লক্ষ্মীপুরে মোটরসাইকেলের ধাক্কায় আহত ব্যক্তির মৃত্যু 

বাসস
প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৫, ১৪:৪৭

লক্ষ্মীপুর,৩ এপ্রিল, ২০২৫ (বাসস) : জেলায় গতকাল সন্ধায়  মোটরসাইকেলের ধাক্কায় আহত সফিক মীর(৩৫) আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান । মৃত ব্যক্তি লক্ষ্মীপুর  পৌরসভার ৪নং ওয়ার্ডের বসিন্দা।

বুধবার সন্ধ্যায় লক্ষ্মীপুর-রায়পুর সড়কের জেলা বাসটার্মিনাল এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন সফিক মীর। বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন নিহতের স্বজন ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আবদুল মোন্নাফ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,  বুধবার সন্ধ্যায় বাসটার্মিনাল এলাকা দিয়ে রাস্তা পার হচ্ছিলেন সফিক মীর। এসময় দ্রুত গতিতে ছেড়ে আসা মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তার অবস্থার অবনতি হওয়ায় রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান সফিক মীর।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মোন্নাফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে ।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাতীয় বৃক্ষমেলায় শিক্ষার্থীদের ‘গাছ চেনা প্রতিযোগিতা-২০২৫
জুলাই অভ্যুত্থানের মাধ্যমে শহীদরা বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ করতে শিখিয়েছে : ইআবি ভিসি
বার্সেলোনার আইকনিক ১০ নম্বর জার্সি পেলেন ইয়ামাল
সকলকে সঙ্গে নিয়ে চলার মধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শক্তি : ঢাবি উপাচার্য
রাজধানীর যাত্রাবাড়ীতে তিন মাদক কারবারি গ্রেফতার 
চাঁদপুরে অননুমোদিত শিশু খাদ্য তৈরির অভিযোগে কারখানা মালিককে জরিমানা
ডেঙ্গু ও করোনা ভাইরাস প্রতিরোধে জেডআরএফ’র জনসচেতনামূলক প্রচারপত্র বিতরণ 
তরুণ প্রজন্মের সম্ভাবনা কাজে লাগানোর জন্য স্থানীয় সরকার উপদেষ্টার আহবান
তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা 
রাঙ্গুনিয়ায় মাদকবিরোধী অভিযানে আটক ২
১০