চট্টগ্রামে জোড়া খুনের ঘটনায় দু’জন গ্রেফতার

বাসস
প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৫, ১৭:৩৭

চট্টগ্রাম, ৩ এপ্রিল, ২০২৫(বাসস) : চট্টগ্রাম নগরীতে প্রাইভেট কার ধাওয়া করে জোড়া খুনের ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। 

পুলিশ জানিয়েছে, তারা মোটর সাইকেলে চড়ে প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে কারটিকে ধাওয়া করেছিল এবং কিলিং মিশনে অংশ নিয়েছিল।

বৃহস্পতিবার (৩ মার্চ) বিকেলে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলো-বান্দরবান জেলার লামা থানার ইসলামপুর সন্দ্বীপপাড়া গ্রামের মো. রফিকের ছেলে মো. বেলাল (২৭) এবং ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের অলিপাড়া আসদ আলীর বাড়ির মৃত আবুল হাশেমের ছেলে মো. মানিক (২৪)।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার বেলাল ডাবল মার্ডার মিশনে সরাসরি অংশ নিয়েছে। মানিক মিশনে ব্যবহৃত মোটরসাইকেল সরবরাহকারী ও পরিকল্পনাকারী।

বাকলিয়া থানার ওসি ইখতিয়ার উদ্দিন বলেন, হত্যার ঘটনার পরপরই আসামিদের শনাক্তে আমরা তৎপরতা শুরু করি। ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ ও পারিপার্শ্বিক ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে আমরা বেলাল ও মানিককে শনাক্ত করতে সক্ষম হয়েছি। নগরের চান্দগাঁও থানার খাজা রোডের বাদামতল এলাকা থেকে বেলালকে এবং ফটিকছড়ি উপজেলা থেকে মানিককে গ্রেপ্তার করা হয়েছে। বেলালের কাছ থেকে ঘটনার সময় পরিহিত কাপড় জব্দ করা হয়েছে। তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এর আগে, গত ২৯ মার্চ দিবাগত রাতে নগরের চকবাজার থানার বাকলিয়া এক্সেস রোড চন্দনপুরা অংশে একটি প্রাইভেটকার ধাওয়া করে প্রকাশ্যে ব্রাশফায়ার করে বখতেয়ার হোসেন মানিক ও মো. আব্দুল্লাহ নামে দুজনকে খুন করা হয়। এ ঘটনায় গুলিবিদ্ধ হন আরও দুইজন।

এ ঘটনায় গত ১ এপ্রিল বাকলিয়া থানায় নিহত বখতিয়ার হোসেন মানিকের মা ফিরোজা বেগম বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মামলায় শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ ও তার স্ত্রী শারমিন আক্তার তামান্না ছাড়াও আসামি করা হয়েছে মোহাম্মদ হাছান, মোবারক হোসেন ইমন, খোরশেদ, রায়হান ও বোরহানকে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রংপুরে টি২০ ক্রিকেট টুর্নামেন্টে সুপার ওভারে কিংসম্যান চ্যাম্পিয়ন
বাছাইপর্বের জন্য সানেকে দলে ফিরিয়েছে জার্মানী, নতুন মুখ এল মালা
সুনামগঞ্জে মরমী কবি রাধারমণ দত্তের প্রয়াণ দিবস উপলক্ষে প্রস্তুতিসভা
বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে গণসংযোগ
বরগুনায় যৌথ বাহিনীর অভিযানে জাটকা জব্দ 
হালদা নদীকে মৎস্য হেরিটেজ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি
৩ জেলায় ইটভাটায় অভিযান : ২৪ লাখ টাকা জরিমানা ও কারাদণ্ড
মোহাম্মদপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে আয়ারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অক্টোবর মাসে ২,৩২৪ টি ফৌজদারি ও ৩৪৩ টি ট্রাফিক মামলা নিষ্পত্তি করেছে
১০