চসিক-এর সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর আলম গ্রেফতার

বাসস
প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৫, ১৮:০৬
চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)-এর ৩৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর আলম চৌধুরী। ফাইল ছবি

চট্টগ্রাম, ৩ এপ্রিল, ২০২৫ (বাসস) : চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)-এর ৩৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর আলম চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

জাহাঙ্গীর আলম চৌধুরী মহানগর শ্রমিক লীগের সাবেক সভাপতি।

বৃহস্পতিবার (৩মার্চ) বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দীন বিষয়টি নিশ্চিত করে বলেন, তাকে আদালতে হাজির করার পর কারাগারে পাঠানো হয়। এর আগে বুধবার সন্ধ্যার পর বন্দর থানাধীন গোসাইলডাঙ্গা এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

গত বছরের ৫ আগস্ট পরবর্তীতে হওয়া একটি মামলার তদন্তে আসামি তিনি। 

২০১৭ সালের ৩১ ডিসেম্বর চট্টগ্রাম সিটি করপোরেশনের ৩৬ নং সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ হাবিবুল হকের মৃত্যুর পর উপ-নির্বাচনে হাজী জাহাঙ্গীর আলম চৌধুরী কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন। 

পরবর্তীতে ২০২১ সালে সিটি করপোরেশন নির্বাচনে একই ওয়ার্ড থেকে ঘুড়ি মার্কায় আওয়ামী লীগের সমর্থন পান তিনি। 

তবে ওই সময় বিজয়ী হয়েছিলেন যুবলীগ নেতা ও বিদ্রোহী প্রার্থী মোর্শেদ আলী। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের
স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
স্থানীয় সরকার বিশেষজ্ঞ অধ্যাপক তোফায়েল আহমেদ আর নেই
জিয়াউর রহমানের সমাধি জিয়ারত করলেন বেগম খালেদা জিয়া
‘নতুন কুঁড়ি’ ঢাকা পর্বে রাজশাহীর ১২০ প্রতিযোগী মনোনীত
শ্রমিকদের বেতন-মজুরি প্রদানের দায়িত্ব মালিকদের: শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা
আগামী নির্বাচনে পোস্টাল ব্যালটে গোপনীয়তা অটুট থাকবে: ফয়েজ আহমদ তৈয়্যব
ওমানে সড়ক দুর্ঘটনায় আট বাংলাদেশি শ্রমিক নিহত
গুমের সত্য উন্মোচনে প্রামাণ্যচিত্র প্রকাশ করল গুম কমিশন
সরকার দেশের কর ব্যবস্থা আরও স্বচ্ছ ও ব্যবসা বান্ধব করতে কাজ করছে: এনবিআর চেয়ারম্যান
১০