লক্ষ্মীপুরে মোটরসাইকেলের ধাক্কায় আহত ব্যক্তির মৃত্যু 

বাসস
প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৫, ১৪:৪৭

লক্ষ্মীপুর,৩ এপ্রিল, ২০২৫ (বাসস) : জেলায় গতকাল সন্ধায়  মোটরসাইকেলের ধাক্কায় আহত সফিক মীর(৩৫) আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান । মৃত ব্যক্তি লক্ষ্মীপুর  পৌরসভার ৪নং ওয়ার্ডের বসিন্দা।

বুধবার সন্ধ্যায় লক্ষ্মীপুর-রায়পুর সড়কের জেলা বাসটার্মিনাল এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন সফিক মীর। বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন নিহতের স্বজন ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আবদুল মোন্নাফ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,  বুধবার সন্ধ্যায় বাসটার্মিনাল এলাকা দিয়ে রাস্তা পার হচ্ছিলেন সফিক মীর। এসময় দ্রুত গতিতে ছেড়ে আসা মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তার অবস্থার অবনতি হওয়ায় রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান সফিক মীর।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মোন্নাফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে ।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রংপুরে টি২০ ক্রিকেট টুর্নামেন্টে সুপার ওভারে কিংসম্যান চ্যাম্পিয়ন
বাছাইপর্বের জন্য সানেকে দলে ফিরিয়েছে জার্মানী, নতুন মুখ এল মালা
সুনামগঞ্জে মরমী কবি রাধারমণ দত্তের প্রয়াণ দিবস উপলক্ষে প্রস্তুতিসভা
বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে গণসংযোগ
বরগুনায় যৌথ বাহিনীর অভিযানে জাটকা জব্দ 
হালদা নদীকে মৎস্য হেরিটেজ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি
৩ জেলায় ইটভাটায় অভিযান : ২৪ লাখ টাকা জরিমানা ও কারাদণ্ড
মোহাম্মদপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে আয়ারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অক্টোবর মাসে ২,৩২৪ টি ফৌজদারি ও ৩৪৩ টি ট্রাফিক মামলা নিষ্পত্তি করেছে
১০