা ফখরুল
সাতক্ষীরায় দর্শনার্থীদের পদচারনায় মুখরিত রূপসী ম্যানগ্রোভ ফরেস্ট
পরিবার পরিকল্পনা বিভাগের টিম ওয়ার্ক, ঈদের বন্ধে চট্টগ্রামে ১০৭টি নরমাল ডেলিভারি সম্পন্ন
প্রধান উপদেষ্টা থাইল্যান্ডকে ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান জানিয়েছেন 
নাগরিক সুবিধা নিশ্চিত করতে রাজনীতির আমূল পরিবর্তন করতে চায় এবি পার্টি
১০