চসিক-এর সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর আলম গ্রেফতার

বাসস
প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৫, ১৮:০৬
চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)-এর ৩৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর আলম চৌধুরী। ফাইল ছবি

চট্টগ্রাম, ৩ এপ্রিল, ২০২৫ (বাসস) : চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)-এর ৩৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর আলম চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

জাহাঙ্গীর আলম চৌধুরী মহানগর শ্রমিক লীগের সাবেক সভাপতি।

বৃহস্পতিবার (৩মার্চ) বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দীন বিষয়টি নিশ্চিত করে বলেন, তাকে আদালতে হাজির করার পর কারাগারে পাঠানো হয়। এর আগে বুধবার সন্ধ্যার পর বন্দর থানাধীন গোসাইলডাঙ্গা এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

গত বছরের ৫ আগস্ট পরবর্তীতে হওয়া একটি মামলার তদন্তে আসামি তিনি। 

২০১৭ সালের ৩১ ডিসেম্বর চট্টগ্রাম সিটি করপোরেশনের ৩৬ নং সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ হাবিবুল হকের মৃত্যুর পর উপ-নির্বাচনে হাজী জাহাঙ্গীর আলম চৌধুরী কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন। 

পরবর্তীতে ২০২১ সালে সিটি করপোরেশন নির্বাচনে একই ওয়ার্ড থেকে ঘুড়ি মার্কায় আওয়ামী লীগের সমর্থন পান তিনি। 

তবে ওই সময় বিজয়ী হয়েছিলেন যুবলীগ নেতা ও বিদ্রোহী প্রার্থী মোর্শেদ আলী। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রংপুরে টি২০ ক্রিকেট টুর্নামেন্টে সুপার ওভারে কিংসম্যান চ্যাম্পিয়ন
বাছাইপর্বের জন্য সানেকে দলে ফিরিয়েছে জার্মানী, নতুন মুখ এল মালা
সুনামগঞ্জে মরমী কবি রাধারমণ দত্তের প্রয়াণ দিবস উপলক্ষে প্রস্তুতিসভা
বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে গণসংযোগ
বরগুনায় যৌথ বাহিনীর অভিযানে জাটকা জব্দ 
হালদা নদীকে মৎস্য হেরিটেজ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি
৩ জেলায় ইটভাটায় অভিযান : ২৪ লাখ টাকা জরিমানা ও কারাদণ্ড
মোহাম্মদপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে আয়ারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অক্টোবর মাসে ২,৩২৪ টি ফৌজদারি ও ৩৪৩ টি ট্রাফিক মামলা নিষ্পত্তি করেছে
১০