লক্ষ্মীপুরে মোটরসাইকেলের ধাক্কায় আহত ব্যক্তির মৃত্যু 

বাসস
প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৫, ১৪:৪৭

লক্ষ্মীপুর,৩ এপ্রিল, ২০২৫ (বাসস) : জেলায় গতকাল সন্ধায়  মোটরসাইকেলের ধাক্কায় আহত সফিক মীর(৩৫) আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান । মৃত ব্যক্তি লক্ষ্মীপুর  পৌরসভার ৪নং ওয়ার্ডের বসিন্দা।

বুধবার সন্ধ্যায় লক্ষ্মীপুর-রায়পুর সড়কের জেলা বাসটার্মিনাল এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন সফিক মীর। বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন নিহতের স্বজন ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আবদুল মোন্নাফ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,  বুধবার সন্ধ্যায় বাসটার্মিনাল এলাকা দিয়ে রাস্তা পার হচ্ছিলেন সফিক মীর। এসময় দ্রুত গতিতে ছেড়ে আসা মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তার অবস্থার অবনতি হওয়ায় রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান সফিক মীর।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মোন্নাফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে ।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের
স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
স্থানীয় সরকার বিশেষজ্ঞ অধ্যাপক তোফায়েল আহমেদ আর নেই
জিয়াউর রহমানের সমাধি জিয়ারত করলেন বেগম খালেদা জিয়া
‘নতুন কুঁড়ি’ ঢাকা পর্বে রাজশাহীর ১২০ প্রতিযোগী মনোনীত
শ্রমিকদের বেতন-মজুরি প্রদানের দায়িত্ব মালিকদের: শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা
আগামী নির্বাচনে পোস্টাল ব্যালটে গোপনীয়তা অটুট থাকবে: ফয়েজ আহমদ তৈয়্যব
ওমানে সড়ক দুর্ঘটনায় আট বাংলাদেশি শ্রমিক নিহত
গুমের সত্য উন্মোচনে প্রামাণ্যচিত্র প্রকাশ করল গুম কমিশন
সরকার দেশের কর ব্যবস্থা আরও স্বচ্ছ ও ব্যবসা বান্ধব করতে কাজ করছে: এনবিআর চেয়ারম্যান
১০