চট্টগ্রামে জোড়া খুনের ঘটনায় দু’জন গ্রেফতার

বাসস
প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৫, ১৭:৩৭

চট্টগ্রাম, ৩ এপ্রিল, ২০২৫(বাসস) : চট্টগ্রাম নগরীতে প্রাইভেট কার ধাওয়া করে জোড়া খুনের ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। 

পুলিশ জানিয়েছে, তারা মোটর সাইকেলে চড়ে প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে কারটিকে ধাওয়া করেছিল এবং কিলিং মিশনে অংশ নিয়েছিল।

বৃহস্পতিবার (৩ মার্চ) বিকেলে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলো-বান্দরবান জেলার লামা থানার ইসলামপুর সন্দ্বীপপাড়া গ্রামের মো. রফিকের ছেলে মো. বেলাল (২৭) এবং ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের অলিপাড়া আসদ আলীর বাড়ির মৃত আবুল হাশেমের ছেলে মো. মানিক (২৪)।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার বেলাল ডাবল মার্ডার মিশনে সরাসরি অংশ নিয়েছে। মানিক মিশনে ব্যবহৃত মোটরসাইকেল সরবরাহকারী ও পরিকল্পনাকারী।

বাকলিয়া থানার ওসি ইখতিয়ার উদ্দিন বলেন, হত্যার ঘটনার পরপরই আসামিদের শনাক্তে আমরা তৎপরতা শুরু করি। ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ ও পারিপার্শ্বিক ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে আমরা বেলাল ও মানিককে শনাক্ত করতে সক্ষম হয়েছি। নগরের চান্দগাঁও থানার খাজা রোডের বাদামতল এলাকা থেকে বেলালকে এবং ফটিকছড়ি উপজেলা থেকে মানিককে গ্রেপ্তার করা হয়েছে। বেলালের কাছ থেকে ঘটনার সময় পরিহিত কাপড় জব্দ করা হয়েছে। তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এর আগে, গত ২৯ মার্চ দিবাগত রাতে নগরের চকবাজার থানার বাকলিয়া এক্সেস রোড চন্দনপুরা অংশে একটি প্রাইভেটকার ধাওয়া করে প্রকাশ্যে ব্রাশফায়ার করে বখতেয়ার হোসেন মানিক ও মো. আব্দুল্লাহ নামে দুজনকে খুন করা হয়। এ ঘটনায় গুলিবিদ্ধ হন আরও দুইজন।

এ ঘটনায় গত ১ এপ্রিল বাকলিয়া থানায় নিহত বখতিয়ার হোসেন মানিকের মা ফিরোজা বেগম বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মামলায় শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ ও তার স্ত্রী শারমিন আক্তার তামান্না ছাড়াও আসামি করা হয়েছে মোহাম্মদ হাছান, মোবারক হোসেন ইমন, খোরশেদ, রায়হান ও বোরহানকে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের
স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
স্থানীয় সরকার বিশেষজ্ঞ অধ্যাপক তোফায়েল আহমেদ আর নেই
জিয়াউর রহমানের সমাধি জিয়ারত করলেন বেগম খালেদা জিয়া
‘নতুন কুঁড়ি’ ঢাকা পর্বে রাজশাহীর ১২০ প্রতিযোগী মনোনীত
শ্রমিকদের বেতন-মজুরি প্রদানের দায়িত্ব মালিকদের: শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা
আগামী নির্বাচনে পোস্টাল ব্যালটে গোপনীয়তা অটুট থাকবে: ফয়েজ আহমদ তৈয়্যব
ওমানে সড়ক দুর্ঘটনায় আট বাংলাদেশি শ্রমিক নিহত
গুমের সত্য উন্মোচনে প্রামাণ্যচিত্র প্রকাশ করল গুম কমিশন
সরকার দেশের কর ব্যবস্থা আরও স্বচ্ছ ও ব্যবসা বান্ধব করতে কাজ করছে: এনবিআর চেয়ারম্যান
১০